Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আমার অযোগ্যতার জন্য আমি লজ্জিত ।

লিখেছেন: নিঃশব্দ নাগরিক | তারিখ: ০৭/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1534বার পড়া হয়েছে।

লেখালেখিটা আজকাল দেখি ফিফা র‌্যাংকিংয়ের আকার ধারন করেছে । ফিফা র‌্যাংকিংয়ে জিতলে হারলে ড্র করলে নানান রকম পয়েন্ট বিভাজন দলের অবস্হান নির্নয় করে । আছে হোম এন্ড আ্যওয়ে ম্যাচ জেতার পয়েন্ট বিভাজন । তেমনি লেখালেখিতেও দেখি আজকাল পয়েন্ট বিভাজন উপদ্রব । অমুক পোস্ট করেলে অত পয়েন্ট , তমুকে মন্তব্য করলে অত পয়েন্ট । চমৎকার ! লেখালেখিতে ফিফা ফুটবল আমেজ একেবারে মন্দ না । নতুনত্ব বটে । তবে স্বয়ং ফিফা র‌্যাংকিং যখন হাস্যকর ঠেকে তখন ব্লগে পয়েন্ট অর্জনের উপর প্রশ্ন জাগা একেবারে অবান্তর নাও ঠেকতে পারে ।

 

আমার জ্ঞান অতি অধোঃপর্যায়ের । তাই অযৌক্তিকভাবে যদি কোন যৌক্তিক অমার্জনীয় অপরাধ করে বসি তবে তার জন্য অগ্রিম ক্ষমা প্রার্থনা করে রাখলাম । যদিও ক্ষমা চাওয়ার মতো উদারতা আমার যৎকিঞ্চিত , তবু লৌকিক ভদ্রতা জ্ঞান একেবারেই শূন্য নয় ।

 

নিয়মের বেড়াজালে যে সংস্কৃতির বিস্তার তাতে আমার আগ্রহ নেই । সত্যি বলতে কি যোগ্যতাও নেই । আমার স্মৃতিশক্তি অতি উন্নত (!) বিধায় আমার পক্ষে অধিকাংশ ঘটনা দূর্ঘটনা মনে রাখা যথাসম্ভব অসম্ভব । তাই পয়েন্ট অর্জনের তালিকা থেকে আমার নামটি বাদ দিলে মানসম্মান কিছুটা টিকে বটে । না হয় ইজ্জত বলে আর কিছু থাকবে না । আমার মূর্খতা প্রমান করার অত চেষ্টা করার কি আবশ্যকতা আছে ?

 

কোথায় কি লিখেছি , কবে লিখেছি তা আমার কিছুতেই মনে থাকে না । তাই নিয়ম লঙ্ঘন করার অগ্রিম দায় মেনে নিয়ে আমাকে প্রতিযোগী থেকে বাদ দিয়ে একটু লেখার সুযোগ দিলে কৃতজ্ঞতার শেষ থাকতো না ।

 

আমার অযোগ্যতার জন্য আমি লজ্জিত ।

 

১,৬৫৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
an impossible one with the maximum possibility to be a possible one.
সর্বমোট পোস্ট: ১২৬ টি
সর্বমোট মন্তব্য: ৩১৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-৩১ ১৭:৪৬:৩৭ মিনিটে
banner

১৭ টি মন্তব্য

  1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    আমিও তাই

  2. নিঃশব্দ নাগরিক মন্তব্যে বলেছেন:

    সহমতের জন্য ধন্যবাদ ।

  3. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    কম লেখা,বেশি লেখা–প্রতিযোগিতায় নাম দেওয়া,না দেওয়া,সবটাই তো আপনার ইচ্ছের ওপরেই থাকছে। এখনে ত আপনি কোন রকম বাধা পাচ্ছেন না। তবে কেন এত বিশেষণ শ্লেষের ব্যাপার এখানে আসে সত্যি আমি তা বুঝতে পারি না।

  4. সম্পাদক মন্তব্যে বলেছেন:

    নতুন নিবন্ধিত লেখকেরা নীতিমালা, পয়েন্ট বণ্টন ও সেরা লেখক নির্বাচন পদ্ধতি পড়ে নিবেন। প্রথম পাতাতে একই লেখকের/ প্রদায়কের একাধিক লেখা থাকতে পারবে না।

  5. সম্পাদক মন্তব্যে বলেছেন:

