Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

একটি রাত

লিখেছেন: এম এ সবুর | তারিখ: ২৯/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1660বার পড়া হয়েছে।

বিদঘুটে অন্ধকার সাথে বৃষ্টি,
রাখতেই হবে কথা তোমার!
অামি কাঁক ভেজা হয়ে এলাম
সে রাতে তোমার ঘরে।
তুমি মহা খুশি অামায় পেয়ে
অামার কাঁপছে বুক দুরু দুরু।
কত অায়োজন, কত খাবার
নিজ হাতে খাওয়ালে; পরম অাদরে।
তোমার স্পর্শে হারালাম নিজেকে,
তোমাতে অামি, অামাতে তুমি।
খানিক নিরব! কারো মুখে কথা নেই,
ক্লান্ত দেহটা লুটিয়েছিল তোমার কোলে।
তুমি বলেছিলে দুর্যোগের রাতে-
তুমি প্রমাণ করলে ভালোবাসো;
সত্যিই ভালোবাসো অামায়।
দিয়েছিলে কথা সে রাতে
জীবনে মরনে থাকবে পাশে,
সব মিথ্যে অাজ; তুমি নেই বলে।

১,৬২৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৬ টি
সর্বমোট মন্তব্য: ২৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১৭ ০২:৫৯:০৯ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    এম এ সবুর ভাই কিবিতা কিন্তু অনেক সুনদর হয়েছে, ধন্যনাদ ভাল থাকবেন ।

  2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    চমৎকার অসাধারণ প্রকাশ
    খুব ভাল লাগল ।

  3. এম এ সবুর মন্তব্যে বলেছেন:

    অশেষ ধন্যবাদ অাপনাদের সবাইকে।

  4. মুহাম্মদ দিদারুল আলম মন্তব্যে বলেছেন:

    ভালোবাসার কবিতা
    ভালোবাসার একটি রাত…।

  5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সব মিথ্যে অাজ; তুমি নেই বলে।

    মানুষ এমনই কথা দিয়ে কথা রাখে না ।

    কবিতা ভাল লাগল

  6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    khub valo laglo @@@@@@@ nice lekha @@@@@@@@ kobboo tay mough holam kobo @@@ shubo kamona railo @@

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top