আসুন নিজেদেরকে সম্পর্কে একটু বলি………
এই লেখাটি ইতিমধ্যে 2672বার পড়া হয়েছে।
ব্লগে অনেকদিন ধরে লেখালেখি করতেছি। কত উচ্চ মানের লেখকদের সাথে পাল্লা দিয়ে অকবিতা অকথা ছড়িয়ে দিচ্ছি। সবাই আবেগের সাথে আমার/আমাদের পোষ্ট পড়েন, মন্তব্য করেন কখনো উপদেশ দেন আবার ভুলও ধরিয়ে দেন। ফলে একে অপরের সাথে গড়ে উঠেছে হৃদ্যতা, সখ্যতা, আত্মার আত্মীয়। কেউ হয়তো বয়সে বড় আবার কেউ বয়সে ছোট। সবাই মিলে যেন আমরা একই পরিবারের সদস্য। পয়েন্ট থাকাতে ব্লগের গতি বেড়েছে আগের তুলনায় অনেক। আমি আগে অনেক ব্লগের সাথে সংযুক্ত ছিলাম এখনো আছি কিন্তু চলন্তিকাতেই বেশী সময় দিচ্ছি বর্তমানে।
এত লেখার মাঝে নিজেকে হারিয়ে ফেলি। জানতে পারছি অনেক অজানা বিষয়। অনেকের কবিতায় উঠে আসে জীবনের স্পন্দন। ইতিহাস, বিজ্ঞান সব কিছুই এখানে পোষ্ট করা হয়। সময় পেলে সবগুলো পোষ্টই পড়ি এক এক করে।
কিন্তু আমরা এখানে যারা ব্লগার বা লেখক বা পোষ্ট করি কেউ কারো সম্বন্ধে তেমন কিছুই জানি না। অথবা কে কি করেন সে সম্বন্ধেও ধারণা নেই। তাই এই পোষ্টটা সবার জীবন সম্পর্কে ধারণা নেয়ার জন্যই করা। একে অপরকে জানার জন্য এই পোষ্টটি সবাই উপকৃত হবেন বলে আশা করছি।
আমি আশা করবো সবাই নিচের তালিকাটি পূর্ণ করবেন। তবে কোনো কিছু বাদ দিতে চাইলে দিতে পারেন। এটি একান্ত আপনার ব্যাক্তিগত ইচ্ছা। এর সাথে আর কোন কিছু বিষয় এড করতে চাইলে কমেন্টে বলবেন আমি এড করে দিব।
১। পুরো নামঃ
২। বয়স (আনুমানিক-আসল বয়স বলতে না চাইলে একটি বয়স সীমা দিন):
৩। বর্তমানে কি করেনঃ (চাকরী না পড়ালেখা এবং কোথায় পড়াশুনা করেন?):
৪। গ্রামের বাড়ি কোথায়? :
৫। প্রিয় সংখ্যাঃ
৬। প্রিয় রঙ:
৭। প্রিয় পোশাকঃ
৮। প্রিয় খাদ্যঃ
৯। পছন্দের খেলাঃ
১০। পছন্দের খেলোয়াড়ঃ
১১। পছন্দের চলচ্চিত্রঃ
১২।পছন্দের অভিনেতা/নেত্রীঃ
১৩। কোন বিষয় সবচেয়ে ভালো লাগে (পড়ালেখার বিষয় গুলোর মধ্যেঃ):
১৪। কোন বিষয় সবচেয়ে ভালো লাগে (পড়ালেখা ছাড়া) :
১৫। অবসরের প্রিয় কাজ কি:
১৬। প্রিয় ব্লগার কে? এখানে :
১৭। চলন্তিকা কেন পছন্দ করেন:
১৮। এখানে পোষ্টকৃত কোন বিষয় আপনার পছন্দ:
১৯। প্রিয় উক্তিঃ
২০। প্রিয় ব্যক্তিত্বঃ
২১। অপছন্দের বিষয় (পড়ালেখার বিষয়গুলোর মাঝেঃ)
২২। অপছন্দের বিষয়ঃ পড়ালেখা ছাড়া:
২৩। রক্তের গ্রুপ (অতি জরুরী/দরকারীঃ)
২৪। প্রিয় গানঃ
২৫। প্রিয় গায়ক/গায়িকা/ব্যান্ডঃ
২৬। আর কোন কোন ব্লগে লেখেন (ব্লগের নাম):
২৭। ফেইসবুক আইডি (আপত্তি থাকলে দিতে হবেনা):
