Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“আলগা খোলস”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ১৪/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1537বার পড়া হয়েছে।

শার্ট পরি জিন্স পরি আরও পরি সানগ্লাস।
তবে অন্তর মোর বৈরাগী সন্ন্যাস।
পিচঢালা পথ জোর কদম;হাঁটি ঝড়ের বেগে।
তবু পিছে পরে থাকি আদ্র আবেগে।
দুষিত ধোঁয়া ভারি বাতাস তাতেই নিই দম।
তবে অন্তরে ফুলেল সুবাসিত মম।
লাল-নীল বাতি আর লাল পানি তাতেই ধরে নেশা।
তবে অন্তরে মুই গামছা পরা পান্তা খেকো চাষা।
হাইড্রোলিক হর্ন আর কর্কশ চিৎকার টুটে তাতে নিদ্রা।
আজও শুনি আনমনে সুরেলা কোকিলের ভোরের বার্তা।
ইটপাথরের কঠিন দেয়াল তাতেই পাতি সংসার।
তবে চক্ষু বুজে এক পলকে যাই চলে নৌবিহার।
ব্যস্ততার ধূসর ধুলোতে ঢাকা পরে শিশু আত্মার বায়না।
এক খণ্ড উদাসী রুমালে সাফ করি আমার আসল আয়না।
স্বার্থের চাবুক;নিষ্ঠুর পিটুনি;মুখে কঠিন বাক্য বাণ।
কঠিন বাক্যের প্রতিধ্বনি তপ্ত করে আপন কান।
বাস্তবতার কষাঘাত;আলগা খোলস;পারি না হতে আমি যেমন।
কালো পর্দার আড়ালে নিয়ত আপনাকেই করি গোপন।

১,৫৯৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    উফ অসাধারণ একেবারে মনের কথা
    অন্তরে আমরা ঠিকই বাঙ্গালী
    গ্রামের মানুষ এখনো

    অনেক ভাল লাগল

  2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    মনের মতো কবিতা পড়লাম।

  3. মৌনী রোম্মান মন্তব্যে বলেছেন:

    ‘আলগা খোলস’ খুব ভালো লাগ্লো

  4. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    শার্ট পরি জিন্স পরি আরও পরি সানগ্লাস।
    তবে অন্তর মোর বৈরাগী সন্ন্যাস।
    পরি=পড়ি হবে বুঝি ।
    ভাল লাগল কবিতাটি ।

  5. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    কবিতায় তুলনামূলক ভাবনাগুলি ভাল সাজিয়েছেন।ধন্যবাদ,ভাই!

  6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো পড়ে
    বেশ ছন্দময় ভাবনার প্রকাশ

    শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top