Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আজ আর্নেস্ট হেমিংওয়ে ও মারিও পুজোর মৃত্যুবার্ষিকী

লিখেছেন: ব্যবস্থাপনা সম্পাদক | তারিখ: ০২/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1912বার পড়া হয়েছে।

আর্নেস্ট হেমিংওয়ে

ErnestHemingway

আর্নেস্ট মিলার হেমিংওয়ে (জুলাই ২১, ১৮৯৯ -জুলাই ২, ১৯৬১) ছিলেন মার্কিন সাহিত্যিক ও সাংবাদিক। বিশ শতকের ফিকশনের ভাষার ওপর তাঁর নির্মেদ ও নিরাবেগী ভাষার ভীষণ প্রভাব ছিল। তাঁর অ্যাডভেঞ্চারপ্রিয় ও জনপ্রিয় ইমেজও পরবর্তী প্রজন্মের ওপর ভীষন প্রভাব ফেলেছিল। বিশ শতকের বিশের দশকের মাঝামাঝি থেকে পঞ্চাশের দশকের মাঝামাঝি পর্যন্ত সময়ে তিনি তাঁর অধিকাংশ সাহিত্যকর্ম রচনা করেছিলেন এবং ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তিনি সাতটি উপন্যাস, ছয়টি ছোট গল্প সংকলন এবং দুইটি নন-ফিকশন গ্রন্থ প্রকাশ করেছিলেন। তাঁর মৃত্যুর পরে আরও তিনটি উপন্যাস, চারটি ছোট গল্প সংকলন এবং তিনটি নন-ফিকশন গ্রন্থ প্রকাশিত হয়েছিল। তাঁর প্রকাশিত গ্রন্থের অনেকগুলোই আমেরিকান সাহিত্যের চিরায়ত(ক্লাসিক) গ্রন্থ হিসেবে বিবেচিত হয়।

 

মারিও পুজো

Mario_Puzo

মারিও জিয়ানলুইগি পুজো (১৫ অক্টোবর, ১৯২০ – ২ জুলাই, ১৯৯৯) একজন ইতালীয়-আমেরিকান কথাসাহিত্যিক ও চিত্রনাট্যকার। আমেরিকার মাফিয়াদের নিয়ে রচিত গডফাদার (১৯৬৯) নামক উপন্যাসের জন্য তিনি বহুলভাবে সমাদৃত। তাঁর গডফাদার উপন্যাস অবলম্বনে নির্মিত গডফাদার চলচ্চিত্রের জন্য তিনি ১৯৭২ ও ১৯৭৪ সালে সেরা চিত্রনাট্য বিভাগে একাডেমী পুরস্কার লাভ করেন।

 

চলন্তিকার পক্ষ থেকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।

 

 

 

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

 

২,০৪৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৭৫ টি
সর্বমোট মন্তব্য: ৪৫৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-২০ ০৫:০৫:২৮ মিনিটে
Visit ব্যবস্থাপনা সম্পাদক Website.
banner

৮ টি মন্তব্য

  1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    সম্পাদক সাহেব মাঝে মাঝে নামী দামী লেখকদের জন্ম ও মৃত্যু দিবস নিয়ে লিখেন। যা খবুই ভাল একটা উদ্যোগ কিন্তু মাঝে মাঝে চলন্তিকায় কিছু অনিয়ম খুঁজে পাই তা সম্পাদক সাহেব তাৎক্ষনিক কোন ব্যবস্থা নেন না।
    মাসের শুরুতেই আমি চলন্তিকায় কিছু অনিয়ম লক্ষ্য করছি। নীতিমালার বেড়াজালে বন্ধী হওয়ার কারণে আমি পোস্ট দিয়ে তা জানাতে পারছি না। এ ব্যাপারে সম্পাদক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।
    গত কাল আমার পোস্টে সম্পাদক সাহেবের উত্তরের প্রতিউত্তরে কিছু জিজ্ঞাসা ছিল তা আজও পাইনি।

  2. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

    মারিও পুজো এবং আর্নেস্ট হেমিংওয়ে সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সম্পাদক সাহেবকে ধন্যবাদ

  3. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    মারিও পুজো এবং আর্নেস্ট হেমিংওয়ে সর্ম্পকে তথ্য তেমন জানা ছিল না। সম্পাদক সাহেবকে ধন্যবাদ তথ্যটি জানানোর জন্য।

  4. গৌমূমোকৃঈ মন্তব্যে বলেছেন:

    আর্নেস্ট হেমিংওয়ে এবং মারিও পুজো সম্পর্কে জানতে পেরে ভালো লাগল। শুভকামনা সতত।

  5. চেনা মানুষ মন্তব্যে বলেছেন:

    apnake dhanyabad janai – ei post er jany

    babgla ki vabe likhabo?

  6. সম্পাদক মন্তব্যে বলেছেন:

    অভ্র দিয়ে লিখুন

  7. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    অনেক কিছু জানলাম,

  8. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    শুভ কামনা রইল ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top