২৮। গুগল প্লাস আইডি (আপত্তি থাকলে দিতে হবেনা:
২৯। দিন/রাতের কোন সময়টা লেখার জন্য বেছে নিয়েছেন:
৩০। আড্ডা দিতে কি ভালবাসেন:
৩১। কোন গান শুনতে ভাল লাগে:
সহজ সরল প্রশ্নগুলোর উত্তর দিতে কেউ বিরক্ত হবেন না আশা করছি।
আমি আমার জীবন বৃত্তান্ত দিলাম। এবার আপনাদের পালা 🙂
১। পুরো নামঃ কাজী ফাতেমা ছবি
২। বয়স (আনুমানিক-আসল বয়স বলতে না চাইলে একটি বয়স সীমা দিন): ৩৫-৪০ এর ভিতরে (মেয়েদের বয়স আর বেতন জানতে নেই :P)
৩। বর্তমানে কি করেনঃ (চাকরী না পড়ালেখা এবং কোথায় পড়াশুনা করেন?): চাকুরী, বাংলাদেশ ব্যাংক
৪। গ্রামের বাড়ি কোথায়? : হবিগঞ্জ
৫। প্রিয় সংখ্যাঃ ০
৬। প্রিয় রঙ: গোলাপী, সাদা
৭। প্রিয় পোশাকঃ শাড়ি
৮। প্রিয় খাদ্যঃ ভাত-ভর্তা
৯। পছন্দের খেলাঃ ফুটবল/ক্রিকেট
১০। পছন্দের খেলোয়াড়ঃ ইমরান খান, সাকিব, তামিম
১১। পছন্দের চলচ্চিত্রঃ মনে পড়ছে না আপাতত…..
১২। ছন্দের অভিনেতা/নেত্রীঃ শাবানা, ঐশ্বরিয়া, শাহরুখ, সালমান, জিত আরো অনেকে
১৩। কোন বিষয় সবচেয়ে ভালো লাগে (পড়ালেখার বিষয় গুলোর মধ্যেঃ): ইসলাম ধর্ম
১৪। কোন বিষয় সবচেয়ে ভালো লাগে (পড়ালেখা ছাড়া) : যে কোন ভালবাসার, রহস্য, ভুতের বই পড়তে ভাল লাগে।
১৫। অবসরের প্রিয় কাজ কি: লেখালেখি আর ফেইসবুকে সময় কাটানো অথবা ফুল গাছের যত্ন নেয়া
১৬। প্রিয় ব্লগার কে? এখানে : সবাই আমার প্রিয় ব্লগার
১৭। চলন্তিকা কেন পছন্দ করেন: সবাই সবার কবিতা গল্প পড়ে মন্তব্য করে মত প্রকাশ করেন আবার ভুল ধরিয়ে দেন। সুন্দর মন্তব্য লেখার উৎসাহ পাই।
১৮। এখানে পোষ্টকৃত কোন বিষয় আপনার পছন্দ: গল্প আর কবিতা আর ফটো ব্লগ
১৯। প্রিয় উক্তিঃ নিজে শুদ্ধ থাকুন, শুদ্ধতা ভালবাসুন
২০। প্রিয় ব্যক্তিত্বঃ মহানবী (সা:)
২১। অপছন্দের বিষয় (পড়ালেখার বিষয়গুলোর মাঝেঃ): ইংরেজী আর অংক ছিল আর এখন এ দুটোর জন্য কষ্ট পাই 🙁
২২। অপছন্দের বিষয়ঃ পড়ালেখা ছাড়া: মানুষের ছলচাতুরি। অযথা কেউ কাউকে সন্দেহ করলে বা অবিশ্বাস করলে মন খারাপ হয়।
২৩। রক্তের গ্রুপ (অতি জরুরী/দরকারীঃ) ও পজেটিভ
২৪। প্রিয় গানঃ আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
২৫। প্রিয় গায়ক/গায়িকা/ব্যান্ডঃ জেমস, হাসান, কুমার সানু, কিশোর কুমার, লতা, আশা, এন্ড্রো, পলাশ, মমতাজ এবং আরো অনেকে।
২৬। আর কোন কোন ব্লগে লেখেন (ব্লগের নাম): প্রথম আলো, শব্দনীড়, নক্ষত্র, সোনেলা, চলন্তিকা, সামহোয়্যার
২৭। ফেইসবুক আইডি (আপত্তি থাকলে দিতে হবেনা): quazifatemachhobi
