নোটিশ
“আমল”
এই লেখাটি ইতিমধ্যে 1274বার পড়া হয়েছে।
জলের সঙ্গে জলের ভাব
জলের আঘাতেই জল ভাঙ্গে,
জলের ব্যথা জল বুঝে তো
জলের সুখ জলের অঙ্গে।
জলের সঙ্গেই জলের অভিমান
জলের বুকেই জল,
জল ছাড়া কি জল বাঁচে?
জলের টানেই জল,
ক্ষুদ্র ক্ষুদ্র জল কণাতে
জল খুঁজে তার জল,
গায়ে গায়ে মিশে থাকে
যেন যমজ জল।
নষ্ট জলের কবলে পড়ে
জল হল যে নষ্ট,
সমাজ ছেড়ে অসামাজিক
জলের মূল ভ্রষ্ট।
জল সে তো জল নয়
দেখতে শুধু জল,
জলের মত জল হলেও
ভিন্নতর আমল।
জল হয়েও বহিরাগত
ভাবের নাই মিল,
চেহারা সুরতে অভিন্ন
ভিতরে অমিল।
জল হলেই যে জল হবে
নয় তো তা ধ্রুব,
জল তখন জল হয়
যখন জল শুভ।
১,২৪৩ বার পড়া হয়েছে
জলকাব্য অনেক ভালো লাগল
লিখে যান অবিরত
জলকাব্য ইজ মুগ্ধকর
ভালো লাগলো কবি