Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ক্ষোভ

লিখেছেন: সাঈদুল হাসান | তারিখ: ১৫/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1483বার পড়া হয়েছে।

হায়রে চলন্তিকা,তোর ঘুম ভাংলো না এখনো ?

তোর সন্তানেরা এখনো গুটি খেলে

সকাল দুপুর সন্ধা কালে ?

দেশ দেশ করে কী হবে !

তোর সন্তারেরা কবি হবে ?

দেশ না হয় ছবিই রবে,

চিল শকুনে ছিড়ে খাবে,তাতে-

তোর ছেলেদের কীইবা আসে যাবে !

 

আমি নেই,আমি নেই

তোর এ হীনমন্ম্যতায় আমি নেই,

সত্য ঢেঁকে মেকীতে আমি নেই,তাই

দিলেম তোরে আজিকে ছুটি

এবার তুই ওড়াস না কেন যত্ত ঘুটি

দেখবে না এ চোখ দুটি।

১,৫১৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
শুধুই তো নিয়ে যাচ্ছি,দেবার কথা তো ভাবতে হবে, ঋণী হয়ে তো আর মরতে চাইব না, তাই ঋণ শোধের এই সামান্য প্রয়াস
সর্বমোট পোস্ট: ৪৪ টি
সর্বমোট মন্তব্য: ৭৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৯ ০৭:০৪:০৯ মিনিটে
banner

৩ টি মন্তব্য

  1. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    আবেগ ভরা কবিতাটি ভাল লাগল । শুভ কামনা । ভাল থাকুন ।

  2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    ঠিক বুঝলাম না । ক্ষোভ কি চলন্তিকার প্রতি দেখালেন ?

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    আমিও বুঝলাম ক্ষোভ কার উপর আসলে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top