২৮। গুগল প্লাস আইডি (আপত্তি থাকলে দিতে হবেনা: quazifatemachhobi
২৯। দিন/রাতের কোন সময়টা লেখার জন্য বেছে নিয়েছেন: রাতে লিখি টিভি দেখার সময় তাও মোবাইলে
৩০। আড্ডা দিতে কি ভালবাসেন: অবশ্যই । আড্ডা আমার বেসম্ভব পছন্দ।
৩১। কোন গান শুনতে ভাল লাগে: প্রথমেই রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, আধুনিক, ভারতীয় বাংলা গান, ব্যান্ড।
বিদ্র: অহেতুক দুইটা তিনটা মন্তব্য করা থেকে বিরত থাকুন। অপ্রাসঙ্গিক বিষয়গুলো টেনে আনবেন না। লেখার সমালোচনা করুন ব্যক্তির না। প্রদায়ক বা পয়েন্ট বাড়ানোর জন্য একের অধিক কমেন্ট করা থেকে বিরত থাকুন। এগুলো দৃষ্টিকটু লাগে। শুধু কমেন্টের উত্তরে কমেন্ট দেয়া যেতে পারে। প্রয়োজনীয় কথাগুলো মনে না থাকলে পরবর্তীতে কমেন্ট করতে পারেন। নিয়ম মেনে চলন্তিকায় পোষ্ট করুন। লক্ষ্য করেছি অনেকেই একাধারে দুই তিনটা পোষ্ট এক পাতায় করে থাকেন। দয়া করে প্রথম পেজ থেকে আপনার লেখাটি না সরে যাওয়া পর্যন্ত লেখা পোষ্টের জন্য অপেক্ষা করুন।
সুন্দর থাকুন, চলন্তিকার সাথেই থাকুন। শুভ ব্লগিং।
২,৬১৪ বার পড়া হয়েছে
। পুরো নামঃ মোঃ কামাল উদ্দিন।
২। বয়স ৪৪
৩। বর্তমানে কি করেনঃ ব্যবসা
৪। গ্রামের বাড়ি কোথায়? : মাধবদী, নরসিংদী।
৫। প্রিয় সংখ্যাঃ ৫
৬। প্রিয় রঙ: সাদা, আকাশি
৭। প্রিয় পোশাকঃ জিন্স, টি সার্ট
৮। প্রিয় খাদ্যঃ ভাত, ভর্তা
৯। পছন্দের খেলাঃ ক্রিকেট
১০। পছন্দের খেলোয়াড়ঃ সাকিব আল হাসান
১১। পছন্দের চলচ্চিত্রঃ ভেজা চোখ
১২।পছন্দের অভিনেতা/নেত্রীঃ ইলিয়াস কাঞ্চন, মৌসুমী।
১৩। কোন বিষয় সবচেয়ে ভালো লাগে (পড়ালেখার বিষয় গুলোর মধ্যেঃ): ব্লগ আর ব্লগিং।
১৪। কোন বিষয় সবচেয়ে ভালো লাগে (পড়ালেখা ছাড়া) : ভ্রমণ
১৫। অবসরের প্রিয় কাজ কি: ভ্রমণ
১৬। প্রিয় ব্লগার কে? এখানে : এখানে সবাইকে এখনো চিনে নিতে পারিনি, তবে আপনি, রব্বানী ভাই আর পরান ভাই আছেন এটা নিঃসন্দেহে বলতে পারি।
১৭। চলন্তিকা কেন পছন্দ করেন: চলন্তিকাকে এখনো ঠিক পছন্দ বলে মনে করে উঠতে পারছি না।
১৮। এখানে পোষ্টকৃত কোন বিষয় আপনার পছন্দ: মডারেটর বিহীন পোষ্ট বরাবরই আমার পছন্দ।
১৯। প্রিয় উক্তিঃ ”মুর্খরা সব শোন,
মানুষ এনেছে গ্রন্থ,
গ্রন্থ আনেনি মানুষ কোন”
২০। প্রিয় ব্যক্তিত্বঃ
২১। অপছন্দের বিষয় (পড়ালেখার বিষয়গুলোর মাঝেঃ)
২২। অপছন্দের বিষয়ঃ পড়ালেখা ছাড়া: নিজেকে জাহির করা।
২৩। রক্তের গ্রুপ (অতি জরুরী/দরকারীঃ) -A (ve)
২৪। প্রিয় গানঃ কফি হাউজের সেই আড্ডাটা…..
