ওরা আড়াল খোঁজে
এই লেখাটি ইতিমধ্যে 1780বার পড়া হয়েছে।
ওরা আড়াল খোঁজে
শহর ছেড়ে শহরতলীর দিকে
চলে যায় আড়াল খুঁজতে,
কিছু বন-গাছপালা, আধছেঁরা পাতারা;
ওদেরকে তবু পূর্ণ আড়াল দিকে পারে না।
ওরা একসাথে সিনেমা হলের-
অন্ধকারেও আড়াল খোঁজে,
পর্দার আবছায়া আলো;
তবু ওদের পূর্ণ আড়াল দ্যায়নি কখনো
আমি দেখেছি।
অবশেষে ওরা এক একটা পেইন্টিং হয়ে ঝুলে গেছে!
কফিশপেও ওরা খুঁজেছে আড়াল,
ভারি ভারি পর্দার ভেতরে;
নেটের ছিদ্র পেরিয়ে তবু পৌছেছে আলো
পূর্ণ আড়াল তবুও মেলেনি ওদের।
কিম্বা ওখানে বসেই ধোঁয়া ওঠা কফির মগে;
ওদের জোড়া ঠোঁটও আড়াল খুঁজলো
ওরা ভাবতো ওটা আড়ালই ছিলো,
কিন্তু সেও দিনের আলোর মতোই
আড়াল ছিলো যে!
আড়াল খুঁজতে গিয়ে ওরা’
চওড়া পেড়ে তাঁতের শাড়িটাও
মেলে ধরেছিলো,
কিম্বা শুধু আঁচলটুকুই
তবু আলগোছে সরে গেছিলো সেও-
বাতাসে বাতাসে।
কখন কতটা আড়াল বুকে জমা ছিলো;
জানেনা বিকাল, জানেনা সন্ধ্যা,
তবু দুপুরেরা একে অপরের হাতে হাত রেখে;
খাবারের টেবিলেও আড়াল হতে চেয়েছিলো।
তবুও আঁচল পড়ে গিয়ে, ঘামে ভেজা শরীরে,
ব্লাউজের বগলে,
তৃষ্ণারা আড়াল হতে গিয়ে
শুকনো শুকনো বদনে,
আড়াল ভুলে গিয়েছিলো ঠিক
আমি দেখেছি।
ওরা তবু আড়াল খোঁজে;
এ অস্তগামী নীলচে প্রান্তরে
ওরা তবু জানেনা;
আড়াল নিজেও জানেনা
আড়ালের আড়ালে আসলে কি হয়,
আবার ওরা হয়তো ভাবে
ওরাই শুধু জানে;
আড়ালের আড়ালে আসলে কি ঘটে যায়!
১,৭৮০ বার পড়া হয়েছে
সবাই আড়াল খোঁজে।
সুন্দর কবিতা হয়েছে। অভিনন্দন কবি –
শুভেচ্ছা জানবেন অনেক অনেক সুপ্রিয়।
ভালো থাকবেন। সবসময়।
দিন বদলের পালাতে সব কিছুই এখন এত বেশি খুল্লাম খুল্লা তাই বেশির ভাগ আর আড়াল খোঁজে না । আড়ালের প্রয়োজনীয়তা আর আবেদন দুটোই কমে এসেছে তারপরও কোন কোন কাব্যিক মন হয়ত আড়াল খোঁজে 🙂
কোন কোন কাব্যিক মন আড়াল খোঁজে…… হা হা হা হা। ইশারাটা কিন্তু দারুণ। যাই হোক মজা করলাম। 🙂
অনেক ভালোলাগা মন্তব্যে। সবসময়ের ভালোলাগা।
শুভেচ্ছা জানবেন।
নাইস কাব্যতায় মুগ্ধতা
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ভালো লাগলো কবি
শুভেচ্ছা জানবেন সবুজ ভাই।
ভালো থাকবেন। সবসময়।
সুন্দর কবিতা হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ দাদা।
শুভেচ্ছা রইলো।
কবিতা পড়ে পড়ে তো আমারও আড়াল খুঁজতে ইচ্ছে করছে ! খুঁজব নাকি প্রিয় ?
খুব ভালো লাগলো কবিতা । ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে ।
শুভেচ্ছা জানবেন।
ভালো থাকবেন। সবসময়।