Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কবি

লিখেছেন: ফাগুন আইভী | তারিখ: ০৯/০৩/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 2074বার পড়া হয়েছে।

আবেগের ঘনঘটায় আপ্লুত হয়ে উঠি;

তবে সেটা একমুহূর্তই!

এরপর যখন হিংস্র বাস্তবতা সামনে এসে দাঁড়ায়-

কুলকুল করে ঘামতে থাকি।

তার কয়েক মুহূর্ত পরেই-

আবার শুরু হয় অনাগতের যন্ত্রনা!

কপালে ঈষৎ ভাজ পড়ে অন্তঃসত্ত্বার!

 

কতবার ভাবি এটাই শেষ-

তবু নবজাতকের কান্না থামেনা ঘরে।

কর্মচান্ঞ্চল্যের ভীড়ে-

কখনো সখনো বিলীন হয়ে যায় আমার অনাগতরা।

কখনো ক্ষোভে ছুঁড়ে ফেলি ডায়েরী!

ধূলো-মাকড়সা ঝেড়ে,

সেই সূতিকাঘরেই আবার জন্ম নেয়-

আমার নতুন সন্তান;

একটা অনাকাঙ্খিত কবিতা!

নির্মম জগতের মাঝেও-

আমি যে দুর্বল;

এক স্বভাব কবি!

২,০৪৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
জন্মেছিলাম নদীবেষ্টিত পটুয়াখালী তে,জন্মস্থান বলেই কিনা জানিনা -বাংলাদেশের যেকোন জায়গা থেকে এরপ্রতি টানটা আমার অনেক বেশি। সাড়ে চারবছর বয়সে চলে আসি ফরিদপুর,ঢাকা তে। পরিবার এবং প্রকৃতি পরিবেশের সাথে দ্বন্দ্বময় জীবন কাটিয়ে চলছি আজীবন! পুরো শিক্ষাজীবন কাটছে ফরিদপুরেই। বর্তমানে পড়াশোনা করছি চিকিৎসা বিজ্ঞান নিয়ে, MBBS 4th year এর স্টুডেন্ট। তা বলে কখনো বলিনা, আমি ভবিষ্যৎ ডাক্তার। কেউ জিজ্ঞেস করলে বলি-মানুষের মেকানিক হচ্ছি! কেউ কেউ প্রথম পরিচয়ে ভ্যাবাচেকা খেয়ে যায় তাই! ভবিষ্যৎ প্রফেশন ডাক্তারি হলেও প্যাশন সম্পূর্ণ ভিন্ন দিকে! ভালোবাসি পড়তে, লেখালেখি, গান,ছবি ....... কিংবা এভাবেও বলা যায়,ভালোবাসি বই,কলম,গিটার আর ক্যামেরা! বলা যায়না ভবিষ্যৎ -এ গলায় স্টেথোস্কোপ ঝুলিয়েই ফিল্ম ডিরেক্ট করতে নেমে যেতে পারি! লেখালেখি সম্পর্কে বলতে গেলে- প্রকাশিত একক বই দুইটি - ১। নিঃসঙ্গতা (উপন্যাস /2009) ২। কড়ে আঙুল (ভৌতিক গল্পগুচ্ছ /2010) সাতবছর বয়সে প্রথম একটা কবিতা লিখেছিলাম নানাভাইকে (লেট) তার চিঠির উত্তর দিতে গিয়ে! তার উৎসাহতেই নিজের ভেতর থেকে টেনে বাইরে এনেছিলাম আমার এই জন্মগত প্রতিভা! পনের বছর বয়সে একটা কবিতা কম্পিশনে অংশ নেই,সারা বাংলাদেশের আট হাজারেরও বেশি মানুষ অংশ নেয় তাতে, সিলেক্টেড সাড়ে তিনশ কবিতার একটা সংকলনে স্থান পায় অতি নগন্য এই পঞ্চদশী কবির কবিতা! চৌদ্দ বছর বয়সে লিখে ফেলেছিলাম আস্ত একটা উপন্যাস! 2009 সালের বইমেলায় সেটা প্রকাশিত হয়। তারপরের বছর প্রকাশ পায়-কড়ে আঙুল বইটা। স্থানীয় পত্রিকায় বেশিকিছু লেখা ছাপা হয়েছে। আর লিখছি বিভিন্ন ব্লগে। লিখছি শুধু .....গুটি গুটি পায়ে....লিখে যাচ্ছি .......
সর্বমোট পোস্ট: ১২ টি
সর্বমোট মন্তব্য: ১২৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৫-০৩-০৮ ০২:৫৭:৪৮ মিনিটে
Visit ফাগুন আইভী Website.
banner

১৮ টি মন্তব্য

  1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    বেশ কাব্যিক
    খুব ভাল লাগল

  2. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

    ভাল লাগা জানবেন কবি।

  3. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো মানুষ কবির লেখা …

  4. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

    কবিতার ভ্রূণ থেকে নবজাতক হওয়ার বর্ননামূলক কবিতাটি ভালো লাগলো

  5. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    Excellent kobi,
    Thanks.

  6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    কবিকে শুভেচ্ছা

    খুব সুন্দর লিখনি

  7. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

    মনের মাঝে কোনরকম হাতাসার জন্ম না দিয়ে লিখে যান । ভালো লাগলো আপনার কবিতা ।

  8. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    “নির্মম জগতের মাঝেও-
    আমি যে দুর্বল;
    এক স্বভাব কবি!”
    আপনার সত্ত্বাই বলে দেয় – আপনি স্বভাব কবি।
    আমিও আপনার মতই নতুন। এই পাতায় মানসম্মত লেখার খুবই অভাব দেখছি!
    আশ করতে পারি আপনি আমাদের সেই ঘাটতি খানিক পূরণ করবেন।
    ভাল থাকুন শুভেচ্ছা নিন।
    >> ভাঁজ, যন্ত্রণা, (এক মুহূর্তই)

  9. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

    স্বভাব কবি আপনাকে আমাদের ভুবনে আমন্ত্রণ।

  10. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    কাব্য প্রসবের যন্ত্রণা বেশ ভাল লাগল।
    বানান: ভাজ>ভাঁজ
    আর ‘কুলকুল’ শব্দটি ‘কল কল’ হলে কেমন হয় কবি?

  11. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    বেশ কাব্যিক লিখণি
    কিছু বানান দেখে নিন
    মুগ্ধকর

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top