Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কুড়ি বছর পর

লিখেছেন: ঘাস ফড়িং | তারিখ: ১৮/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1528বার পড়া হয়েছে।

934601_374441195999487_1480722961_n
তারপর কেটে গেল কুড়িবছর।
আবার সেই গঙার তীরে
কিংবা,
ধানসিড়ির উড়ন্ত গাঙচিলের ভিড়
অমনি দেখিয়াছিলাম তারে
শাড়ি পড়া রমনীর বেশে
সহসা সে হাঁসি দিয়েছিল
যা ফুটিয়াছিল,
ছদ্মবেশী দাঁড় কাকের কাল কেঁশে।

যে নারীকে আমি কোন দিন দেখিনি।
অথচ যার রুপ আমি,
চিরদিন ভালবাসিয়াছি।
সেই নারীর মত রাতের আকাশে,
অন্ধকার তাঁরা গুলো উড়বে।

১,৪৯৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
I'm one of between you and he.
সর্বমোট পোস্ট: ১১৯ টি
সর্বমোট মন্তব্য: ৯৬৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২৮ ১৩:১৯:৫৬ মিনিটে
banner

৫ টি মন্তব্য

  1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    অমনি দেখিয়াছিলাম তারে
    > অমনি দেখিয়াছিলাম তাহারে
    অথবা > অমনি দেখেছিলাম তারে

    সহসা সে হাঁসি দিয়েছিলেন
    > সহসা সে হাঁসি দিয়েছিল
    অথবা >সহসা তিনি হাঁসি দিয়েছিলেন

    এছাড়াও

    ভীরে> ভিড়
    রুপকে ( এখানে রূপ যথোপযুক্ত হতো)

    ভাই, ভুল ধরলে রাগ করবেন না প্লিজ, সংশোধন করে নেবেন প্লিজ।

    আপনিও আমার ভুলগুলি ধরেন ,আমি কিছু শিখতে পারবো।

  2. রাজিব সরকার মন্তব্যে বলেছেন:

    জীবনানন্দের ছাপ আছে……

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ভালই লাগল। বানান ঠিক করে নিও।

  4. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    বোধ সুন্দর প্রকাশও মন্দ নয় তবে বানানে আরো মনযোগী হতে হবে কবি –

  5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    সহিদ ভাই র সাথে সহমত

    ভালো লাগলো
    শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top