    আপনি এখানে পোস্ট করেছেন –
    আমার ডায়েরী ( ১৫.০৫.২০০৪ )/ তারিখঃ: ০৪/০৯/২০১৩
    একটি এলোমেলো লেখা / তারিখঃ: ০৭/০৯/২০১৩
    আমার অযোগ্যতার জন্য আমি লজ্জিত / তারিখঃ: ০৭/০৯/২০১৩

    বুঝতে পেরেছি আপনি এখানে নতুন। সব নিয়ম নীতি না পড়েই আপনি মন্তব্য করে ফেলেছেন। শুধু আপনাকে দোষ দেই না। অনেকেই অনেক সময় না পড়েই মন্তব্য করে ফেলে। ব্লগের কথা বলছি না। সব ক্ষেত্রেই।
    তবে আমি এখন শুধু ব্লগের কথা বলতে চাচ্ছি, এখানে পয়েন্ট সিস্টেম দিয়ে প্রদায়ক দের বুঝানো হয়। লেখকদের না। তবে অনেকে প্রদায়ক আর লেখকদের মাঝে তফাৎ টা জানেন না। সমস্যাটা সেখানে।

    • নিঃশব্দ নাগরিক মন্তব্যে বলেছেন:

      িআমি মন্তব্য করিনি । আমার বক্তব্য লেখার মাধ্যমে উপস্হাপন করেছি । নীতিমালার কোথাও প্রদায়ক আর লেখকের ব্যাখ্যা আছে কি ? নীতিমালার সাথে আমার লেখার সাংঘর্ষিক দিকটা কোথায় ? ব্যাখ্যা করবেন কি ? ধন্যবাদ ।

  6. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    ভাই নীতিমালা পড়েন আশা করি বুঝতে সক্ষম হবেন । আপনাকে স্বাগতম ।

    • নিঃশব্দ নাগরিক মন্তব্যে বলেছেন:

      ভাই নীতিমালাটা আপনারও পড়া উচিত । কেননা আমি কোথাও নীতিমালা বিরোধী কিছু লিখেছি বলে আমার মনে হয় না । নীতিমালার কোথাও প্রদায়ক আর লেখকের আলাদা ব্যাথ্যা আছে কি? ভালো থাকবেন ।

  7. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

    আমি জানি না কোন ধরা বাঁধা নিয়মের মধ্যে থেকে সাহিত্য সৃষ্টি হয় কি না…পোষ্টটির জন্য ধণ্যবাদ…আমার ভাবনা লেখে যাওয়া..পয়েন্ট কত হলো রা হলো তা নিয়ে ভাবি না….

  8. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    লেখার মূল্যায়নই মূখ্য হওয়া উচিৎ

  9. জিয়াউল হক মন্তব্যে বলেছেন:

    চলন্তিকার সকল সন্মানিত সদস্যকে শুভেচ্ছা!
    চলন্তিকায় আমি একেবারে নবজাতক! কারণ আজই প্রথম সাইনইন করলাম। যদিও বেশ কদিন ধরেই শুধু পড়ে যাচ্ছিলাম। মন্তব্যের ঘরেই আজ প্রথম লেখা শুরু। ব্লগগুরুদের অনেক লেখা এবং মন্তব্যই পড়েছি। একেবারে মন্দ না। নতুন হিসেবে শুরুতেই আমি বলতে চাই মান-অভিমানের কাদা ছোড়াছুড়ি না করে আপনার মতে কি করলে ভাল হয় তারই একটি গঠনমূলক মতামত দিন। যে কোন কাজের শুরুতে অনেক সিদ্ধান্তই হয়তো ভুল থাকে, তবে অংশগ্রহনকারীদের মতামতেই একদিন তা ঠিক হয়ে যায়। আমি জানি না পয়েন্ট অর্জনের প্রতিযোগিতাটা ভুল সিদ্ধান্ত কি না। আমার মনে হয় প্রতিযোগিতার মাধ্যমেই যে কোন সৃষ্টির উতকর্ষতা সাধন হয়, তবে তা হওয়া উচিত মানের বিচারে।

  10. আজিম মন্তব্যে বলেছেন:

    আমি যে ব্লগে লিখব, সেখানকার নিয়ম-কানুন আমাকে মানতেই হবে । এটা মেনেই আমাকে সেখানে লিখত হবে । ধন্যবাদ সবাইকে ।

  11. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    নিয়ম মানা উচিত।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top