নোটিশ
এই বাংলায় আমি
এই লেখাটি ইতিমধ্যে 1620বার পড়া হয়েছে।
যেন মিশে আছি আমি
সেই শ্রাবণের রাতে
সহস্র ছড়ানো কোন
শিউলির প্রভাতে
যেন মিশে আছি ঠিক
এই মাটির সাথে
দূরের বাতাসে ভেসে আশা
ছাতিমের গন্ধভরা রাতে।
যেন দুচোখ থমকে দাড়ায়
দেখে মেঘবালিকার হাসি
আমি তাই বারবার এই
বাংলায় ফিরে আসি।
১,৬৬৭ বার পড়া হয়েছে
সুন্দর ছোট কবিতা
অনেক ভাল লাগা।
খুব সুন্দর কবিতা
অনেক ভাল লাগা
ভালো লাগা রইলো
বেশ ভাল লাগল।
ঠিকই বলেছেন কবি, এই বাংলার আকাশ,বাতাস সমস্ত কিছুই আমাদের রক্তের শিরা-উপশিরায় মিশে আছে।