নোটিশ
কি করি ছাই !
এই লেখাটি ইতিমধ্যে 1307বার পড়া হয়েছে।
কবিতা,তোমাকে কিভাবে কেমনে যতনে লিখি,
আমি যে রয়েছে চরম যাতনে পাটাতনে !
লাশের মিছিলে না জানি কখন আমাকেও যেতে হয়,
ভেতরে বাহিরে তারি সিদ্ধান্তহীনতায়
সত্য যত করে মোরে আকড়ে ধরে বাচতে চাই,
তত করে আমিও সত্যকে চিতে অবচিতে দুরে সরাই।
গোলাম আমি, না জানি কখন আমিও আবার কিয়ৎ লোভে
মানুষেরি গোলামীতে নাম লেখাই,
মানুষ হইয়াও মানুষেরি প্রভু মানুষ বলি হায়!
কী যে লিখি আগা মাথা ছাই উড়ালে ভস্মতা ছাড়া ভাগ্যর অস্থিত্ব নাই।
১,৩৩৪ বার পড়া হয়েছে
কবিতা,তোমাকে কিভাবে কেমনে যতনে লিখি,
আমি যে রয়েছে চরম যাতনে পাটাতনে !
লাশের মিছিলে না জানি কখন আমাকেও যেতে হয়,
ভাল হয়েছে লেখা।কিন্তু আপনি ক্যাটাগরিতে দিয়েছেন বিবিধ।এই লেখাকে কবিতায় ফেলতে চাচ্ছেন না।কবিতা হিসাবে সুন্দর মনে হল।ধন্যবাদ আপনাকে অনেকদিন পরে লিখলেন।আশা করছি সবসময় লিখবেন।অনেক শুভকামনা থাকল ।
খুব সুন্দর কবিতা !
ভাল লাগল