নোটিশ
ইবুক
চলন্তিকা ই-প্রকাশনাঃ সংখ্যা ১, আগস্ট ২০১৩, ঈদ সংখ্যা
চলন্তিকা ই-প্রকাশনাঃ সংখ্যা ২, সেপ্টেম্বর ২০১৩
চলন্তিকা ই-প্রকাশনাঃ সংখ্যা ৩, অক্টোবর ২০১৩, ঈদ সংখ্যা
চলন্তিকা ই-প্রকাশনাঃ সংখ্যা ৪, জুলাই ২০১৪, ঈদ সংখ্যা
 
চলন্তিকাতে প্রথম প্রকাশিত যে কোন উপন্যাসকে আমরা ইবুক আকারে প্রকাশ ও লক্ষাধিক পাঠককে ইমেইল করার আগ্রহ প্রকাশ করছি। আপনার যদি কোন নতুন উপন্যাস থেকে থাকে তবে তা এখানে ধারাবাহিকভাবে প্রকাশ করতে থাকুন। প্রকাশ শেষ হলে সেটি আমরা লক্ষাধিক ইমেইল ঠিকানাতে মেইল করে দিব। এভাবে আপনার লেখাটি বহুজনের মাঝে ছড়িয়ে পড়তে পারে। এর জন্য আপনাকে কোন খরচ বহন করতে হবে না।
চলন্তিকা ই-প্রকাশনাঃ সংখ্যা ১, আগস্ট ২০১৩, ঈদ সংখ্যাটি ঈদের ছুটিতে বাড়ীতে বসে খুব মনোযোগ দিয়ে পুনরায় পড়লাম। ব্লগারদের লেখা ও মন্তব্যের মধ্যে অনেক বানান ভুল পেয়েছি। ব্লগে যেভাবে প্রকাশ করা হয়েছে ঠিক সেভাবেই এখানে উপস্থাপন করা হয়েছে। কিছুটা সম্পাদনা করে প্রকাশ করতে পারলে আরো ভালো হতো। তারপরও স্বল্প সময়ে প্রথম ই-বুক আকারে ঈদ সংখ্যাটি প্রকাশ কারায় এই সংখ্যাটি অনেক সুন্দর ও আকর্ষণীয় হয়েছে।
আপনি মন দিয়ে পড়েছেন, আপনাকে ধন্যবাদ। এখন থেকে আমরা মাসিক ভাবে বের করব ইনশাল্লাহ। আর এখন না পারলেও ভবিষ্যতে আমরা সম্পাদনা করব। আপনার প্রস্তাব আমরা গ্রহন করলাম। ধন্যবাদ।
আমি ই-বুকটি ডাউনলোড করে বুকবাইন্ডিং করে যত্ন করে রেখে দিয়েছি। আমার প্রস্তাবটি গ্রহণ করায় সম্পাদক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। প্রতি মাসের শেষে পূর্ববর্তী মাসের সেরা লেখাগুলো নিয়ে ই-বুক প্রকাশ করতে পারলে অনেক ভাল হবে। ঈদ কেমন কাটালেন জানাবেন।
‘চলন্তিকা ই-প্রকাশনাঃ সংখ্যা ১, আগস্ট ২০১৩, ঈদ সংখ্যাঃ একটি পর্যালোচনা‘ শিরোনামে গত ১৭/০৮/২০১৩ইং তারিখে আমার একটি পর্যালোচনা প্রকাশ হয়েছে আশা করি সবাই এটি সংগ্রহ করে পড়বেন।
সুন্দর উদ্যোগ,
একমত
উদ্যোগটি খুব সুন্দর। সাথে আছি।
খুবই ভাল একটি কাজ, আর এমন একটি ভাল কাজ করাটা খুব কঠিন । ধন্যবাদ আনোয়ারুল ভাইকে এমন একটি কঠিন কাজ হাতে নেয়ার জন্য ।
ই-বুক প্রকাশের উদ্যোগ সাহসী ও পরিশ্রমী মানুষের কর্মকান্ড বলে আমি বিশ্বাস করি। চলন্তিকার সম্পাদক সাহেব নিঃসন্দেহে একজন প্রতিভাবান ও উদ্যোগী মানুষ। আমি তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি। এ ব্যাপারে আমার কিছু করণীয় থাকলে তিনি আমাকে মেইল করলে বাধিত হব।
চলন্তিকা ই-প্রকাশনাঃ সংখ্যা ২, সেপ্টেম্বর ২০১৩
তে ক্লিক করলে ই-বুক না এসে অন্য কিছু আসছে কেন?
সমাস্যাটা একটু দেখবেন কি?
দাদা
আমরো একই কথা
বেশ কয়েক বার চেষ্টা করি তবুও
ফল পাইনি
সমাস্যাটা দয়া করে দেখেন
ডাইনলোড করতে গেলে অপ্রত্যাশিত কিছু চলে আসে। সমাধান কি?
