Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

এ কোন সভ্যতা ?

লিখেছেন: টি. আই. সরকার (তৌহিদ) | তারিখ: ২৩/০৩/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1714বার পড়া হয়েছে।

নব্য তারা, সভ্য তারা

শুনছি দিনে-রাতে,

পাই না খুঁজে সভ্যতা যে

ব্যবহারের সাথে !

 

গুরুজনের ভক্তি ছেড়ে

ইচ্ছেমতন চলে,

শক্তিতে সব যাচ্ছে করে

উগ্র মেজাজ মেলে !

 

অর্ধ নগ্ন পোশাক পরে

উল্টো কেটে চুল,

খুঁজে ফেরে পথের মাঝে

তাজা গোলাপ ফুল !

 

ছেলের জামা মেয়ের দেহে

গহনা পরে ছেলে !

আধুনিকতা হয় না পাওয়া

পার্টিতে না গেলে !

 

তামাক-গাঁজা, সিগারেটে

স্মার্ট ভাব জাগে,

প্রেমিক নামে তারাই নাকি

চয়েজ সবার আগে !

 

পাঁচটা ছেলে পেছন নিলে

মেয়ের ভীষণ ভাব,

দশটা মেয়ে না পটালে

ছেলের নয় স্বভাব !

 

বয়স হলে বাবা-মা আর

নয়তো ঘরের শোভা,

বৃদ্ধাশ্রমেই ঠিকানা তাদের

দুঃখ-সুখের প্রভা !

 

এই কি করে সভ্যতা হয়-

নব্যতারই সুরে ?

সৌজন্যতা আর ভদ্রতা যেথা

যাচ্ছে ক্রমেই দূরে !

 

এতো সভ্যতা নয়- অভদ্রতা

বুঝলে নব্য ভালো,

নয়তো যাবে সমাজ-সংস্কৃতিও

বাড়বে আঁধার কালো !

১,৬৮৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
কবিতার প্রতি ভালোলাগা থেকেই আমার লিখার হাতেখড়ি । কবিতার ছন্দ আমাকে ভীষণ টানে । আর তাই কবিতা পড়া কিংবা লিখায় ছন্দ খুঁজে ফিরি প্রতিনিয়ত । সে কারণেই কি না আহসান হাবীব, জীবনানন্দ কিংবা জসীম উদ্দিনের মতো কবিদের লিখা আমাকে একটু বেশিই টানে ! বিরহের কবিতাও ভীষণ ভালো লাগে । লিখাটা অবশ্য আমার শখের একটা অংশ । লিখায় আমি যে খুব একটা পারদর্শী নই সেটা কেউ সরাসরি না বললেও বুঝতে পারি । তাছাড়া আমার শব্দভাণ্ডার কতটা সীমিত তা আমার লিখা পড়লে যে কেউ বুঝতে পারবেন । তবুও নিজের মনের ক্ষুধা নিবারণ করতে লিখে যাই । লিখতে ভালো লাগে । খুব কঠিন করে লিখতে পারিনা । অবশ্য সেরকম চেষ্টাও যে খুব একটা করা হয় তেমনটাও নয় ! অনলাইন ব্লগে লিখায় হাতেখড়ি এই (২০১৫ সাল) ফেব্রুয়ারিতে, নক্ষত্র ব্লগে । (২০১৫ সাল) মার্চে যুক্ত হলাম চলন্তিকায় । অবশ্য ফেসবুকে বছর দুয়েক আগে থেকেই মাঝে-মধ্যে লিখা হয়েছে । বলতে পারেন নগণ্য এক লেখক আমি- যে কি না শুধু নিজের মনের আনন্দের জন্যই লিখে । আর তাই এখনো (০৮-০৩-২০১৫) পর্যন্ত কোন প্রিন্ট মিডিয়াতে আমার লিখা জমা দেইনি কিংবা দেবার চেষ্টাও করিনি । স্বাভাবিকভাবেই, আমার কোন লিখা কোন প্রিন্ট মিডিয়াতে আজ পর্যন্ত ছাপার অক্ষরে মুদ্রিত হবার সুযোগ পায়নি । ইদানিং অবশ্য এ (প্রিন্ট মিডিয়া) ব্যাপারে একটু আগ্রহ জন্মেছে । সম্ভবত নবম শ্রেনিতে প্রথম কবিতা লিখি । এক বড় ভাই দেখে বলল, "তুমি তো খুব ভালো লিখ । তোমার কবিতাটা দিও ! আমি কম্পিউটারে কম্পোজ করে দেব ।" ছাপার অক্ষরে লিখা হবে আমার কবিতা... ভাবতেই আনন্দ লাগছিল ! সেই থেকে মূলত কাগজ-কলমের সাথে যোগাযোগ । নিয়মিত লিখা হয়নি কখনোই । তবে মাঝে-মধ্যে কিছু ভাবনা মনে এমনভাবে উথালপাতাল শুরু করে যে না লিখা পর্যন্ত মনে শান্তি আসে না । না চাইলেও তাই মাঝে মাঝে লিখতেই হয় । ইদানিং অবশ্য কিছুটা সময় দিচ্ছি এক্ষেত্রে । তবুও সেটা মনের ভাবকে গুছিয়ে তোলার জন্য যথেষ্ট নয় । লিখার ব্যাপারে কবি নজরুলের একটি কথা ভীষণ প্রিয় আমার -"বনের পাখির মতো স্বভাব আমার- কারো ভালো লাগলেও গাই, না লাগলেও গাই !" কবিতা লিখার পাশাপাশি খেলাধুলা করা, খেলা দেখা, পত্রিকা পড়া, টিভি দেখা এমনকি ছোটদের সাথে সময় কাটানোও আমার অন্যতম শখ । তবে সবচেয়ে বড় শখ ভ্রমণ । প্রত্যন্ত গ্রামাঞ্চলের খুব সাধারণ এক পরিবারের ছেলে আমি । ব্যক্তি হিসেবেও খুব সাধারণ । হিসাববিজ্ঞানে মাস্টার্স (২০১২) শেষ করে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করছি । জীবনে তেমন কোন উচ্চাশা নেই । সবাইকে নিয়ে একটু ভালো থাকা... এই তো চাওয়া !
সর্বমোট পোস্ট: ১১৩ টি
সর্বমোট মন্তব্য: ১৯০০ টি
নিবন্ধন করেছেন: ২০১৫-০৩-০৮ ০৩:০৩:৫৯ মিনিটে
banner

