Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

একুশের তপু

লিখেছেন: ঘাস ফড়িং | তারিখ: ২০/০২/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1829বার পড়া হয়েছে।

অন্ধ ছেলে, বোকা ছেলে।
নেমে এলো রাস্তায়।
পেছন ফের রেণু ডাকে,
ওগো যেওনা,ফিরে এসো,
মা ডাকে আয় খোকা ঘরে আয়।

রাহাত, জহীর, তপু আর সমুদ্র গভীর জনতা,
নেমে এলো রাজপথে,
মায়ের ভাষা আন্দোলনে,
চল শ্লোগান দেই-
রাষ্ট্র ভাষা বাংলা চাই।
রাষ্ট্র ভাষা বাংলা চাই।

হাতে ছিল মস্ত প্ল্যাকার্ড,
লাল কালিতে লেখা ছিল,
রাষ্ট ভাষা বাংলা চাই
বাংলা ছারা কথা নাই।

হাইকোর্টের মোড়ে পৌঁছাতেই,
অকস্মাৎ চিৎকার করলো লোকসব।
হটাত মরনাস্ত্রের শব্দ,
পালিয়ে গেল কিছু লোক।

পেছন ফের মিলেটারি দেখে,
বুঝে উঠলনা কিছু।
বাঙালা মায়ের সন্তান তপু,
প্রাণ গেলে যাউক,
মাথা করবেনা নিচু।
হটাত করে প্ল্যাকার্ড সহ,
মাটিতে লুটিয়ে পড়লো তপু।

১,৭৯২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
I'm one of between you and he.
সর্বমোট পোস্ট: ১১৯ টি
সর্বমোট মন্তব্য: ৯৬৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২৮ ১৩:১৯:৫৬ মিনিটে
banner

৭ টি মন্তব্য

  1. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    চরিত্রগুলো কি ইতিহাসের না আপনার কবিতায় এমনিই এনেছেন?

  2. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    একাদশ -দ্বাদশ শ্রেণীর বাংলা বইয়ে দেয়া একুশের গল্প অবলম্বনে

  3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    বাহ ভাল লাগল

  4. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো ভাষা ভাবনার লেখা

  5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সুন্দর লেখা শুভকামনা কবি

  6. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    সবাইকে অসংক্ষ ধন্যবাদ

  7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ভাবনা ভালো বেশ সুন্দর

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top