Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আমজনতার স্বাধীনতা ও করুনা প্রার্থনা

লিখেছেন: নিঃশব্দ নাগরিক | তারিখ: ১৮/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1233বার পড়া হয়েছে।

আমজনতার দূর্ভাগ্য যতই হোক এদের কিন্তু স্বাধীনতার মাএা নেই । একেবারে আপাদমস্তক স্বাধীনতা যাকে বলে তার পুরোটাই ভোগ করে এরা । তাদের নিন্দা করিবে এমন লোক আপনি খুঁজে পাবেন না । বরং এদের দুঃখ র্দুদশা নিয়ে হরেক রকম লোকের নানান প্রকার লম্ফঝম্প আপনাকে তাদের প্রতি একপ্রকার দুর্বল করে তুলবে । কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে এদের স্বাধীনতার সীমাহীনতায় আপনিও আশ্চর্য হবেন । এমন স্বাধীনতা রাষ্ট্রের কর্নধাররাও ভোগ করতে পারে না । এরা যাকে ইচ্ছা তাকে অবাধে গালমন্দ করতে পারে । ইচ্ছে হলে মাথায় তুলে । আবার মস্তক হতে ছুঁড়ে মারতেও এরা বেশী সময় নেয় না । এরা পথে ঘাটে , আগানে বাগানে যথেচ্ছা আলোচনা সমালোচনা করে দেশ সমাজ এমনকিও রাষ্ট্রকেও উদ্ধার করে ফেলতে পারে । মানুষের স্বর্গ নরকেরও একটা এসপার ওসপার সমাধান অতি নিশ্চিতভাবেই দিয়ে ফেলেন । এই আমজনতা বিনামূল্যে একে অপরকে যে পরিমান উপদেশ, নিষেধ এমনকি আদেশ দিয়ে থাকেন তার কিঞ্চিও রাষ্ট্রের কর্নধার বা বিখ্যাত লোকের পক্ষে সম্ভব হয়ে উঠে না । বরং মুখ ফুটে দু’একটা বাক্য এদিক সেদিক বেরিয়ে গেলেই হলো , নানান করিৎকর্মা(!) লোকদের তখন উৎসাহের জোয়ার কিছুতেই আর বাঁধ মানে না । একেবারে দফারফা না করে ক্ষান্ত হবে এমন শান্ত এরা নয় । কিন্তু আমজনতার কথা ভাবুন । কি নিশ্চিন্তে এরা বাক স্বাধীনতার মহড়া দিয়ে যাচ্ছে । এরা সকাল বিকাল রাজনৈতিক নেতার বিয়াল্লিশ গোষ্ঠী উদ্ধার করে আর রাত্রিতে অন্যায় আবদারের মেলা নিয়ে হাজির হয় । নেতা আবদার রক্ষা করলে অনিয়মের অভিযোগ আর না করলে আমজনতার গালি । কি নিশ্চিত স্বাধীনতায় আমরা আছি ভাবুন’তো । আমাদের আমজনতার বড় সুবিধা হলো আমাদেরকে কোন বিষয়েই জ্ঞান রাখতে হয় না । শুধুমাএ ঠোঁট দু’খানায় বায়ু চলাচল অবাধ রেখে শব্দ বাহির করতে পারলেই হলো । কি বললাম তাতে কারো কিছু যায় আসে না । আইন আদালত আমাদের শব্দ চয়নের ব্যাখ্যা চাইবে অত সময় কই ? তারা ব্যস্ত বিখ্যাত লোকের মানহানির টানাটানিতে । এ ওর মান নিয়ে টানে’তো ও এর জান নিয়ে টানে । এসবের সমাধান না করে আমাদের মূর্খ আমজনতার পেছনে ঘুরঘুর করবে আইন আদালত তা কি কখনো সম্ভব ? তাহলে বুঝুন কত অসম্ভব স্বাধীনতায় আছি আমরা । আমজনতা ইচ্ছে করলেই কোমরে কাচা মেরে দিন রাত্রিতে কত অসম্ভব কর্ম নিঃসংকোচে করে ফেলতে পারে । পথের ধারে কি পথের মাঝে কি অসম্ভব সম্ভবভাবে প্রাকৃতিক কর্ম সেরে ফেলতে পারে । জায়গা বেজায়গায় সামাজিক অসামাজিক কর্ম সাধন করে ফেলতে পারে । সর্বপরি এমন হেন কোন অসম্ভব কর্ম নেই যা আমরা নিদারুন সহজভাবে সম্ভব করে ফেলতে পারি । আমাদের এমন স্বাধীনতায় আমি নিজেও মাঝে মাঝে মুগ্ধ হই । এবং ঐসব বিখ্যাত মানুষের জন্য করুনা বোধ করি । বিধাতা ওদের সহায়তা করুন ।

……………নিঃশব্দ নাগরিক ।

১,১৯৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
an impossible one with the maximum possibility to be a possible one.
সর্বমোট পোস্ট: ১২৬ টি
সর্বমোট মন্তব্য: ৩১৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-৩১ ১৭:৪৬:৩৭ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. সারমিন মুক্তা মন্তব্যে বলেছেন:

    অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন। ভাল লাললো

  2. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

    আমজনতা এখন ফর্মালিন আক্রান্ত!!

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top