Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কৌতুক-১

লিখেছেন: আমির ইশতিয়াক | তারিখ: ১২/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1625বার পড়া হয়েছে।

স্বামী ও স্ত্রীর মধ্যে কথোপকথন:
স্বামী: (স্ত্রীকে) এই শুনছো! আমার শার্টটা ধূয়ে রাখবে।
নইলে…
স্ত্রী: (রেগে গিয়ে) নইলে, নইলে কী করবে?
স্বামী: নিজেই ধুয়ে নেব।

১,৭৪১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমির ইশতিয়াক ১৯৮০ সালের ৩১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ধরাভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা শরীফ হোসেন এবং মা আনোয়ারা বেগম এর বড় সন্তান তিনি। স্ত্রী ইয়াছমিন আমির। এক সন্তান আফরিন সুলতানা আনিকা। তিনি প্রাথমিক শিক্ষা শুরু করেন মায়ের কাছ থেকে। মা-ই তার প্রথম পাঠশালা। প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করেন মাদ্রাসা থেকে আর শেষ করেন বিশ্ববিদ্যালয়ে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নরসিংদী সরকারি কলেজ থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু করেন। তিনি লেখালেখির প্রেরণা পেয়েছেন বই পড়ে। তিনি গল্প লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও সাহিত্যের সবগুলো শাখায় তাঁর বিচরণ লক্ষ্য করা যায়। তাঁর বেশ কয়েকটি প্রকাশিত গ্রন্থ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস হলো- এ জীবন শুধু তোমার জন্য ও প্রাণের প্রিয়তমা। তাছাড়া বেশ কিছু সম্মিলিত সংকলনেও তাঁর গল্প ছাপা হয়েছে। তিনি নিয়মিতভাবে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় গল্প, কবিতা, ছড়া ও কলাম লিখে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন ব্লগে নিজের লেখা শেয়ার করছেন। তিনি লেখালেখি করে বেশ কয়েটি পুরস্কারও পেয়েছেন। তিনি প্রথমে আমির হোসেন নামে লিখতেন। বর্তমানে আমির ইশতিয়াক নামে লিখছেন। বর্তমানে তিনি নরসিংদীতে ব্যবসা করছেন। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা একজন সফল লেখক হওয়া।
সর্বমোট পোস্ট: ২৪১ টি
সর্বমোট মন্তব্য: ৪৭০৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০৫ ০৭:৪৪:৩৯ মিনিটে
Visit আমির ইশতিয়াক Website.
banner

১৯ টি মন্তব্য

  1. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    ভাল। তবে কৌতকটি শুনেছি আগে। ধন্যবাদ। মজা পাইলাম।

  2. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    হা হা হা…….এক অসহায় স্বামীর অসহায়ত্ব কে নিয়ে হাসতে ভালো লাগল না……আচ্ছা স্ত্রী-রা এত রাগেন কেন ?

  3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    এ প্রশ্নের উত্তর আমার জানা নেই।

  4. রূপা মন্তব্যে বলেছেন:

    মজা পেলাম । ধন্যবাদ ।

  5. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    আমির ভাই আরও কৌতুক পোস্ট করেন। মজাই লাগে আপনার কৌতুক।

  6. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    অপেক্ষায় থাকুন।

  7. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    অপেক্ষা রয়েছি। চালিয়ে যান . . .

  8. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

    হা… হা…। ভাল লাগল।

  9. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    কাউছার আলম ভাই ধন্যবাদ।

  10. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

    মজা লেগেছে। এরই নাম স্বামী।

  11. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    খুব মজা পেলাম

  12. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    হালকা মজার

  13. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    হা হা হা হা খা …………….
    মজার তো বেশ ভাল
    শুভেজ্ছা রইল ভাই

  14. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    এ আর এমন কি হে হে

  15. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    আরো শোনান – হাসতে পারলাম না!

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top