Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আমি বট

লিখেছেন: খালিদ হাসান | তারিখ: ১৬/০২/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1676বার পড়া হয়েছে।

ঠাঁই দারিয়ে কত কাল ধরে
শত বাধাঁ পেরিয়ে রোদ বৃষ্টি ঝড়ে,
তবু নত নয় মাথা উচিবার তরে
শাখে পাতা ফুটিবে আবার
-ঝড়িবে অকাতরে।
ঝড়া ফুল লতা ফুটিবে নতুন করে
হুলুদ
রাঙ্গনে রাঙ্গিয়ে যাবে,যাবে মরে
শত উপকথা রয়েছে ঢালে আর
-ছালের পরে,
তবে কত যে ছুঁয়েছি জল পেয়েছি
-সূর্যের বল করকরে।

১,৬৪২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
প্রত্যেক পাঠকবর্গ কে আমার সালাম ও শুবেচ্ছা। আমি সাধারনত প্রকৃতি নিয়ে লেখালেখি করি, কবিতায় মৌলিক বিষয় রাখার চেষ্টা করি। আমার এ শিল্প কর্ম ১৩ বছর বয়স থেকে শুরু করেছি, ভবিষ্যৎ চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। বিস্তারিত ঃ ফেইজবুক- খালেদ রাব্বি
সর্বমোট পোস্ট: ২২ টি
সর্বমোট মন্তব্য: ২১ টি
নিবন্ধন করেছেন: ২০১৫-০২-০৮ ০৩:২২:১৬ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    এটিও দেখছি আপনার লেখা, এভাবে লেখা দিলে না আপনার লেখা মানুষ ঠিকমত পড়তে পারবে না অন্যরা লেখার সুযোগ পাবে !

  2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সহমত জ্ঞাপন করছি

  3. সুমন সাহা মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো।

    সবাই যেটা বলছে সেটা লক্ষ্য করুন।

    শুভেচ্ছা রইলো।

  4. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    বিষয়বস্তু ভাল – কাব্যিকতা আছে।
    কিছু শব্দ নিয়ে একটু ভাববার অবকাশ আছে নবীন কবি –
    ঠাঁই>ঠাঁয়, দারিয়ে>দাঁড়িয়ে, উচিবার>উঁচাবার, ঝড়া>ঝরা, হুলুদ>হলুদ
    রাঙ্গনে>রঙেতে, ঢালে>ডালে, পরে>’পরে….

  5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    বুলবুল ভাইয়ের সাথে সহমত একদম
    কিছু শন্দের বানান দেখে নিন
    চমৎকার লিখা পড়ে বেশ ভালই লাগলো

    শুভ কামনা রইল
    শুভ রাত্রি

  6. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    বেশ
    ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top