উপন্যাস ” অমর প্রেম ” পর্বঃ ১০
এই লেখাটি ইতিমধ্যে 1568বার পড়া হয়েছে।
আজ শুক্রবার স্বয়ন দুপুরের খানা শেষে জাহিদের বাড়িতে গেল । জাহিদ পড়ছে মনযোগ সহিত । স্বয়ন বলল ,
আমার সাথে যেতে হব ।
কোথায় ?
সাথীদের বাড়ির পাশের ব্রীজটিতে ও আমার জন্য অপেক্ষা করবে ।
অবশ্যই যাব । প্রেমিক বন্ধুর সনে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে না ? যদি কখনো প্রেমে পড়ি , জাহিদ হেসে হেসে বলল ।
দুই বন্ধু যথা সময়ে উপস্থিত । সাথী আগে থেকেই অপেক্ষার সেকেণ্ড গুনছে । দুটি সুখের পায়রার সাক্ষাত হলো । তবে ব্রীজে বসে কথা হলনা দুজনে হাঁটতে হাঁটতে দামার হাঁটের ঐ দিকে চর এলাকায় গেল । জাহিদও পিছু পিছু হাঁটছে অবিরাম আর প্রশিক্ষণ নিচ্ছে ।
আহ্ ! কি সুন্দর পৃথিবী ! কত সুন্দর নীল আকাশ ! কি চমত্কার শ্যামল শস্য ক্ষেত !
আমার কবি হতে ইচ্ছে করছে ,স্বয়ন বলল ।
সাথী থমকে দাঁড়িয়ে বলল ,
কবি হয়ে যাও , আমাকে সারাক্ষণ কবিতা শোনাবে । তুমি হবে আমার হৃদয়ের কবি ভালবাসার কবি ।
হতে চাইলেই কি সম্ভব ?
ইচ্ছা থাকলে উপায় হয় , তুমি যাননা ।
তোমার প্রেম আমার কাছে থাকলে কবি হওয়া কঠিন কিছুনা আমার মন বলছে ।
এ বলেই আবার হাঁটতে শুরু করল । কিছু পথ গিয়ে সাথী বলল ,
এই দেখ না !
কি দেখব ?
প্লীজ দাঁড়াও না ।
কেন ?
ওহ্ দেখ না !
দেখাও ।
ঐ দেখ কি সুন্দর সবুজ ধান ক্ষেত ! ধান ক্ষেতের আইল দিয়ে তোমার সনে ছুটা ছুটি করতে ইচ্ছে করছে ।
মানুষে কি বলবে ? পাগলী কোথাকার ।
সাথী আর কথা বলল না হঠাত্ চোখ পড়ল নীল আকাশে । কতগুলো শুভ্র কবুতর দল বেঁধে উড়ে যাচ্ছে । তা দেখে স্বয়নকে বলল ,
আমার না পাখি হতে ইচ্ছে করে ।
স্বয়ন মুচকি হেসে উত্তর দিল ,
না , না , পাখি হলে তুমি তো উড়ে যাবে । তোমাকে পাব কোথায় ? আমি একা থাকতে পারব না ।
আকাশের পাখি আকাশে শোভা পায় মাটিতে নয় । বাগানের ফুল বাগানে শোভা পায় চিরিয়াখানায় নয় । আর সুন্দর সুন্দর উপমা দিয়ে বুঝিয়ে দিল স্বয়ন । আবারও হাঁটতে শুরু করল দুজন ,আস্তে করে সাথীর হাতে চিমটি কাটল স্বয়ন ।
ইস্ আমি বুঝি ব্যথা পাইনা ?
কি করলে ব্যথা পাবে না ? বলো আমি সেটাই করব ।
ওরে দুষ্ট সেটা কি জান না ?
হ্যাঁ , জানি ।
এই বলে স্বয়ন ওর হাত ধরল । সাথী বলল ,
ভাল হবেনা কিন্তু ।
কেন ?
মানুষ তো দেখে ফেলবে ।
বলতে বলতেই স্বয়ন ওর ঠোটে একটা চুমা দিল ।
জানিনা তোমার এ দুষ্টমি কিসের ? সাথী জিজ্ঞাসা করল ।
বউয়ের কাছে দুষ্টমি বড় সুখের ।
আমার হাঁটতে ইচ্ছে করছে না ।
চলো ঐ ব্রীজটি গিয়ে বসি ।
চলো ।
ব্রীজে বসে সাথী স্বয়নের হাত ধরল ।স্বয়ন একটু অন্য ভঙ্গিতে বলল ,
এই মেয়ে হাত ধরলে কেন ?