২৫। প্রিয় গায়ক/গায়িকা/ব্যান্ডঃ
২৬। আর কোন কোন ব্লগে লেখেন (ব্লগের নাম): সামহোয়্যারইনে আমি সাডা মনের মানুষ, তাছাড়া প্রথম আলো, নক্ষত্র, মুক্তব্লগ, বন্ধু ব্লগ ইতয়াদিতে আমি কামাল উদ্দিন নামেই লিখছি।
২৭। ফেইসবুক আইডি (আপত্তি থাকলে দিতে হবেনা): https://www.facebook.com/kamal.uddin.359
২৮। গুগল প্লাস আইডি (আপত্তি থাকলে দিতে হবেনা:
২৯। দিন/রাতের কোন সময়টা লেখার জন্য বেছে নিয়েছেন: ভোর ছয়টা থেকে রাত ৯টা পর্যন্ত।
৩০। আড্ডা দিতে কি ভালবাসেন: ভীষণ ভীষণ ভালোবাসি, প্রথম আলোতে নিয়মিত শুক্রবারের আড্ডা নামে সাপ্তাহিক একটা আড্ডা পোষ্ট দিতাম।
৩১। কোন গান শুনতে ভাল লাগে: নিরব ধরণের গান, যেমন রবিন্দ্রসঙ্গীত
অ্সাধারণ পরিচিতি
। আন্তরিক ধন্যবাদ কামাল ভাই।
ওরে মা এত্ত কিছু কেম্নে লিখব???
কাগজ কলম নিয়া বইসা পড়েন
কামাল ভাই দেখছেন মানুষ কত অলস কেহই পোষ্ট টা পছন্দ করে নাই শুধু বাড়তি কষ্টের জন্য 🙁
হি হি হি, ঠিক । আর বেকার হওয়ায় আমি নিজের পরিচয় দিতে লজ্জা পাই আপি । আর তেমন কিছু নেই জানার আমারম্পর্কে।
একটু কষ্ট করে লিখে দিতা যদি আহারে 🙁 মানুষ এত অলস
ছবি আপু এইবার একটা কাজের পোস্ট দিছেন। সবাই সবাইকে জানুক।
আমার নিজের সম্পর্কে বলার তেমন কিছু নাই। তবু বলছি…………
নাম- শালিমা রাহাত মৌসুমি।
বর্তমান অবস্থান- ঢাকা
পড়ালেখা-গ্রাজুয়েট( ঢাকা বিশ্ববিদ্যালয়)
রক্তের গুপ- B+
প্রিয় লেখক- হুমায়ূন আহমেদ,সুনীল গঙ্গোপাধ্যায়,সমরেস মজুমদার,শীর্ষেন্দু মুখপাধ্যায় আরও অনেকে।
প্রিয় বই- মধ্যাহ্ন,আশাবরি,জল জোছনা, নন্দিত নরকে,কাছের মানুষ,প্রথম আলো আরও আরও অনেক।
প্রিয় গান – রবীন্দ্র সঙ্গীত, পুরনো বাঙলা ও হিন্দি গান।
প্রিয় খাবার– মজার যে কোন খাবার।
প্রিয় রং- কখনও নীল, কখনও লাল।(কনফিউস)
প্রছন্দের খেলা – ক্রিকেট
সময় কাটানোর প্রিয় কাজ- বই পড়া, গান শোনা, টিভি দেখা।
আজ কে হাপিয়ে গেলাম। পড়ে নাহয় বাকি গুলো বলে যাবো। ভালো থাকুন।
হায় হায় আপ্নে মেয়ে জানিতাম না আপি
মাওলা ভাই এত অলস কেন ভাই আপনে। এত সুন্দর একটা পোষ্ট দিলাম আর আপনার কোন মতামতই নাই ইশ
আসলে আমার সম্পর্কে বলার কিছু খুঁজে পাচ্ছি না তো তাই।
তাই বুঝি। আপনি কি ইনভিজিবল ম্যান নাকি?
