নোটিশ
এখানে এখন
এই লেখাটি ইতিমধ্যে 1538বার পড়া হয়েছে।
এখানে কচি ডগা গুলো ঝরে পড়ে, পাতা গজানোর আগে
এখন গোধূলি আসে তিমির অন্ধকারে!
এখানে ক্ষমতার গঠন রক্ত মাখা
এখন শ্রমিকের পায়ে শিকল বাঁধা।
এখানে ধর্মের কথা বলে পোয়াতি হয় অবুঝ মেয়ে
এখন পোয়াতির নাড়ি চীর্ণ হয় সমাজ-সংস্কারে।
এখানে লাঙ্গলের চাষ হয় অনাহারীর বুকে
এখন চাষী আত্ত-হত্যা করে মহাজনী সুদে।
এখানে বন্ধী সুশিক্ষিত সমাজ
এখন খোলা উন্মার্গ।
এখানে বাধিত জনতার মুক্ত আদালত
এখন রায় হয় ক্ষমতার বদল।
১,৫১২ বার পড়া হয়েছে
এখানে এখন এমনই হয়
ভাবনা ভাল বাট ছন্দময় হলে আরো ভালো লাগতো
সুন্দর হয়েছে
ভাল লাগল কবিতা