Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আজ এই এক পাথর শোকে

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ২২/০৫/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1185বার পড়া হয়েছে।

আজ এই এক পাথর শোকে,
কোন এক অজানা উল্লাস এই বুকে!
আঁধারের কোলে বসে
হঠাত নেমে আসে, অচেনা কানন বালা
কেউ জানো নাকি, কোন আশে, কার পাশে
কার গলায়, কোন ছলা-কলায়
পরিয়ে দেবে ভুলের মালা?
দু করের আঙুলের গিঁটে, বসে গেছে কালছিটে !
তবু জমাট লাভার স্তূপ
বুকের ভিতর জ্বেলে দেয় ধূপ
চেয়ে চেয়ে দেখে মোমের বাতি
ক্ষণে ক্ষণে জানায় আরতি
একের পর এক মুখ ঘুরিয়ে বিদায় নেয় আঁধার রাতি !
জানি না
এই মরীচিকা উল্লাস
কতক্ষণ তবে, থাকবে ভবে !
অতঃপর
যেমন কেঁদেছিল সাগর দীঘি
কেঁদেছিল নিরবধি
তেমন কিছু, যদি নেয় পিছু!
আবার হাসব এক পাথর শোকে,
আবার কথা শুনব না হয় তোমার মুখে !!

১,২০৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

৭ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল

  2. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ ছবি আপু ।

  3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    কবিতাটি ভাল লেগেছে । শুভেচ্ছা রইল । ভাল থাকুন ।

  4. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    আজ এই এক পাথর শোকে,
    কোন এক অজানা উল্লাস এই বুকে!
    আঁধারের কোলে বসে
    হঠাত নেমে আসে, অচেনা কানন বালা

    আমার কানন জসিম ভাই চমত্কার কবিতা। অনেক ধন্যবাদ রইল। ভালো থাকবেন।

  5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    কবিতাটি ভাল লেগেছে ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top