ইচ্ছে হলো তাই ।
তুমি আমার কে ?
আমি কে ?
হ্যাঁ , তুমি কে ?
সাথী ওর গালে একটি চুমা দিয়ে বলল ,
বুঝেছ কে ?
হ্যাঁ জেনেছি ।
এখন একটা গান শোনাও না ? সাথী বলল ।
স্বয়ন উত্তর দিল ,
আমি গায়ক না ।
প্লীজ শোনাও ।
বলছি তো আমি গায়ক না ।
শোনাবে কি না সেটাই বলো ?
প্রিয়ার জিদ সহ্য করতে না পেরে একটি গান গাইতে শুরু করল –
জীবনের চেয়ে বড় প্রেম
প্রেমের চেয়ে বড় আর কিছু নাই
এ জীবন জানি যাবে মিশে আধারে
যদি দেখি কোন দিন
তুমি কাছে নাই ।
এদিকে সন্ধ্যা হয়ে গেছে কেউ খেয়াল করেনি । আর বিলম্ব না করে বিদায় নিল । বিদায় ক্ষণে সাথী বললো ,
এখন আসি , ভুলে যেওনা কিন্তু ।
বাসায় গিয়ে সাথী পড়ার টেবিলে বসল কিন্তু পাঠে মন বসছে না ।প্রতি শ্বাসেই স্বয়নকে মনে হচ্ছে । রাতেও ঠিকমত ঘুমাতেও পেল না । সকাল বেলা বারান্দায় বসে দাঁ ব্রাশ করছে । ওদিকে উঠানে সাথীর আন্টি সেলিনা রহমান ওর আব্বু-আম্মুকে বলল ,
সাথীকে আমার বড় ছেলে সবুজের বউ করে নেব । এতে তোমাদের মতামত জানার অপেক্ষায় ।
আগে মারুফা মুন্নীর বিয়ে হোক পরে দেখা যাবে , মাহফুজার রহমান উত্তর দিল ।
কাবিন করে রাখলে কেমন হয় ?
এখন যে দিন কাল আসছে ছেলেমেয়েদের প্রতি কোন আস্থা পাওয়া কঠিন ।
কখন যে কোন দুর্ঘটনা ঘটে ফেলে ।
আমাকে কিছুদিন বুঝতে দে ।
এই বলে মাহফুজার রহমান ঘরে চলে গেলেন ।
কথাগুলো শুনে খুবই চিন্তায় পড়ল সাথী । সরাসরি কিছু বলার সাহস নেই ওর ।
তাড়াহুড়া করে স্কুলে রহনা দিল স্বয়নকে বলার উদ্দেশ্যে । স্কুল মাঠে গিয়েই স্বয়নের দেখা পেল । মাঠে এত কথা বলা সম্ভব নয় তাই বলল ,
তুমি ক্লাসে না গিয়ে কমন রুমে দেখা করবে ।
ক্লাস শুরু হল স্বয়ন চলে গেল কমন রুমে গিয়ে বলল ,
আজ তোমার কি হয়েছে ?
অশ্রুসিক্ত চোখে বলল ,
আমার বিয়ের কথা চলছে ।
কার সাথে ?
আমার ফুফাত ভাইয়ের সাথে ।
তোমার আব্বু কি বলেছে ?
বড় আপু ও মেজো আপুর বিয়ে দিবে পরে আমার ।
ঠিকই তো বলেছে ।
কিন্তু ।
কিন্তু কি ?
আন্টি মানেনা , বলে নাকি কাবিন করে রাখবে ।
সত্যি বলেছে ?
হ্যাঁ ,আমি নিজের কানে শুনছি ।
১,৬২৮ বার পড়া হয়েছে
পড়ছি। সাথে আছি। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
জেনে খুশি হলাম ।
ভালই লিখেছেন
অনেক অনেক ভাল লাগা।
জেনে খুশি হলাম ।
ভাল লিখা
পরবর্তী পর্বের অপেক্ষায়
জেনে খুশি হলাম ।
বেশ লিখেছেন !
আপনি তো আমার মিতা । কোথায় থাকেন তা তো জানিনা ।
তবে আপনার হাত পাকা মনে হচ্ছে ।
সাথেই আছি
জেনে খুশি হলাম ।
আপনাকে অশেষ ধন্যবাদ ।