নোটিশ
আমার বাংলা
এই লেখাটি ইতিমধ্যে 1112বার পড়া হয়েছে।
আকাশ জুড়ে নীল
উড়ছে সেথা চিল
গাছের ডালে পাখি
করছে ডাকাডাকি
পুকুর জলে হাস
কাটছে সাঁতার মনের সুখে
খাচ্ছে গরূ ঘাস।
ক্ষেত ভরা ধান
খাচ্ছে দাদু পান
মাছে ভরা পুকুর
লেজ নাড়ছে কুকুর
গাছের সারি সারি
বুকটি ভরে প্রান খুলে
শ্বাস নিতে পারি ।।
১,১৯৭ বার পড়া হয়েছে
একটু ছন্দ পতন
ভাল লেগেছে
ধন্যবাদ
সব মিলিয়ে ছড়াটি ভাল হয়েছে।
সাবলীল
একটু ছন্দ পতন হয়েছে। ছড়া ভালো লেগেছে।
সাবলীল ভাবের প্রকাশ।
ভাল লাগা।
ছড়ার কবিতা–শিশু-কিশোরদের কাছে আরও ভাল লাগবে।
কাটছে সাঁতার মনের সুখে, এই লাইনে সামান্য খটকা লেগেছে, এছাড়া ভালোই হয়েছে ।
সুন্দরছড়া ভাল লাগল অনেক লিখে যান অবিরত