নোটিশ
কখন জানি ভোর হল
এই লেখাটি ইতিমধ্যে 1478বার পড়া হয়েছে।
কখন জানি ভোর হল
কখন হল আধার
কেমন করে নিভে গেল
নয়ন মণি আমার।
কখন হল তোমার দেখা
কখন গেলে চলে
কেমন করে গেলে তুমি
হৃদয় আধার করে।
লাল টুক টুক শাড়ি পড়ে
দাড়িয়ে গেলে হঠাৎ করে,
কী জানি কেন তাকিয়েছিলাম
হৃদয়টারে খুলেছিলাম,
কী জানি ভেবে?
এখন তোমার হাসার সময়
এখন তুমি হাস
এখন আমি কাঁদব শুধু
দেখবে যদি আস।
১,৪৫১ বার পড়া হয়েছে
কখন জানি ভোর হল
কখন হল আধার
কেমন করে নিভে গেল
নয়ন মণি আমার।+++ বেশ ব্যস্ত । নিজের জন্য সময় নাই । যখন সময়
শুভেচ্ছা
সুন্দর কবিতা
আশাবাদী
ভাল লাগল
সহজ শব্দের কথা কাকলিতে মন ছুঁয়েছে কবি!!
রসাত্মক বর্ণনা ও ছন্দ বিন্যাস ভাল লেগেছে ভাই।
ধন্যবাদ সবাইকে
সুন্দর লিখা র কবিতা
ভালো হইছে