Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

একটু হাসেন….

লিখেছেন: এই মেঘ এই রোদ্দুর | তারিখ: ০১/০২/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1767বার পড়া হয়েছে।

১।
দেশলাই

তিন অপরাধীকে পাঁচ বছরের জন্য কারাভোগের শাস্তি দেওয়া হয়েছে। বিচারক সদয় হয়ে তাদের একটা সুযোগ করে দিলেন। জেলখানায় সময় কাটানোর জন্য তারা চাইলে সঙ্গে কিছু নিতে পারবে। প্রথম অপরাধী সঙ্গে নিল একটা খাতা আর কলম। দ্বিতীয়জন সঙ্গে নিল একটা রেডিও। আর তৃতীয়জন নিল এক বাক্স সিগারেট।
পাঁচ বছর পর প্রথমজন যখন বেরিয়ে এল, তখন দেখা গেল, জেলখানায় তার সময় ভালোই কেটেছে। জেলের জীবন নিয়ে সে একটা উপন্যাস লিখে ফেলেছে। দ্বিতীয়জনও আছে বেশ ফুরফুরে মেজাজে। জেলখানায় গান শুনে তার চমৎকার সময় কেটেছে।
তৃতীয়জন বেরিয়ে এল বিধ্বস্ত অবস্থায়। চুল উসকোখুসকো, উন্মাদপ্রায় দশা। বাক্সভর্তি সিগারেট হাতে নিয়ে সে কাতরস্বরে বলল, ‘কারও কাছে একটা দেশলাই হবে?’

২।
জেলখানার খাবার খুবই জঘন্য

দুই কয়েদি পালিয়েছে জেল থেকে। আবার যখন তাদের আটক করা হলো, কারারক্ষক প্রশ্ন করলেন, ‘তোমরা জেল থেকে পালিয়েছিলে কেন?’
১ম কয়েদি: কারণ, জেলখানার খাবার খুবই জঘন্য। খাওয়া যায় না।
কারারক্ষক: কিন্তু তোমরা জেলের তালা ভাঙলে কী দিয়ে?
২য় কয়েদি: সকালের নাশতার রুটি দিয়ে!

৩।
সত্যিই মারা গেছি

জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে একবার রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের মহড়া চলছিল। নাটকে রঘুপতি সেজেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর, আর জয়সিংহের ভূমিকায় স্বয়ং রবীন্দ্রনাথ। একটা দৃশ্য ছিল এমন, জয়সিংহের মৃতদেহের ওপর আছড়ে পড়ে শোকবিহ্বল রঘুপতি।
দৃশ্যটার মহড়া চলছিল বারবার। দীনেন্দ্রনাথ বাবু ছিলেন কিছুটা স্থূলকায়। বারবার তাঁর ভার বহন করা কবিগুরুর জন্য কঠিন হয়ে পড়ছিল। একবার দীনেন্দ্রনাথ একটু বেকায়দায় রবিঠাকুরের ওপর আছড়ে পড়লেন। রবীন্দ্রনাথ কঁকিয়ে উঠে বললেন, ‘ওহে দিনু, মনে করিস নে আমি সত্যি সত্যিই মারা গেছি!’

৪।
আমরা চারজন ছিলাম

বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বলল এক কয়েদি, ‘হুজুর, আমাকে ব্যাংক ডাকাতির মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। অথচ আমি একেবারেই নিরপরাধ। আমাকে আপনি বাঁচান।’
সাক্ষী ব্যাংক কর্মকর্তা চিৎকার করে বললেন, ‘না হুজুর! পাঁচ ব্যাংক ডাকাতের মধ্যে এই লোকও ছিল। আমি নিশ্চিত।’
কয়েদি: অসম্ভব! এই লোকটা মিথ্যা বলছে হুজুর। আমরা চারজন ছিলাম!

