Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কালোর সাথে পেতেছি মিতালী…..

লিখেছেন: এই মেঘ এই রোদ্দুর | তারিখ: ১৫/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1662বার পড়া হয়েছে।

আমি আলোর যাত্রী নই
অধিক আলোর ঝলকানি চোখ ধাঁধিয়ে দেয়,
চারপাশ আঁধারে ছেয়ে যায়;
বহু বছর আলোর সাথী হয়ে ছিলাম
আলোর নাচনে আমিও নেচেছি হরদম;
আলো আমায় পথ দেখিয়ে আসছে;
অন্ধ হয়ে ছুটেছি পিছু পিছু….
একই আলোয় তোমায় দেখেছিলাম
আলো হয়ে পাশে থাকবে বলেছিলে;
তাই আমিও আলোকেই ভালবেসেছি প্রতিনিয়ত।

সকালের মিষ্টি রোদের আভাকে মাথায় নিয়ে
শিউলি ঝরা পথে পথ চলে,কখনো..
মধ্য দুপুরের ঝাঁ ঝাঁ রোদ্দুর
উপেক্ষা করে কৃষ্ণচূড়ার ছায়ায় অথবা
বিকেলের এলোমেলো হাওয়া আর
নিস্তেজ রোদ্দুরে সবুজ ঘাসে বসে
আমি ছিলাম তোমার অপেক্ষায়;
দিবাকর পশ্চিমে হেলে গিয়ে
গোধূলী বেলা ডেকে আনে ধীরে ধীরে,
দিনের দীপ্তি মিশে যায় তিমিরে;
হতাশা মিলায় যেয়ে শুন্যে,
তুমি আস নি;হয়তো আসবেও না,
নিরালোকে একা আমি;
তিয়াসিত মনে তখন নির্বর্ষা….
নিষ্প্রদীপ জীবন বাড়ায় আকিঞ্চন।

তুমি এসেছিলে জীবনে আলোর যাত্রী হয়ে….
হারায়ে গেলে সে কোন আঁধারে
বুঝতে যে পারিনি;আলো নয় কালোও হয় বন্ধু কারো।
আলো পেড়িয়েই যেতে হয় আঁধারে
ডুবতে হয় আঁধারে,ভাসতে হয় কালোয়।
কালো হলো বন্ধু আমার,
অমাবস্যা নামে পূর্ণিমায়…
নিকষ কালোয় আমি শুনি নিশির পাতা ঝরার মর্মর ধ্বনি,
নষ্টকলের টিপ টিপ পানি পড়া
আর দেয়াল ঘড়ির টিক টিক শব্দ
এরা আমার বন্ধু হয়;
আমার সুরে সুর মিলায়…
কালোর সাথে গড়েছি মিতালি,

আলো নয় আর,হয়েছি কালোর যাত্রী;
এখনো অপেক্ষায় আছি তোমার,
তবে আলোতে নয়;নিরালোকে এসো;
একশ দুইটি কালো গোলাপ হাতে নিয়ে,
দেখ,আমি ঠিকই চিনে নেব তোমায়;
ধরে নিব হাত শক্ত করে;
হারিয়ে যেতে দিব না তোমায় আর আলোতে…..
কি আসবে তো?
=====================
এই লেখাটা পিচ্চি ভাইয়া ঘাস ফড়িংয়ের জন্য….. ওর অনুরোধ রক্ষার্থেই লেখা……