খুব ভাল লাগল আপি। আমি আসলে আপনার আসল নামই জানতাম না
অনেক কিছু জানতে পারলাম । এই টপিক করে আমি স্বার্থক। ধন্যবাদ
পোস্টটা স্টিকি করলে ভালো হয়
ধন্যবাদ দাবি জানানোর জন্য
এইতো এখন জানলেন ভাই আকাশ, এই জানাজানির জন্যই তো এরকম পোস্ট।
ছবি আপুকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আর কেউ তো কিছু বলছে না।
অলিস আপু সব গুলা ভাইয়া আপু
কমড়েড ছবি তুমি এইসব কইথেকে আনছো বইন?
আসমান থাইকা। কোনো অসুবিধা হুম
যাইহোক প্ৰশ্ন দেখেইতো আমি চিতপটাং
ফড়িং তো তাই , এই হবেও ।
হুম হতে পারে
ক্যারেচকঠিন প্রশ্ন নি কোনো?
কিছু বলতে আমাৱো ইচ্ছে জাগে
ইচ্ছে হলে বলতে পারো সময় শেষ হয়নি তো
কি বলবো কিছু খুজে পাচ্ছিনা তো
যা বলার তা বলে দেয়া হয়েছে
আসলে মাঝে মাঝে অনেক চিন্তা ঘুৱফাক খায় নিজেকে নিয়ে
কেমন চিন্তা শেয়ার করো এখানে
তাৱপৱে ও কিছু বলাৱ প্ৰবনতা টা প্ৰকাশ ঘটাতে পাৱিনা
তোমার মাথা নস্ট হয়া গেছেগা বুঝি
যদিও ইচ্ছে থাকে কিন্তু তাৱ প্ৰকাশ ঘটাতে নিজেই অসক্ষম
কি যে কইতাছ মাথায়ই ঢুকছে না আজিব।
এই আপনি চাকরীর বায়োডাটা দিতে বলছেন কেন সবাইকে? নাম বয়স পেশা দিয়ে ব্লগের কি হবে? এখানে আমাদের প্রোফাইলে নিজেদের সম্পর্কে লেখা আছে।আপনি বললেন বয়স আর বেতন জানার দরকার নেই।আসলে দরকার নেই।ব্লগে দরকার এই প্লাটফর্ম নিয়ে কি ভাবছি, লেখালেখি সংক্রান্ত ভাবনার কথা প্রোফাইলের অংশ হতে পারে। যাই হোক আপনার পোষ্টটার জন্য ধন্যবাদ ।আপনি যা করেছেন ভালবেসে জানতে করেছেন।তবে আমার পরিচয় প্রোফাইলে..। না মজা করলাম ..সময় পেলে আবার এসে বায়োডাটা দিয়ে যাব।অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
ঠিকাছে আপি। অ একে আসল নাম দেয় না যেমন রোদের ছায়াপির নাম জানতে পারলাম অনেক সময় প্রোফাইল পড়া হয় না তাই। আপনার খারাপ লাগলে সরি।
না না কি বলে খারাপ লাগবে কেন। আমি আমার ঘর জব, পার্সোনাল কাজ নিয়ে অনেক বিজি। অনলাইন হই শুধু বিকাল এর একটু সময় যখন বাংলাদেশ এর মধ্য রাত। তাও এত ক্লান্ত থাকি কাজ শেষে সম্ভব হচ্ছেনা কিছু লেখা ,মন্তব্য করা। শনি, রবি অন্য আর ও দুইটা কাজ করি। একেবারে সময় পাইনি এই সপ্তাহে। নাহলে অবশ্যই আমি কিছু ইনফরমেশন দিতাম নিজের সম্পর্কে। ..
অনেক ধন্যবাদ এই পোস্টের জন্য। আশা করব আমার অনুপস্থিতিতে যারা একটিভ ব্লগার (তুমি সহ ) সবাইকে ব্লগ টাকে প্রানবন্ত রাখবে। আমি একটু ফ্রি হলে আবার লিখব।
অনেক অনেক ধন্যবাদ তোমাকে আপু। শুভেচ্ছা রইল। ভাল থাকবে কেমন।
অনেক ধন্যবাদ আপি। ব্যস্ততা কমলে এক্টিভ হবেন আশা রাখছি
কেবল লেখা ও লেখার বার্তা নিয়েই চর্চা হোক । সেটাই তার আসল পরিচয় ।
ঠিকাছে দাদা ভাল থাকুন।