৫।
ক্রেডিট কার্ডটা হারানো গেছে

জেলখানায় নতুন কয়েদি এসেছে। নতুন কয়েদির পরিচয় হলো এক পুরোনো, বৃদ্ধ কয়েদির সঙ্গে—
নতুন কয়েদি: আপনি কয় বছর ধরে আছেন?
পুরোনো কয়েদি: ১০ বছর।
নতুন কয়েদি: আহা! নিশ্চয়ই খুব কষ্ট হয় আপনার।
পুরোনো কয়েদি: বললে বিশ্বাস করবে না, আমি একদিন বিল গেটসের মতো জীবন যাপন করেছি। বিলাসবহুল হোটেলে থেকেছি, দামি খাবার খেয়েছি, বউকে দামি গয়না কিনে দিয়েছি…
নতুন কয়েদি: তারপর?
পুরোনো কয়েদি: তারপর একদিন, বিল গেটস থানায় অভিযোগ করলেন, তাঁর ক্রেডিট কার্ডটা হারানো গেছে!

কোতুকগুলো সংগৃহীত….

১,৭১৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি খুবই সাধারণ একজন মানুষ । জব করি বাংলাদেশ ব্যাংকে । নেটে আগমন ২০১০ সালে । তখন থেকেই বিশ্ব ঘুরে বেড়াই । যেন মনে হয় বিশ্ব আমার হাতের মুঠোয় । আমার দুই ছেলে তা-সীন+তা-মীম ==================== আমি আসলে লেখিকা নই, হতেও চাই না আমি জানি আমার লেখাগুলোও তেমন মানসম্মত না তবুও লিখে যাই শুধু সবার সাথে থাকার জন্য । আর আমার ভিতরে এত শব্দের ভান্ডারও নেই সহজ সরল ভাষায় দৈনন্দিন ঘটনা বা নিজের অনুভূতি অথবা কল্পনার জাল বুনে লিখে ফেলি যা তা । যা হয়ে যায় অকবিতা । তবুও আপনাদের ভাল লাগলে আমার কাছে এটা অনেক বড় পাওয়া । আমি মানুষ ভালবাসি । মানুষকে দেখে যাই । তাদের অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করি । সব কিছুতেই সুন্দর খুঁজি । ভয়ংকরে সুন্দর খুঁজি । পেয়েও যাই । আমি বৃষ্টি ভালবাসি.........প্রকৃতি ভালবাসি, গান শুনতে ভালবাসি........ ছবি তুলতে ভালবাসি........ ক্যামেরা অলটাইম সাথেই থাকে । ক্লিকাই ক্লিকাই ক্লিকাইয়া যাই যা দেখি বা যা সুন্দর লাগে আমার চোখে । কবিতা শুনতে দারুন লাগে........নদীর পাড়, সমুদ্রের ঢেউ (যদিও সমুদ্র দেখিনি), সবুজ..........প্রকৃতি, আমাকে অনেক টানে,,,,,,,,,আমি সব কিছুতেই সুন্দর খুজি.........পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করি, ভালবাসি । লিখি........লিখতেই থাকি লিখতেই থাকি কিন্তু কোন আগামাথা নাই..........সহজ শব্দে সব এলোমেলো লেখা..........আমি আউলা ঝাউলা আমার লেখাও আউলা ঝাউলা ...................... ======================== এটা হলো ফেইসবুকের কথা........ ========================== কেউ এড বা চ্যাট করার সময় ইনফো দেখে নিবেন এবং কথা বলবেন...........আর আইস্যাই খালাম্মা বলে ডাকবেন না । পোলার মা হইছি বইল্যা খালাম্মা নট এলাউড......... ================ এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনি রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে ======================= কিছু মুহূর্ত একটু ভালোবাসার স্পর্শ চিত্তে পিয়াসা জাগায় বারবার এই নিদারুণ হর্ষ ....... ছB ========================= এই হলাম আমি........ =================
সর্বমোট পোস্ট: ৬৩৯ টি
সর্বমোট মন্তব্য: ৯০০৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৫ ০৪:৫২:৪০ মিনিটে
banner

১০ টি মন্তব্য

  1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    ছোট ছোট গল্প গুলি ভালো লাগলো,
    তবে আপু আপনি কেমন আছেন?