১৪ টি মন্তব্য

  1. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

    ছড়াটি বাস্তবতাকে খুব সুন্দর করে তুলে ধরেছেন । ছড়াটি পড়তেও খুব মজা লাগছিলো । ভালো লেগেছে আপনার ছড়া । শুভেৃচ্ছা রইলো ।

  2. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    আপনি সবসময়ই উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে যান সবার জন্যে ! আপনার অনুভূতির প্রকাশটাও সবসময়ই দারুণ । ভালো লাগলো অনুভূতি জেনে ।

  3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    বাস্তবতাকে বেশ ভালো ভাবে উপস্থাপন করেছন কবি
    দারুন ভালো লাগলো

    শুভ কামণা রইল
    ভালো থাকুন সব সময় ……..

    • টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

      চমৎকার বলার মাধ্যমে রেখে গেছেন অবারিত ভালোবাসা ।
      দারুণ অনুভূতি জাগল আপনার মন্তব্যে ।
      শুভ কামনা ।

  4. সেতারা ইয়াসমিন হ্যাপি মন্তব্যে বলেছেন:

    আমি প্রথম পড়লাম আপনার লেখা…চমৎকার রুচিশীল ভাবনার সুন্দর বহিঃপ্রকাশ। এ যেন প্রতিটা সভ্য মানুষের মনের গহীনের না বলা কথার পংক্তিমালা…!
    সবার শুভবোধদয় হোক…!

    • টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

      প্রথম পড়েছেন জেনে ভালো লাগলো । সাথে প্রথমবারেই যে চমৎকার অনুভূতি রেখে গেলেন তা অবশ্যই আমার মতো পার্টটাইম কবির সৌভাগ্য !
      পাশেই চাই সবসময় । শুভ কামনা আপু ।

  5. সুমন সাহা মন্তব্যে বলেছেন:

    খুব ভালো লাগলো এই লেখাটিও।

    আপনার ভাবনা আর লেখার থিমগুলো সবসময়ই ভালো। লেখেনও খুব উপলব্ধিতে জড়িয়ে। এজন্যই সবাই এত চমৎকৃত হয়।

    সাথে আছি। সবসময়।

    শুভেচ্ছা জানবেন।

    ভালো থাকবেন।

  6. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    আপনি সবসময় অন্যরকম একটা অনুভূতি রেখে যান । ভিন্নমাত্রায় উদ্বুদ্ধ করার দারুণ এক ক্ষমতা আছে আপনার । মাঝে মাঝে ভালোবাসার টানে একটু বাড়িয়েও বলেন হয়তো !
    চমৎকার অনুভূতি রেখে গেলেন বলে ধন্যবাদ ।
    সাথে আছেন, সাথেই থাকুন ।
    শুভ কামনা প্রিয় ।

  7. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    “এতো সভ্যতা নয়- অভদ্রতা
    বুঝলে নব্য ভালো,
    নয়তো যাবে সমাজ-সংস্কৃতিও
    বাড়বে আঁধার কালো!”
    নব প্রজন্মে আধুনিকতা থাকবে বৈকি কিন্তু আধুনিকতার নামে বৈসাদৃশ্য আচরণ মোটেও কাম্য নয়।
    ভাল লেগেছে কবিতা। কবিকে শুভেচ্ছা জানাই।

    • টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

      আধুনিকতা মানেই অভদ্রতা আর অশ্লীলতা নয় । আধুনিক হওয়া চাই চিন্তায়-চেতনায় ।
      সুন্দর মতামত জানিয়ে ভালোলাগা রেখে যাওয়ায় ভালো লেগেছে খুব ।
      ভালো থাকুন ভাইয়া ।

  8. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

    আধুনিকতার নামে অসভ্য হয়ে যাওয়া চলবে না। ধর্মীয় আদর্শ মনের মাঝে বিস্তার লাভ না করার ফলে এতো নিম্ন মানসিকতার ছেলেমেয়েতে সমাজ ভরে যাচ্ছে।

    • টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

      হে, “ধর্মীয় অনুভূতি জাগ্রত হোক প্রতিটি হৃদয়ে” এই সমাজের মধ্যে এটা খুব বেশি প্রয়োজন । তাতে অনেক সাধারণ সামাজিক সমস্যা এমনিই অনেক কমে আসবে । সুন্দর মতামত রেখে যাওয়ায় আপ্লুত হলাম সুমন ভাই ।

  9. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    আল্লাহ আমাদের হেদায়ত করুন

    সুন্দর হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top