Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আমার নজরুল

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ১২/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1377বার পড়া হয়েছে।

তোমারই জন্য আমিও যে বীর
আমারও যে আজ উন্নত শির
সাম্যবাদের জয়গান গাই
একই বৃন্তে মানুষ ভাই ভাই ;
উৎপীড়িতের ক্রন্দন রোল
থামাতে বুকে পাই যে বল ।
তোমার চোখে দেখছি জগৎটাকে
যুগান্তরের ঘুরছি ঘুর্ণিপাকে ;
ঝিঙে ফুলে বাংলাকে দেখি
লিচুচোর আমি আজও খুকি ।
শুকনো পাতার নূপুরে নাচে
সুর তানে গান দিগন্ত সাজে
সৃষ্টি সুখের উল্লাসে বুলবুল
আগুনের ফুলকি বিদ্রোহী নজরুল ।।
-০-০-০-

১,৩৪৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৫০ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

১৫ টি মন্তব্য

  1. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    একই বৃন্তে মানুষ ভাই ভাই ;
    উৎপীড়িতের ক্রন্দন রোল—— সাম্যবাদী নজরুলকে নিয়ে দুর্দান্ত লিখেছেন দাদা !

  2. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    তোমারই জন্য আমিও যে বীর
    আমারও যে আজ উন্নত শির
    সাম্যবাদের জয়গান গাই
    একই বৃন্তে মানুষ ভাই ভাই ;

    নজরুল কে নিয়ে লিখা কবিতা টি অপূর্ব। অনেক ধন্যবাদ কবিকে।

  3. শাহ্‌ আলম বাদশা মন্তব্যে বলেছেন:

    দারুন হয়েছে আপনার এবারের ছড়া কী ছন্দে কী অন্ত্যমিলে

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    দারুন হইছে

  5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ইদানিং নজরুল্কে নিয়ে লিখছেন দেখি ভাল লাগল

  6. সাঈদ চৌধুরী মন্তব্যে বলেছেন:

    নজরুলের বিদ্রহী ভাবকে আমি শ্রদ্ধা করি । আমার মাঝেও সেটা পরিলক্ষিত । খুব ভালো লাগলো ।

  7. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

    নজরুল কে নিয়ে লিখাটা ভালো হয়েছে ।

  8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ভাল হয়েছে দারুন

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top