নোটিশ
কুড়ি বছর পর
এই লেখাটি ইতিমধ্যে 1528বার পড়া হয়েছে।
তারপর কেটে গেল কুড়িবছর।
আবার সেই গঙার তীরে
কিংবা,
ধানসিড়ির উড়ন্ত গাঙচিলের ভিড়
অমনি দেখিয়াছিলাম তারে
শাড়ি পড়া রমনীর বেশে
সহসা সে হাঁসি দিয়েছিল
যা ফুটিয়াছিল,
ছদ্মবেশী দাঁড় কাকের কাল কেঁশে।
যে নারীকে আমি কোন দিন দেখিনি।
অথচ যার রুপ আমি,
চিরদিন ভালবাসিয়াছি।
সেই নারীর মত রাতের আকাশে,
অন্ধকার তাঁরা গুলো উড়বে।
১,৪৯৩ বার পড়া হয়েছে
অমনি দেখিয়াছিলাম তারে
> অমনি দেখিয়াছিলাম তাহারে
অথবা > অমনি দেখেছিলাম তারে
সহসা সে হাঁসি দিয়েছিলেন
> সহসা সে হাঁসি দিয়েছিল
অথবা >সহসা তিনি হাঁসি দিয়েছিলেন
এছাড়াও
ভীরে> ভিড়
রুপকে ( এখানে রূপ যথোপযুক্ত হতো)
ভাই, ভুল ধরলে রাগ করবেন না প্লিজ, সংশোধন করে নেবেন প্লিজ।
আপনিও আমার ভুলগুলি ধরেন ,আমি কিছু শিখতে পারবো।
জীবনানন্দের ছাপ আছে……
ভালই লাগল। বানান ঠিক করে নিও।
বোধ সুন্দর প্রকাশও মন্দ নয় তবে বানানে আরো মনযোগী হতে হবে কবি –
সহিদ ভাই র সাথে সহমত
ভালো লাগলো
শুভ কামনা রইল