চলন্তিকা ই-প্রকাশনাঃ সংখ্যা ২, সেপ্টেম্বর ২০১৩ তে ক্লিক করলে নিচের web address চলে যাচ্ছে
http://www.ziddu.com/download/22957365/sonkha2September2013.pdf.html
কারন কি বুঝতে পারছি না।
এটা না বুজতে পারার তো কোন কারন নাই। সেখানে ডাউনলোড অপশন আছে। সেখানে ক্লিক করলে আপনার কাছে verification code চাইবে। verification code সাথেই পাবেন। সেটা লিখে দিলে ডাউনলোড হবে। এই সংখ্যাতে ৬০টির মত স্কেচ ব্যবহার করা হয়েছে। তাই এর ওজন ৫ মেগা হয়েছে। আর সে কারনে চলন্তিকার attachment হিসাবে রাখা যাই নাই। চলন্তিকা ২ মেগা পরজুন্ত সাপোর্ট করে। সম্পাদক বলেছেন, আগামী মাস থেকে আর কোন স্কেচ ব্যবহার করবেন না, শুধুই লেখা থাকবে। তাতে হয়ত আর সেটা অতটা আকর্ষণীয় থাকবে না। কিন্তু সবাই ডাউনলোড করতে পারবে। এটা সমস্যা হচ্ছে কারন ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করাতে অনেকেই অনভিজ্ঞ। যদিও কেউ সেটা বলতে চান না। মন্তব্য দেখেই বুঝতে পারা যাচ্ছে, এ ধরনের ফাইল আগে কেউ কখনও ডাউনলোড করেন নাই।
ই-মেইলের এটাচমেন্ট সেভ করে দেখতে পারেন, এতে অন্য কোন ওয়েবসাইটে যাওয়ার হ্যাপা পোহাতে হয় না ।
আজ ডাউনলোড করলাম এ মাসের চলন্তিকা সংখ্যা – ২ । বৈচিত্র্যময় লেখা নিয়ে চমত্কার একটি সংখ্যা । প্রতিটি লেখার সাথে স্কেচগুলো চলন্তিকার স্বতন্ত্র বৈশিষ্ট্য হিসাবে অসাধারণ লেগেছে ।
সামনে আরও বৈচিত্র্যতা আশা করছি ও চলন্তিকার সাফল্য কামনা করছি ।
চলন্তিকার সাফল্যের সাথে অগ্রগতি কামনা করছি ।
ডাউনলোড করলাম।
ডাউনলোড করব এখন । অনেক ধন্যবাদ আর অনেক কষ্ট করেছেন ই বুকের জন্য সে জন্য কৃতজ্ঞ
অনেক দিন পরে ব্লগে এলাম, ই-বুক ডাউওনলোড করে পড়েও নিলাম কিছু অংশ।
ধন্যবাদ ব্লগ সঞ্চালক মহোদয়কে এমন একটি উদ্যোগের জন্য।
নভেম্বর মাসের ইবুক কি প্রকাশ হবেনা?
নভেম্বর মাসের ইবুক কি প্রকাশ হবেনা?
আমারও এটা জানতে ইচ্ছে হয় ।
আমার নিয়োগ পত্র উপন্যাসটি দীর্ঘ সময় ধরে নিয়মিত প্রকাশ করেছি এবং শেষও হয়েছে..কবে নাগাদ ই-বুক আকারে প্রকাশিত হবে জানাবেন প্লিজ…..
সম্পাদকের সমীপে জিজ্ঞাস্য আপনাদের ইবুক গুলোর ডাউনলোড লিংক কোথায়?
দুটি সংখ্যা ডাউনলোড হয়েছে তবে দ্বিতীয় সংখ্যা টি ডাউনলোড হচ্ছে না
Ar ebook hobe na
খুবই ভালো হয়েছে। অশেষ ধন্যবাদ আনোয়ারুল হক ভাইকে।
ইবুক কি আর করা হবে না?
বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করার প্রয়াশে চলন্তিকার এই উদ্যোগ আসলেই প্রশংসনীয়। আধুনিক বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করতে নবীন সাহিত্যিক আর ভিন্ন স্বাদের পাঠকের কোন ব্যাতিক্রম নেই। নবীন সাহিত্যিকদের জন্য চলন্তিকা যে প্লাটফর্ম তৈরি করে দিচ্ছে অদূরবর্তী ভবিষ্যতে তা যে নতুন কোন দ্বার উন্মুক্ত করে দেবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। আশা করি এভাবেই পাশাপাশি কাজ করে আমরা আগামীর জন্যে নতুন কোন ইতিহাস তৈরি করতে পারবো । ধন্যবাদ !!!
খুব সুন্দর ভাবনা
আরো হোক ।
fine idea very fine @@@@@ evry monthly hole tu volo hoy