একটি চিঠি ………..
এই লেখাটি ইতিমধ্যে 2555বার পড়া হয়েছে।
শারমিন,
তোকে বলার মত আমার কিছু নেই যা বলার ছিল বলা হয়ে গেছে তার পরও কিছু বলতে হয় তাই তোকে লিখা যাই হোক আমাকে দেয়া তোর কথা গুলো মনে আছেতো? না থাকলে মনে করিয়ে দিচ্ছি তোর জন্য না আমার জন্য আমার ভাল থাকার আর ভালবাসার জন্য আমার কথা ভেবে তুই ভাল থাকবি যদি ভাল থাকতে না পারিস তবে জেনে রাখিস তুই আমাকে ভাল বাসতে পারিসনা এটাই আমি জানবো তুই আমাকে বলে ছিলি রাক্তের সম্পর্ক ছাড়া কি কেউ আপনা হতে পারে না? তুইতো আমার রক্তের কেউ না তার পর ও তোকে অ-নে-ক ভালবাসি জানি আমার লেখা গুলো পড়ে তুই খুব হাসছিস মনে মনে ভাবছিস আমি একটা পাগল নয়তো বোকা ঠিক তাই বোকা বলেই তোকে ভালবাসি আমি শুধু জানি ভাল একজন বন্ধু জীবনের অনেক বড় সম্পদ তোকে বলব না আমায় মনে রাখিস তবে এই টুকু বলব যদি কখনও তোর কোন কাজে আমায় প্রয়োজন হয় ডাকিস সাড়া দিব তোর ডাকে মাঝে মাঝে তোর সাথে ফোনে কথা বলার সময় গুলোকে খুব মিস করি তোর সাথে দেখা হবেনা এটা আমি কথন ও ভাবি না ভাবতে পারিনা কখন কোন ফাকে তুই আমার মনের সেই জায়গাটা দখল করে বসেছিস বুঝতেই পারিনা তবে বন্ধু হয়ে যে টুকু তোর কাছে আমার চাওয়া তাহলো তুই হাসি খুশি থাকবি হঠাৎ হঠাৎ তোর মুখে আই মিস ইউ শব্দটা শুনে আমি বিমোহিত হই তখন মন চায় আমার জীবনের সব টুকু সুখ মুঠো ভরে তোকে দেই কিন্তু পারি না দেয়া যায়না তবে দোয়া করি তুই সুখে থাক আমি তোকে তত দিন মনে রাখতে চাই যত দিন প্রান আছে আমার দেহে মাঝে মাঝে তোর পাগলামী গুলো আমাকে ভাবায় তোর ঘুম জড়ানো কথা গুলো একা একাই হাসায় জানি না এখন তুই কি করছিস তবে আমি তোকে খুব মিস করছি সত্যি করে বলতো আমি কি তোর ভাল বন্ধু হবার মতো কেউ কখন আমায় তুই মিস করিস? আমি হারিয়ে গেলে কি আমায় ভুলে যাবি? আমি তোর সেই বন্ধু হতে চাই যার সাথে নরকে যেতে ও আমার মনে কোন প্রশ্ন জাগবে না যার জন্য সবটুকু পথ পারি দিতে পারব ক্লান্তি আমায় গ্রাস করবে না
খুব কৌতুহল নিয়ে পড়ছিস তাই না কিরে আবার হাসছিস নাতো তবে আর যাই বলি তুই কিন্তু খুব ভাল খু-ব ভাল কি ভাবছিস কেমন ভাল ঠিক বাদড়ের মত এবার বাকিটা তুই চিন্তা কর বাদড় কত ভাল সত্যি তুই অনেক সুইট একটা ফ্রেন্ড
“মুক্তা”
(বান্ধবীকে লেখা একটি চিঠি সংগ্রহে ছিল)
২,৪৭৯ বার পড়া হয়েছে
চিঠিটা মন ছুঁয়ে গেলো। বন্ধুত্বের জয় হোক।
ধন্যবাদ
চমৎকার আবেগময় ভাষায় লেখা চিঠি। শুভেচ্ছা জানবেন………………….
প্রিয় অভিমানী,
তুমি কাছে এলেই উড়ন্ত ভাবনাগুলো জমাট বেঁধে হিমশীতল হয়ে যায় । ভয়ে তাই শুন্যে তাঁকিয়ে থাকি, না দেখার ভান করে। নিদারুন নিঃসঙ্গতা মেনে নিয়েছি অনেক আগেই । জানি তোমার যোগ্য আমি নই । হতেও পারিনি । জনস্রোতে হারিয়ে যাওয়া বিশ্বাস চিরচেনা কাঠ ঠোকরা পাখির মতো ঠক ঠক শব্দে হৃদয়ের কোঠরে গর্ত করে আঁটি বেঁধে রেখেছিলাম সারি সারি করে। আর দুঃখগুলোকে শর্তহীনভাবে ধরে রেখেছি নিপুণ প্রেমিকা হয়ে তোমায় ভালবাসবো বলে । ‘তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি’- মহাদেব সাহা’র এই কাব্যটি ছিল আমার বেশ প্রিয়। এইটি তুমি ভালো করেই জানতে।জেনেও না জানার ভান করেছ কতবার।যাক, মূল্যহীন ভালোলাগা আমাকে দুরে,অনেক দুরে ঠেলে দিয়েছে । জীবনের অন্ধ গলিতে আমি হারিয়ে যাচ্ছি নিঃসঙ্গতায়। ভালো থেকো অভ্র”।
-তোমার প্রিয়
খুবই চমৎকার একটি চিঠি। যেখানে হৃদয়ের কান্না করুন সুরে মিশে একাকার হয়ে গেছে।
Besh abeg vora lekha
suvechha
চিঠির কথা ভুলে গেছিলাম মুক্তা; অথচ আমার ট্রাংকে এখনও সাড়ে চার হাজার চিঠি !!
দারুণ লিখেছ তুমি —– !
Sotti onek abegmoy akta chiti, taito barbar fire asi tumader kase.
বাব্বা কি আবেগ দিয়ে লেখা চিঠি ভাল লাগল
চিঠি সেতো হারিয়ে যাওয়া একটা বিষয়। আবেগ সেতো আমরা কবে হারিয়ে ফেলেছি।
আপনার লেখা চিঠি পড়লাম। ভালো লাগা রইল।
তুই আমাকে বলে ছিলি রাক্তের সম্পর্ক ছাড়া কি কেউ আপনা হতে পারে না?
রাক্তের ৄ রক্তের
বান্ধবীকে নিয়ে স্মৃতিচারণ, অপূর্ব লাগলো আপনার উপস্থাপনা, ধন্যবাদ আপু, ভালো থাকবেন।
বেনু ভাইয়ের সাথে সহমত