নোটিশ
কুসুমেৱ বিয়ে
এই লেখাটি ইতিমধ্যে 1393বার পড়া হয়েছে।
“কেমন তোমাৱ মাতা পিতা কেমন তাদেৱ হিয়া,
এত্ত ডাংগৱ হইছে মাইয়া না কৱাইছে বিয়া স্বাদেৱ জীবন যায় চলিয়া…
ভাল আমাৱ মাতা পিতা ভাল তাদেৱ হিয়া,
তোমাৱ মত নাগৱ পাইলে কৱাইতো বিয়া
লাজে যাইযে মৱিয়া”
গ্ৰামিন সংস্কৃতিতে এখনো বিয়ে বাড়িতে গায়ে হলুদেৱ দিন বিকেলে এমন গান/গীত কৱে মুখৱীত কৱে তুলে গ্ৰামেৱ বায়োজৈষ্ট মহিলাৱা। আঞ্চলিক ভাষায় এ সময়টা/লগ্নটাকে পান তেল বলা হয়ে থাকে। কাৱন উক্ত সময়টাতে পাড়াৱ বিভিন্ন বয়সেৱ নাৱী ও শিশুৱা ভীৱ জমায় এবং সবাইকেই এক খিলি পান ও মাথায় একটু তেল লাগিয়ে দেয়া হয়।
আগামীকাল কুসুমেৱ বিয়ে আৱ এ বিয়ে নিয়ে বিয়েবাড়িৱ সবাৱ মাঝেই এক টা ভিন্ন আনন্দ বিৱাজমান।
১,৩৪৮ বার পড়া হয়েছে
ঘাস ভাইয়া, কুসুমেৱ বিয়ে তাতে কি, এই পোষ্ট থেকে মানুষ কি বার্তা পাবে?
বুঝালাম না ঘাস ভাই,
পয়েন্ট বাড়ানোর জন্য এমন করলেন নাকি!
লেখাটা পড়েছেন জনাব ?
লেখা পড়ে সবাই মন্তব্য করবে এটাই আশা করি।
ঠিক কইছো ঘাস ফড়িং ডাগর মাইয়াগুলারে কেন যে বিয়া দিতে দেরী করে বুঝিনা।
তবে বিয়ের সময় গ্রামের আচার আচরনগুলো কুসংস্কারের মতো হলেও ভালো লাগে।
এখনো গ্রামের বিয়েতে অনেক সংস্কার পালন করা হয়। ভাল লাগল পোস্ট