Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কিশোরী

লিখেছেন: এম এ সবুর | তারিখ: ০৩/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1363বার পড়া হয়েছে।

ঘুমন্ত হৃদয় জাগিয়ে দিলে
রুপের ঝলকে,
প্রেমের অাকাশে উড়ালে ঘুড়ি
এক নিমিষে।
স্বপিল ভালোবাসা তোমার তরে
প্রেয়সি এ মন,
তোমার কিশোরী সুলভ অাচারণে
অাকৃষ্ট অামি।
শিরায় শিরায় ছড়িয়ে দিলাম
অামার ভালোবাসা,
ভাসলে তুমি, ভাসালে অামায়
সুখের জোয়ারে,
স্বপ্ন সায়রে ছাড়লাম তরী
দুর অজানায়।

বসন্ত থাকেনি তোমার ঘরে
গ্রীষ্মের অানাগোনায়।
দুঃখের অাভাসে পাল্টালে
তোমার চতুর মন,
প্রেমিক স্বন্ধানে ছুটলে অাবার
অামায় ছেড়ে।
কষ্ট পেলাম এই জীবনে
তোমায় ভালোবেসে,
অাজ বুঝেছি তুমি ছিলে
কিশোরী এক মেয়ে।

১,৩২৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৬ টি
সর্বমোট মন্তব্য: ২৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১৭ ০২:৫৯:০৯ মিনিটে
banner

৫ টি মন্তব্য

  1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    ভালবাসায় কবিতায় অসংখ্য ভালবাসা রেখে গেলাম।

  2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    ভালবাসার ভালো লাগা কবিতা ভালো লাগল

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ভালবাসার কবিতা চমৎকার হয়েছে। ভাল লাগল শুভকামনা সতত।

  4. এম এ সবুর মন্তব্যে বলেছেন:

    অশেষ ধন্যবাদ শ্রদ্বেয়জনদের কবিতায় উৎসাহ দেয়ার জন্য

  5. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    ভালোবাসা রইল ভালোবাসার ভালোলাগা ভালো কবিতার জন্য

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top