Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আসুন ত্বকের দাগ দূর করি

লিখেছেন: আক্তার জাহান | তারিখ: ২৬/০৪/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1474বার পড়া হয়েছে।

270670_357392694345690_1388480712_n-300x300

মুখের কালো-সাদা ছোপ ছোপ দাগ, ব্রণ বা মেছতার দাগ চেহারার সৌন্দর্য নষ্ট করার জন্য যথেষ্ট। আমরা নানা প্রসাধণী এবং উপকরন ব্যবহার করি এসব দাগ দূর করার জন্য। আজকে আসুন দেখে নিই মুখের দাগ দূর করার ভেষজ কিছু পদ্ধতি• মুখের কালো ছোপ দূর করতে ১ চা চামচ ধনিয়া পাতার রসের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগিয়ে সারারাত রেখে দিন। পরদিন সকালে উঠে ঠান্ডা পানির ঝাপটায় মুখ ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারেই উপকার পেতে শুরু করবেন।

  • যাদের মুখে মেছতার দাগ আছে তারা ১ চা চামচ সাদা জিরা গুঁড়া, ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ সরিষা গুঁড়া ও ১ চা চামচ আটা মিশিয়ে পেস্ট বানিয়ে মেছতার দাগে লাগান। বিশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • আপনার মুখে যদি ব্রণের দাগ থাকে, তাহলে প্রতিদিন গোলাপজল দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন ব্রণের দাগ হালকা হয়ে যাবে।
  • মুখে ক্লান্তির ছাপ পড়ে গেলে সেই ছাপ কাটাতে চন্দন বাটা, তুলশি বাটা, গোলাপজল মিশিয়ে গলায় ও মুখে লাগান। দেখবেন ত্বক উজ্জ্বল হয়ে গেছে।

১,৪৫০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২৫ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৭ ১০:১৯:২৬ মিনিটে
banner

৫ টি মন্তব্য

  1. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    স্বাস্থ্য বিষয়ক নাইস লিখা
    পড়ে বেশ ভালো লাগলো
    ,,,,,,,,,,,,,,,,,,,,,সুন্দর ভাবনার প্রকাশ

  2. সেতারা ইয়াসমিন হ্যাপি মন্তব্যে বলেছেন:

    আমার মুখে মেছতার আছে… আবার এলার্জির জন্য সারা মুখে র‍্যাশ…অনেক ডাঃ দেখাইছি লাভ হয়না কোন…!

    মনটা সবসময় খারাপ থাকে…কোথাও যেতেও ইচ্ছে করেনা…! 🙁

  3. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    দারুণ তো ! আমার জন্য না হোক অনেকের জন্য তো উপকারী বটেই !
    ভালো লাগলো পোস্ট । ধন্যবাদ আপনাকে ।

  4. আলমগীর কবির মন্তব্যে বলেছেন:

    আমার বউয়ের মুখে দাগ নাই কিন্তু আমার মুখে আছে আমি কি করতে পারি?

  5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সুন্দর পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top