  2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    ছোট ছোট
    ভালো লাগলো,

  3. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

    আশরাফুল ইসলাম দুর্জয়
    February 6 at 12:22pm · Edited ·
    প্রায় শুক্রবারেই আমরা চা খেতে জড়ো হই, আড্ডা দিই। এবং সে আড্ডার মূখ্যব্যক্তিত্ব Atm Mostafa Kamal ভাই। উনি এত এত পড়েন যে আমাদের হিংসা হয়, কিভাবে পারেন! সদাভাষী এই ব্যক্তিত্বের সামনাসামনি আলাপে মুগ্ধ হননি এমন লোক খুব কম আছে। ব্লগে অনেকদিন থেকে আছেন। বিভিন্ন সাহিত্য পত্রিকায় তার কবিতা-প্রবন্ধ-অনুবাদ দিয়ে পাঠকদের মুগ্ধ করে চলেছেন। এবারের বই মেলায় তার একটি কবিতার বই এসেছে ‘হৃদয়পুরে দেশান্তরী’। ছন্দভিত্তিক কবিতার যে আনন্দ, উপমার যে শৌকর্য তা বার বার প্রতিফলিত হয় তার কাব্যগ্রন্থটিতে। বইটি অনুপ্রাণন প্রকাশনার।
    কাব্যগ্রন্থঃ হৃদয়পুরে দেশান্তরী
    কবিঃ এ.টি.এম. মোস্তফা কামাল
    প্রকাশনাঃ অনুপ্রাণন
    পাওয়া যাচ্ছেঃ অনুপ্রাণন । স্টল নং- ৩৯৯ (সোহরাওয়ার্দী উদ্যান পার্শ্ব)
    বইমেলা মূল্যঃ ১১৫ টাকা
    প্রায় শুক্রবারেই আমরা চা খেতে জড়ো হই, আড্ডা দিই। এবং সে আড্ডার মূখ্যব্যক্তিত্ব Atm Mostafa Kamal ভাই। উনি এত এত পড়েন যে আমাদের হিংসা হয়, কিভাবে পারেন! সদাভাষী এই ব্যক্তিত্বের সামনাসামনি আলাপে মুগ্ধ হননি এমন লোক খুব কম আছে। ব্লগে অনেকদিন থেকে আছেন। বিভিন্ন সাহিত্য পত্রিকায় তার কবিতা-প্রবন্ধ-অনুবাদ দিয়ে পাঠকদের মুগ্ধ করে চলেছেন। এবারের বই মেলায় তার একটি কবিতার বই এসেছে ‘হৃদয়পুরে দেশান্তরী’। ছন্দভিত্তিক কবিতার যে আনন্দ, উপমার যে শৌকর্য তা বার বার প্রতিফলিত হয় তার কাব্যগ্রন্থটিতে। বইটি অনুপ্রাণন প্রকাশনার।

    কাব্যগ্রন্থঃ হৃদয়পুরে দেশান্তরী
    কবিঃ এ.টি.এম. মোস্তফা কামাল
    প্রকাশনাঃ অনুপ্রাণন
    পাওয়া যাচ্ছেঃ অনুপ্রাণন । স্টল নং- ৩৯৯ (সোহরাওয়ার্দী উদ্যান পার্শ্ব)
    বইমেলা মূল্যঃ ১১৫ টাকা

  4. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    ০২ এবং ০৫ নম্বর খুব ভালো লাগলো, ০১ নম্বরটিও ভালো তবে এটি আগেও শুনেছি …

  5. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

    congratulation . very very nice . khub valo laglo. anonda palam.

  6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    চমৎকার

    একটু কেনো বেশি করেই হাসলাম
    বেশ ভালো লাগলো
    শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top