Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কৈফিয়ত

লিখেছেন: ব্যবস্থাপনা সম্পাদক | তারিখ: ০৭/১০/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 2112বার পড়া হয়েছে।

আমাদের একজন প্রদায়ক, শতাধিক মন্তব্য করেছেন যার টেক্সট একই। সেটা হল-

সুন্দর লিখেছেন তো !

অসংখ্য অসংখ্য ভাল লাগা জানিয়ে দিলাম ।

তার মন্তব্য থেকে বুঝতে পারছি যে তিনি না পড়েই শুধু মন্তব্য করেছেন। এমনকি আজ সকালেও তিনি এরূপ ১২৭টি মন্তব্য করেছেন। আমরা বেশি বেশি মন্তব্য চাই, তারমানে এই নয় যে আমরা না পড়েই একই মন্তব্য বার বার বিভিন্ন পোস্টে করব। এটা লজ্জারও।

আমরা সেগুলো মুছে দিয়েছি। আর সে জন্য যে সব পোস্টে তিনি মন্তব্য করেছিলেন সেসব পোস্ট এর পোস্ট দাতার পাওয়া ১ পয়েন্টও বিয়োগ হয়ে গেছে। আর এই ধরনের মন্তব্য করার জন্য মন্তব্যকারীর প্রতি মন্তব্য হিসেবে ৫ পয়েন্ট কেটে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে যেন পোস্ট দাতার পয়েন্ট কাটা না যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব।

 

সবাইকে ধন্যবাদ।

২,২২০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৭৫ টি
সর্বমোট মন্তব্য: ৪৫৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-২০ ০৫:০৫:২৮ মিনিটে
Visit ব্যবস্থাপনা সম্পাদক Website.
banner

৮ টি মন্তব্য

  1. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    সত্যি দুঃখজনক, একজন লেখকের আচরণও লেখকের মতো হওয়া জরুরী ।

  2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    অত্যান্ত দুঃখজনক ও লজ্জার বিষয়। আমরা ওনাকে চিনতে পেরেেছি। আশা করি ওনি নিজে নিজেকে চিনতে পারবেন এবং ভবিষ্যতে এ ধরনের লজ্জাকর অবস্থায় আর পড়বেন না।

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ব্যাপারটা দু:খজনক …… আশাকরি সবাই এ ব্যাপারে সচেতন থাকবেন

  4. রোদের ছায়া মন্তব্যে বলেছেন:

    আপনার এই সাহসী পদক্ষেপ আগামীতে লেখায় ভালো ও সুচিন্তিত মতামত প্রদানকে সুনিশ্চিত করবে এটা সর্বতভাবে আশা করছি।

  5. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

    সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি আর এই ধরনের বিষয়গুলো সত্যিই লজ্জাজনক…একজন লিখক হিসেবে এই বেবেচনাবোধটুকু সবার থাকা উচিত…

  6. তওসীফ সাদাত মন্তব্যে বলেছেন:

    ব্যাপারটা আসলেই দুঃখজনক। ঠিক এ কারণেই চলন্তিকা থেকে মন উঠে গিয়েছিল আমার। সত্য কথাই বলছি। আসলে, না পড়েই শুধু মাত্র পয়েন্ট এর আশায় এমনটি করা ঠিক না। সেক্ষেত্রে সাহিত্য চর্চা এর থেকে এখানে পয়েন্ট কামাই এর প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে।

  7. বৈশাখী ঝড় মন্তব্যে বলেছেন:

    সত্যিই দুঃখজনক একটি বিষয়। সুচিন্তিত মতামত একজন পাঠকের কাছ থেকে সব সময় আশা করে লেখকগণ।

  8. আরজু মন্তব্যে বলেছেন:

    সম্পাদক ভাই

    ধন্যবাদ আপনার এই পোস্টের জন্য।

    আমার মনে হয় কি সম্পাদক ভাই যিনি এটা করেছেন তিনি নেগেটিভ সেন্স সম্ভবত করেননি।
    আমি ও প্রথমে একদিন চিন্তা করছিলাম যে একটা লাইন কপি করে সবার লিখতে পেস্ট করে যাব কেননা আমি সবাই কে দেখাতে চাচ্ছিলাম তার লিখাটা গুরুত্বপূর্ণ। এখন আমি যতই সবাই কে ভালবাসি বা সবার লিখে কমেন্টস করতে চাই এটা অনেক হার্ড তাইনা? আমাকে মাসে ৬৬ কমেন্টস পোস্ট করতে হবে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এখানে ইংলিশ কমেন্টস পোস্ট করা যায়না। সুতরাং আমাকে আলাদা ভাবে বাংলা লিখে এখানে কমেন্টস এ পোস্ট করতে হয় যেটা তে অনেক সময় দরকার হয়। সেজন্য সম্ভবত বেচারা ভাই বা বোন্ এটা করেছেন। আমি একইভাবে ভাবছিলাম সুধু করিনি আমি লিখা না পরে কমেন্টস করতে চাছিলামনা বলে।

    আমার মনে হয় আপনি ওনার এই কমেন্টস গুলি ডিলিট না করে এবারের জন্য ইগনোর করেন। উনি অন্ততপক্ষে ১২৫ বার বিভিন্ন লিখা খুলেছেন হয়তবা পাচ মিনিট এর জায়গায় এক মিনিট পড়েছেন তাও সময় স্বল্পতার জন্য। আমরা সবাই প্রতিযোগিতায় আসতে পছন্দ করি প্রথম হতে ভালবাসি। এটা আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিছেন উনি না বুঝে এক্সেপ্ট করেছেন।

    আপনার তো আরো অনেক ভালো প্রস্তাব আছে যেমন একটা হচ্ছে যাদের কমেন্টস ভালো হবে সেটা মাসিক পত্রিকায় স্থান পাবে। কাজে দেখবেন সামনে সবাই ভালো কমেন্টস করা মাথা ঘামাবে সংখ্যা নিয়ে মাথা না ঘামিয়ে। তাই বলে এটা ও থাকবে যে যত বেশি কমেন্টস করতে পারবে। সুধু এই যে ফিক্সড করে দিয়েছেন ১০০০ কমেন্টস এটা আসলে অসম্ভব একটু।

    আমার কোথায় আবার মাইন্ড করেন নি তো ? আপনাদের সবাইকে অনেক ভালোবেসে এই কমেন্টস টা করলাম।

    আপনার সম্পাদক জীবনের জন্য অনেক শুভকামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top