নোটিশ
“কেনো অচর্না?”
এই লেখাটি ইতিমধ্যে 1379বার পড়া হয়েছে।
ঘৃণার আঁচলে পুষ্প ভরে
কেনো সাজালে এমন ছলনার অর্চনা?
অন্তরে ভক্তি না রেখে
কেনো করিলে মিথ্যে বন্দনা?
শুকনো ফুলে জল ছিটিয়ে
কেনো দিলে মিথ্যে সতেজ রূপ?
শুদ্ধতার ইচ্ছে না পুষে
কেনো দিলে আমার গঙ্গায় ডুব?
বিশ্বাসের ঘাটতি অন্তরে রেখে
কেনো হলে ধর্মান্তরিত?
আমার ধর্ম সত্য না মেনে
কেনো হল আমার গীতা তোমার কন্ঠে উচ্চারিত?
শ্রদ্ধার মিথ্যে মুখোশ পরে
কেনো নিলে আমার প্রসাদ?
উদার-অহিংস আমার ধর্ম
কেনো করিলে তবু মিথ্যের সনে আঁতাত?
আস্তিকের পবিত্র লেবাস পরে
কেনো করিলে আমার অস্তিত্বে অস্বীকার?
নিজের হাতে পূজোর অর্ঘ্য সাজিয়ে
কেনো ভাঙ্গিলে মূর্তি আমার সত্বার?
১,৪৩৮ বার পড়া হয়েছে
সুন্দর কবিতা
অনেক ভাল লাগা।
কেনোর উত্তর আমার জানা নেই।
কেন এমন করলে
খুব সুন্দর অনেক ভাল লাগল
অনেক কঠিন প্রশ্ন, ছদ্মবেশিরাই বড় সমস্যা।
নিঠুর যন্ত্রণার প্রশ্ন বাণ–কবিতায় তার সুন্দর প্রকাশ পেলাম।
চমত্কার একটি কবিতা পড়লাম !
ভাল লেগেছে অনেক ।
ঘৃণার আঁচলে পুষ্প ভরে
কেনো সাজালে এমন ছলনার অর্চনা?
অন্তরে ভক্তি না রেখে
কেনো করিলে মিথ্যে বন্দনা?
অন্তরে ঘৃনা থাকলে, ফুলচন্দন দিয়ে কি আর হবে?