আমার প্রিয় কিছু উক্তি।
এই লেখাটি ইতিমধ্যে 1226বার পড়া হয়েছে।
##একজন দিনমজুর ৫০ কেজি ওজনের একটি সিমেন্টের ব্যাগ পায়ে হেটে বিশ তলায় উঠে তার কাজের পারিশ্রমিক একশত টাকা পেয়ে যতটা খুশি হন।
একজন অবৈদ সম্পদ অর্জন কারি ব্যাক্তি সমপরিমাণ ওজনের টাকা পেলেও দিনমজুরের চেয়ে বেশি খুশি হতে পারেন না।
## কেউ সমতলে থাকতে চায় না! সবাই উপড়ে উঠতে চায়… উপড়ে উঠতে উঠতে নিচে নামার কথা যারা ভুলে যায় তারা অল্প সময়ের মাঝেই সমতলের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যায়।
##প্রত্যেকটি মানুষ সর্বদাই অবিনয়ের চেষ্টা করে যায়…
কেউ কাজের জন্য অবিনয় করে
কেউ অবিনয়ের জন্য কাজ করে
তারাই সাফল্য হয় যাদের অসামান্য, অদৃশ্যমান অবিনয়ের চালিকাশক্তি থাকে।
## চাটুকাররা চটি হয়ে থাকে মোড়লের পা’য়
চটির আঘাতে পিষ্ট হলে দায় মোড়লের গা’য়।
##
বর্তমানে বাংলাদেশের জেলখানা এবং সাফারি পার্ক গুলোর মাঝে একটা দারুন মিল আছে।
সাফারি পার্কে হিংস্র প্রাণীগুলো উম্মুক্ত থাকে আর মানুষ গুলো থাকে লোহার বেষ্টনীতে।
ঠিক তেমনি এ দেশে হিংস্র মানুষ গুলো উম্মুক্ত থাকে আর নিরপরাধ লোক গুলো জেল খানায় বন্ধী থাকে।
## এতোদিন যাদেরকে দেখে ছিলাম চোর, ডাকাতির অপরাধে বাঁধিয়া রাখিত গাঁয়,
তারাই দেখি আজ মোড়লের আসন পায়।
১,২০৬ বার পড়া হয়েছে
ভালোলাগা রইল