নোটিশ
অসভ্যতা
এই লেখাটি ইতিমধ্যে 1518বার পড়া হয়েছে।
ঝলসে গেল চোখ আজ
দেখে অশ্লীলতায় সাজ,
কথার কর্মে পাপের মর্মে
মাথায় পড়লো বাজ।
দেশের শাসন কোথায় গেল
রূপময়ী যে জ্ঞান হারালো,
বিবেক, মনুষ্যত্ব লোপ পেল
লাজ শরমের মাথা খেলো।
স্কিন টাইট ড্রেস পড়লো
অসভ্যতায় মাতাল হলো,
মিথ্যা সুখে গা ভাসালো
চক্ষু লজ্জায় পর্দা জুড়ালো।
নষ্টে ভরে যাচ্ছে দেশ
কি জানি কি হয় অবশেষ,
আল্ট্রামডার্ন যুগের উৎপত্তি
করছে যাতে রয়েছে আপত্তি।
স্মার্টের নামে ভোগবিলাস
ইউরোপ, আমেরিকায় রেখে বিশ্বাস,
ওপেন ক্রেডিটে দেহ উজার
ভালোবাসার তাই হচ্ছে ভাগাড়।
আবেগ নেই আবেশের মতো
দৃষ্টিতে নেই কোন সংযত,
অবৈধ সুখেই বাসর ভালো
বিয়ের ঝামেলায় নাইবা গেল!
এভাবেই কি চলবে স্বদেশ
কেউ কি মানবেনা ধর্মের আদেশ,
মনের ঘরের ঈমান আমল
কখন গড়ে ছড়াবে আলো।।
১,৪৭৬ বার পড়া হয়েছে
Tags: কল্পদেহী
দেশের শাসন কোথায় গেল
রূপময়ী যে জ্ঞান হারালো,
বিবেক, মনুষ্যত্ব লোপ পেল
লাজ শরমের মাথা খেলো
বলার কিছু নাই। ..কবিতা টি সুন্দর। ধন্যবাদ কবিকে।
আমি আগেও বলেছি, এখনো বলছি,
আমরা যত সভ্য হচ্ছি, ততই যেন,
কাপড়চোপড় পড়তে আমাদের কষ্ট হচ্ছে।
বলার কিছুই না। আগে মা বাবাকে সচেতন হতে হবে।
বেশ কথা