Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

একাত্তরের বেয়াল্লিশ বছর

লিখেছেন: মনো জগৎ | তারিখ: ১৭/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1462বার পড়া হয়েছে।

শাবকের আর্তনাদে ঘটে চলে মরুভূমির মহতী বিস্তার,

ঘোলাজলে আছড়ে পড়ে ক্ষণে ক্ষণে আয়েশি হুঙ্কার,

ভুল করে মজা পেয়ে বার বার ভুল করে খেয়ালি সম্রাট,

লঙ্কার প্রজ্বলন হয়ে ওঠে সময়ের অনিবার্য নিষ্ঠুর দহন।

দাঁড়িশূন্য স্বপ্নের সড়কে তবুজেগে আছি বেয়াল্লিশ বছর____

যে রকম রাত জেগে বসে থাকে বেশরম প্রেমিক বিজন____

পাখিডাকা ভোর তুমি—
তুমি রাঙাভোর_________
এই দেখো এইখানে আছি আমি একাত্তরের বেয়াল্লিশ বছর।

১,৪১৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি অতি সাধারণ একজন মানুষ। সাদামাটা জীবনযাপন পছন্দ করি। নিজ কাজের প্রতি দায়বদ্ধ। লেখালেখি করি মনের তাড়না থেকে। পছন্দ করি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভালবাসি মা,মাটি ও মানুষকে। আমার দ্বারা কারো কোনো ক্ষতি হোক কখনোই তা কামনা করিনা। জীবনে চলার পথে সকল বাঁধা বিপত্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছি___ আমি এখনও পথ চেয়ে বসে আছি সেই মহান নেতার আশায়, যার আগমনে কলুষমুক্ত হবে আমার দেশ, আমার মাটি, আমার মা____
সর্বমোট পোস্ট: ২৩ টি
সর্বমোট মন্তব্য: ৩৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৯-১১ ১০:২১:৩২ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    Bhalo Smriti charon
    bhalo laglo

  2. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

    কেও কথা রাখে নি ৪২ টা বছর কেটে গেল —- এমন মনে হয়।

  3. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    কেউ কথা দিয়ে কথা ৱাখলোনা

  4. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    যেদিন আংগুল কেটে তোমাৱ কপালে সিঁদুৱ লাগাবো সেই দিন বোঝবে

  5. আজিম মন্তব্যে বলেছেন:

    আপনার চিন্তা-ভাবনা খুব ভাল লাগলো। আসলেই আমরা অপেক্ষায় আছি বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমদের মতো নেতার।

    “এই দেখো এইখানে আছি আমি একাত্তরের বেয়াল্লিশ বছর।”

    আসলেই।

    অনেক ধন্যবাদ।

  6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    নাইস লিখা……….
    দারুন কাব্যতা ….মুগ্ধতা জানুয়ে গেলাম
    শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top