অবসর…!!!
এই লেখাটি ইতিমধ্যে 1369বার পড়া হয়েছে।
ভাবছি আমার থেকে আমার
হৃৎপিন্ডটাকে আলাদা করবো,
তাকে মুক্তি দিব চিরতরে।
মুক্তির স্বাদ নিতে যখন সে হাওয়ায়
ভেসে বেড়াবে, আমি তখন বিস্মিত
হবোনা একটুও ।।
ভাবছি আমি দৃষ্টিহীন হবো এবার,
মায়াবী নয়ন দুটোর এত মায়া
কোথায় যায়, একটি বার দেখার
আশায় সে পথে হাঁটবো আমি।।
ভাবছি একবার মেমোরি লেস
হবো আমি,
আমার ব্রেইন থেকে ডিলিট হয়ে
যাবে ঘুনে ধরা সব নষ্ট অতীত।
যার বিষাক্ত ছোবলে আর আমাকে
ক্ষত বিক্ষত হতে হবেনা বার বার।।
ভাবছি একটিবার জড় পদার্থে
পরিনত হবো আমি,
প্রাণহীন আমাকে কে কতটুকু
অবহেলা করতে পারে সেটা
দেখার খুব খায়েশ জেগেছে মনে।।
ভাবছি এইবার আমাকে আমার
থেকে বিসর্জন দিব,
নির্বাসনে পাঠিয়ে তাঁকে আমি
হবো নিশ্চিন্ত।
খোলশধারী আমাকে কে কতটা
আগলে রাখে তা দেখে
তৃপ্তির ঢেকুর তুলবো আমি।।
মরার আগে একটিবার লাশ হতে
চাই আমি, জীবন্ত লাশ…!
যে লাশ ঘুরে বেড়াবে, কথা বলবে
হাসি আনন্দে মেতে থাকবে,
যে লাশের পঁচন ধরবেনা।।
সবশেষে ভাবছি একলা হবো আমি
নিজের স্বত্তাকে বিসর্জন দিয়ে
খুব বেশি একলা হবো।
সত্যি এইবার একলা হতে চাই
মুখোশধারীর খোলশ পরে
অন্যরকম আমাকে নিয়ে
সবার মাঝে মিশে থাকতে চাই।।
চিরচেনা সেই আমাকে দিতে চাই
মুক্তি, বড় বেশি ক্লান্ত সে আজ
অনেক অনেক অনেক বেশি বিশ্রাম
যে তাঁর প্রয়োজন।
সব কিছুর শেষ বলে যে একটি কথা
আছে তাঁর স্বাদটুকুও তো তাঁকে
পেতে হবে, তাই আজ তাঁর চাই অবসর।।
(একজন স্বপ্নহীন মানুষের ভাবনা…২৭.০৭.২০১১)
১,৩৩৭ বার পড়া হয়েছে
//ভাবছি একবার মেমোরি লেস
হবো আমি,
আমার ব্রেইন থেকে ডিলিট হয়ে
যাবে ঘুনে ধরা সব নষ্ট অতীত।
যার বিষাক্ত ছোবলে আর আমাকে
ক্ষত বিক্ষত হতে হবেনা বার বার।।//
এমন চমৎকার আবেগের বহিঃপ্রকাশ- সত্যিই অসাধারণ অনুভূতির প্রকাশ ।
ভালো লেগেছে লিখা আর কবিতার বিষয়বস্তু ।
ধুরু যা আপি এসব কিছুই তোমাকে হতে দিবো না
আমরা কিন্তু মোটেও তোমাকে অবহেলা করিনা অনেক ভাল বাসি
আলো লিখা চাই আপি
মন ভাল থাকুক সব সময় এই কামনাই করি
লেখা অসম্ভব সুন্দর হয়েছে
কাব্য র আরো একটু কাব্যতা আনলে আরো একটু ভালো লাগত মনে হয়
সো ফাইন
শুভ কামনা রইল
বেশ ক্ষোভের কথা মনে হল –
“আমার ব্রেইন থেকে ডিলিট হয়ে
যাবে ঘুনে ধরা সব নষ্ট অতীত।
যার বিষাক্ত ছোবলে আর আমাকে
ক্ষত বিক্ষত হতে হবেনা বার বার।।”
তবে, কবিতা বেশ সুন্দর হয়েছে।
তা কেন
আরো চলুক জীবনকথা