নেট কালেকটেড ছবি

১,৬৪২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি খুবই সাধারণ একজন মানুষ । জব করি বাংলাদেশ ব্যাংকে । নেটে আগমন ২০১০ সালে । তখন থেকেই বিশ্ব ঘুরে বেড়াই । যেন মনে হয় বিশ্ব আমার হাতের মুঠোয় । আমার দুই ছেলে তা-সীন+তা-মীম ==================== আমি আসলে লেখিকা নই, হতেও চাই না আমি জানি আমার লেখাগুলোও তেমন মানসম্মত না তবুও লিখে যাই শুধু সবার সাথে থাকার জন্য । আর আমার ভিতরে এত শব্দের ভান্ডারও নেই সহজ সরল ভাষায় দৈনন্দিন ঘটনা বা নিজের অনুভূতি অথবা কল্পনার জাল বুনে লিখে ফেলি যা তা । যা হয়ে যায় অকবিতা । তবুও আপনাদের ভাল লাগলে আমার কাছে এটা অনেক বড় পাওয়া । আমি মানুষ ভালবাসি । মানুষকে দেখে যাই । তাদের অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করি । সব কিছুতেই সুন্দর খুঁজি । ভয়ংকরে সুন্দর খুঁজি । পেয়েও যাই । আমি বৃষ্টি ভালবাসি.........প্রকৃতি ভালবাসি, গান শুনতে ভালবাসি........ ছবি তুলতে ভালবাসি........ ক্যামেরা অলটাইম সাথেই থাকে । ক্লিকাই ক্লিকাই ক্লিকাইয়া যাই যা দেখি বা যা সুন্দর লাগে আমার চোখে । কবিতা শুনতে দারুন লাগে........নদীর পাড়, সমুদ্রের ঢেউ (যদিও সমুদ্র দেখিনি), সবুজ..........প্রকৃতি, আমাকে অনেক টানে,,,,,,,,,আমি সব কিছুতেই সুন্দর খুজি.........পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করি, ভালবাসি । লিখি........লিখতেই থাকি লিখতেই থাকি কিন্তু কোন আগামাথা নাই..........সহজ শব্দে সব এলোমেলো লেখা..........আমি আউলা ঝাউলা আমার লেখাও আউলা ঝাউলা ...................... ======================== এটা হলো ফেইসবুকের কথা........ ========================== কেউ এড বা চ্যাট করার সময় ইনফো দেখে নিবেন এবং কথা বলবেন...........আর আইস্যাই খালাম্মা বলে ডাকবেন না । পোলার মা হইছি বইল্যা খালাম্মা নট এলাউড......... ================ এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনি রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে ======================= কিছু মুহূর্ত একটু ভালোবাসার স্পর্শ চিত্তে পিয়াসা জাগায় বারবার এই নিদারুণ হর্ষ ....... ছB ========================= এই হলাম আমি........ =================
সর্বমোট পোস্ট: ৬৩৯ টি
সর্বমোট মন্তব্য: ৯০০৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৫ ০৪:৫২:৪০ মিনিটে
banner

১৪ টি মন্তব্য

  1. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ১০২টি কালো গোলাম

    একটু বেশ হল ণা

    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,> <
    সো নাইস
    ভালো লাগল অনেক

  2. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ১০২টি কালো গোলাপ

    এতো কেনো

    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,> গোলাপ বলেছি

  3. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    “আলো নয় কালোও হয় বন্ধু কারো”
    ভাল লেগেছে কবি।
    শুভেচ্ছা জানবেন।

  4. মাজেদ হোসেইন মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল আপু শুভেচ্ছা নিন।

  5. দ্বীপ সরকার মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো।

  6. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    সুন্দর লেখা
    তার সাথে ছবিও

  7. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    আলো নয় আর,হয়েছি কালোর যাত্রী;
    এখনো অপেক্ষায় আছি তোমার,
    তবে আলোতে নয়;নিরালোকে এসো;
    একশ দুইটি কালো গোলাপ হাতে নিয়ে,
    দেখ,আমি ঠিকই চিনে নেব তোমায়;
    ধরে নিব হাত শক্ত করে;
    হারিয়ে যেতে দিব না তোমায় আর আলোতে…..
    কি আসবে তো?

    এসে গেলাম ! আলো নয়, কালোও যে মাঝে মাঝে আরাধ্য হতে পারে কবিতা কি তাই বলে গেল ? খুব সুন্দর আপু । অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top