Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

একটি চিঠি-১

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ০৪/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 2129বার পড়া হয়েছে।

প্রিয় আন্তরিক , 
আমি কিছুতেই নিজেকে চিনতে পারি না । একটু কষ্ট হলেই কেবল হারিয়ে যাওয়ার ভয় এসে ভিড় করে । পাশের চেনারাই কেন জানি না খুব অচেনা হয়ে যায় অথবা আমি কাওকে চিনোতে চাই না । 
বিকেলগুলো এত মন খারাপ জুটিয়ে আনে যে মাথাটাই কাজ করে না । সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । মনে হয় আমার থাকাটাই কি এত বিড়ম্বনা । তবুও তোমাকে মনে পড়লেই অ-সুখের ঘরেও মালা গাঁথা শুরু , প্রাণের খুব ছটপটে অবসর শুরু হয় । মনে হয় আমি আছি বলেই না পৃথিবীর আশ্রয় আবেগতাড়িত । যতটুকু নিশ্বাস তাতেই পলকে পলকে কেবল প্রেম আর প্রেম ।
তাকেই আপ্রাণ ধরে নিতেই আমার অন্তরের এ প্রলাপ ।
ইতি
গোপলা

২,১৩০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৫০ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

১৬ টি মন্তব্য

  1. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    আমি কিছুতেই নিজেকে চিনতে পারি না । একটু কষ্ট হলেই কেবল হারিয়ে যাওয়ার ভয় এসে ভিড় করে । পাশের চেনারাই কেন জানি না খুব অচেনা হয়ে যায় অথবা আমি কাওকে চিনোতে চাই না ।
    বিকেলগুলো এত মন খারাপ জুটিয়ে আনে যে মাথাটাই কাজ করে না । সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । মনে হয় আমার থাকাটাই কি এত বিড়ম্বনা । তবুও তোমাকে মনে পড়লেই অ-সুখের ঘরেও মালা গাঁথা শুরু , প্রাণের খুব ছটপটে অবসর শুরু হয় । মনে হয় আমি আছি বলেই না পৃথিবীর আশ্রয় আবেগতাড়িত । যতটুকু নিশ্বাস তাতেই পলকে পলকে কেবল প্রেম আর প্রেম ।

    বাহ চমত্কার………………… আবেগময় চিঠি পড়লাম। অনেক ভাল লাগা রেবা দা। ভাল থাকবেন। শুভেচ্ছা রইল অনেক অনেক।

  2. সারমিন মুক্তা মন্তব্যে বলেছেন:

    আবেগী চিঠি আবেগী জীবন সব মিলে খুব ভাল হয়েছে৤ ধন্যবাদ লেখার জন্য

  3. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

    ভাবনার দারুন বহিঃপ্রকাশ

  4. মুহাম্মদ আনোয়ারুল হক খান মন্তব্যে বলেছেন:

    ভাল লিখেছেন। অনেক শুভেচ্ছা জানবেন।

  5. ছাইফুল হুদা ছিদ্দিকী মন্তব্যে বলেছেন:

    আপনার চিঠি পড়লাাম।এতো আবেগ কেন?

  6. ছাইফুল হুদা ছিদ্দিকী মন্তব্যে বলেছেন:

    যতটুকু নিশ্বাস তাতেই পলকে পলকে কেবল প্রেম আর প্রেম ।
    তাকেই আপ্রাণ ধরে নিতেই আমার অন্তরের এ প্রলাপ ।

    ভালো লাগা রইলো।ধন্যবাদ।

  7. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    আজকাল মানুষ আন্তরিক নয়, যান্ত্রিক।

  8. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল চিঠি খানি শুভকামনা

  9. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো
    পড়ে বেশ ভালো

    সুন্দর লিখণী

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top