Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আরে ছি! ছি! ছি!

লিখেছেন: ফাগুন আইভী | তারিখ: ২১/০৩/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1978বার পড়া হয়েছে।

আরে ছি! ছি! ছি!

ওরা করলো কি!

 

বাঘের ভয়ে ঘরের কোণে

লুকালো মুখটি!

আরে ছি! ছি! ছি!

 

বাঘ ছেলেদের থাবার ভয়ে

টাকার কলকাঠি,

নাড়লো ওরা ছি!

 

নিরপেক্ষ থাকবে যারা

তারাই পক্ষপাতী!

আম্পায়াররা- ছি!

 

আস্ত একটা ক্রিকেট কাউন্সিল

বিক্রি হলো কি!

ছি! ছি! ছি!

 

ওদের দেশের লোকরাই আজ

করছে কটুক্তি!

বলছে সবাই –ছি!

 

ম্যাচ জেতেনি, প্রাণ জিতেছে

টাইগার টিমটি!

আর ইন্ডিয়া – ছি!

 

ছি! ছি! ছি!

ইন্ডিয়া করলো কি!!

১,৯৪৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
জন্মেছিলাম নদীবেষ্টিত পটুয়াখালী তে,জন্মস্থান বলেই কিনা জানিনা -বাংলাদেশের যেকোন জায়গা থেকে এরপ্রতি টানটা আমার অনেক বেশি। সাড়ে চারবছর বয়সে চলে আসি ফরিদপুর,ঢাকা তে। পরিবার এবং প্রকৃতি পরিবেশের সাথে দ্বন্দ্বময় জীবন কাটিয়ে চলছি আজীবন! পুরো শিক্ষাজীবন কাটছে ফরিদপুরেই। বর্তমানে পড়াশোনা করছি চিকিৎসা বিজ্ঞান নিয়ে, MBBS 4th year এর স্টুডেন্ট। তা বলে কখনো বলিনা, আমি ভবিষ্যৎ ডাক্তার। কেউ জিজ্ঞেস করলে বলি-মানুষের মেকানিক হচ্ছি! কেউ কেউ প্রথম পরিচয়ে ভ্যাবাচেকা খেয়ে যায় তাই! ভবিষ্যৎ প্রফেশন ডাক্তারি হলেও প্যাশন সম্পূর্ণ ভিন্ন দিকে! ভালোবাসি পড়তে, লেখালেখি, গান,ছবি ....... কিংবা এভাবেও বলা যায়,ভালোবাসি বই,কলম,গিটার আর ক্যামেরা! বলা যায়না ভবিষ্যৎ -এ গলায় স্টেথোস্কোপ ঝুলিয়েই ফিল্ম ডিরেক্ট করতে নেমে যেতে পারি! লেখালেখি সম্পর্কে বলতে গেলে- প্রকাশিত একক বই দুইটি - ১। নিঃসঙ্গতা (উপন্যাস /2009) ২। কড়ে আঙুল (ভৌতিক গল্পগুচ্ছ /2010) সাতবছর বয়সে প্রথম একটা কবিতা লিখেছিলাম নানাভাইকে (লেট) তার চিঠির উত্তর দিতে গিয়ে! তার উৎসাহতেই নিজের ভেতর থেকে টেনে বাইরে এনেছিলাম আমার এই জন্মগত প্রতিভা! পনের বছর বয়সে একটা কবিতা কম্পিশনে অংশ নেই,সারা বাংলাদেশের আট হাজারেরও বেশি মানুষ অংশ নেয় তাতে, সিলেক্টেড সাড়ে তিনশ কবিতার একটা সংকলনে স্থান পায় অতি নগন্য এই পঞ্চদশী কবির কবিতা! চৌদ্দ বছর বয়সে লিখে ফেলেছিলাম আস্ত একটা উপন্যাস! 2009 সালের বইমেলায় সেটা প্রকাশিত হয়। তারপরের বছর প্রকাশ পায়-কড়ে আঙুল বইটা। স্থানীয় পত্রিকায় বেশিকিছু লেখা ছাপা হয়েছে। আর লিখছি বিভিন্ন ব্লগে। লিখছি শুধু .....গুটি গুটি পায়ে....লিখে যাচ্ছি .......
সর্বমোট পোস্ট: ১২ টি
সর্বমোট মন্তব্য: ১২৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৫-০৩-০৮ ০২:৫৭:৪৮ মিনিটে
Visit ফাগুন আইভী Website.
banner

১২ টি মন্তব্য

  1. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    পিঠে ছুরি মেরে ভারতীয়রা এখন চাচ্ছে সব ভুলে হাতে হাত রেখে সামনে এগিয়ে যেতে, এই মর্মে একটি আলাপ চারিতার লিংক দিলাম https://www.facebook.com/pabitra.acharjee/posts/878593352200588?comment_id=878772482182675&notif_t=feed_comment_reply

  2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ছি ছি

    ধিক্কার জানাই ওদের

    লেখা ভাল লাগল

  3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    আমি ও জানাই ধিক্কার
    শত বার সহস্রবার
    কোটি বার …………ভাল হয়েছে লিখনী
    শুভ কামনা আপনাকে

  4. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    ছিঃ ছিঃ ছিঃ !
    না, না, ভুল বুঝবেন না । আপনার কবিতার জন্য নয়, ওদের মানসিকতা আর কর্মকে আমিও বলছি ছিঃ ছিঃ ছিঃ !
    ধিক্কার দিয়ে চমৎকার ছন্দময় লিখা । ভালো লেগেছে ।

  5. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    ICC মানে তো Indian Cricket Council !
    আরে ছিঃ ছিঃ – আই ছি ছি
    ইন্ডিয়া এটা করলো কি!!

  6. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

    আস্ত একটা ক্রিকেট কাউন্সিল

    বিক্রি হলো কি!

    ছি! ছি! ছি!

    সত্যিই আপনার ছড়াটিতে সঠিক জবাব দিয়ে দিয়েছেন । অন্যায়ের প্রতিবাদ এভাবেই করতে হয় ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top