নোটিশ
আমি বট
এই লেখাটি ইতিমধ্যে 1676বার পড়া হয়েছে।
ঠাঁই দারিয়ে কত কাল ধরে
শত বাধাঁ পেরিয়ে রোদ বৃষ্টি ঝড়ে,
তবু নত নয় মাথা উচিবার তরে
শাখে পাতা ফুটিবে আবার
-ঝড়িবে অকাতরে।
ঝড়া ফুল লতা ফুটিবে নতুন করে
হুলুদ
রাঙ্গনে রাঙ্গিয়ে যাবে,যাবে মরে
শত উপকথা রয়েছে ঢালে আর
-ছালের পরে,
তবে কত যে ছুঁয়েছি জল পেয়েছি
-সূর্যের বল করকরে।
১,৬৪২ বার পড়া হয়েছে
এটিও দেখছি আপনার লেখা, এভাবে লেখা দিলে না আপনার লেখা মানুষ ঠিকমত পড়তে পারবে না অন্যরা লেখার সুযোগ পাবে !
সহমত জ্ঞাপন করছি
ভালো লাগলো।
সবাই যেটা বলছে সেটা লক্ষ্য করুন।
শুভেচ্ছা রইলো।
বিষয়বস্তু ভাল – কাব্যিকতা আছে।
কিছু শব্দ নিয়ে একটু ভাববার অবকাশ আছে নবীন কবি –
ঠাঁই>ঠাঁয়, দারিয়ে>দাঁড়িয়ে, উচিবার>উঁচাবার, ঝড়া>ঝরা, হুলুদ>হলুদ
রাঙ্গনে>রঙেতে, ঢালে>ডালে, পরে>’পরে….
বুলবুল ভাইয়ের সাথে সহমত একদম
কিছু শন্দের বানান দেখে নিন
চমৎকার লিখা পড়ে বেশ ভালই লাগলো
শুভ কামনা রইল
শুভ রাত্রি
বেশ
ভাল লাগল