খুঁজি গো তোমায়
এই লেখাটি ইতিমধ্যে 1602বার পড়া হয়েছে।
রবি শশি চন্দ্র তারায়
দূর নীলিমায় খুঁজি গো তোমায় ।
বৃক্ষ তরুর শাখায় পাতায়
বনলতার গায়,খুঁজি গো তোমায় ।
সাগর তীরে আরও গভীরে
পাহাড় চূড়ায়, দূরের সীমানায়
কৃষ্ণচূড়ায় কাশফুলের শুভ্রতায়
পবনের দোলায় খুঁজি গো তোমায় ।
বঙ্গ ললনার নাকফুলের শোভায়
বৈশাখী মেলায়, নাগর দোলায়
জৈষ্ঠের খরায় ছতরঞ্জির ছায়ায়
দমকা হাওয়ায় খুঁজি গো তোমায় ।
আষাঢ়ের রিমঝিম বাদল ঝরায়
শ্রাবণের দূরন্ত মেঘের ভেলায়
পাখিদের পাখনায় খুঁজি গো তোমায় ।
কদমের ডালে পাখিদের কলতানে
নবান্নের আগমনে কৃ্ষকের উনুনে
ফসলের দোলায় খুঁজি গো তোমায় ।
পৌষের ভোরে খেজুরের রসে
শীতের চাঁদরে মায়াবী পরশে
গভীর কুয়াশায় খুঁজি গো তোমায় ।
বসন্তে নব পল্লবে কাননে
পুস্পের ঘ্রাণে কোকিলের কুহুতানে
মনে প্রাণে খুঁজি গো তোমায়।
১,৫৭৫ বার পড়া হয়েছে
• নামঃ মোঃ মালেক জোমাদ্দার
• জন্মঃ ১লা সেপ্টেম্বর ১৯৭৩ইং
• পিতাঃ মোঃ আলতাফ হোসেন জোমাদ্দার (মরহুম)
• মাতাঃ মিসেস লাল বানু (মরহুমা)
• জন্ম স্থানঃ গ্রামঃ কলাগাছিয়া, পোষ্টঃ সুন্দ্রাকালিকাপুর,থানাঃ মির্জাগঞ্জ, জেলাঃ পটুয়াখালী।
• বর্তমান বসবাস ঃ বাড়ি-০২,রোড-০৪,সেক্টর-০৭ নং, উত্তরা, ঢাকা-১২৩০, বাংলাদেশ।
• শিক্ষাঃ এল.এল. বি ১ম পার্ট/ এম. বি. এ(৪র্থ সেমিস্টার) এম.এস.এস ( সমাজকল্যাণ ) কৃ্তিত্বের সাথে উত্তীর্ণ ।
• পেশাঃ দেশী-বিদেশী প্রতিষ্ঠানে উচ্চপদে কাজ করেছি । বর্তমানে – ব্যাবস্থাপনা পরিচালক –এশিয়া মার্ট্,ঢাকা।
• লেখা লেখিঃ শুরু ৬ষ্ঠ শ্রেণি থেকে । স্বরচিত কবিতা পাঠে প্রথম হওয়ার মাধ্যমে লেখার অনুপ্রেরণা । ছাত্র জীবনে স্কুল-কলেজ “সাহিত্য সাময়িকীতে” স্বক্রিয় অংশগ্রহণ করেছি।
• চিঠি পত্র কলামে লিখতাম ঃ ইত্তেফাক ও ইনকিলাব পত্রিকায়। প্রথম আলো ব্লগ, বন্ধুসভা, জলছবিতাতায়ন, চলন্তিকা,ঘুড়ি ব্লগ, বাংলা কবিতা, অন্যপ্রকাশ পরিচালিত-গল্প কবিতা সহ আরো বেশ কিছু অনলাইন সংবাদ মাধ্যমে লেখার প্রয়াস চালাচ্ছি।
পুরুষ্কারঃ নক্ষত্র ব্লগ আয়োজিত মহান স্বাধীনতা দিবস লেখা প্রতিযোগিতায়’২০১৪ সেরা লেখক(সমালোচক বিভাগে) পুরষ্কৃত হই।
• সামাজিক সংগঠন এর সাথে যুক্তঃ
সহ-সভাপতি(জাতীয় কমিটি)- বাংলাদেশ কবি পরিষদ (বাকপ),
আজীবন সদস্য - বাংলাদেশ ইয়ং ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি শাহবাগ, ঢাকা।
সদস্য- মির্জাগঞ্জ থানা কল্যাণ সমিতি, ঢাকা ।
আজীবন সদস্য- ৭ নং সেক্টর কল্যাণ সমিতি, উত্তরা, ঢাকা।
আজীবন সদস্য- ৭ নং সেক্টর মসজিদ কমিটি,উত্তরা,ঢাকা।
কিছু কথাঃ যাদের কারণে পৃথিবীতে আগমন তারা হলেন আমার প্রিয় মা-বাবা।।মহান সৃষ্টিকর্তার পরেই তাঁদের স্থান। তাঁদের পরম মমতায়ই বেড়ে উঠতে পেড়েছি।মানুষ হিসেবে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন তারা। তাঁদের কাছে আমি চিরকৃ্তজ্ঞ। প্রকৃতির গাছপালা,পশুপাখি,নদ-নদীর প্রানীকূল আমাকে খুব টানে । দেশ, মা, এবং দেশের প্রতিটি ধূলিকণাই আমার কাছে প্রিয় ।আকাশ, পানি,মাটি, বাতাস, চাঁদ-সূর্য্ ভালো-মানুষ, খারাপ-মানুষ সবাই আমার কবিতার উৎসাহ দাতা । অর্থের পিছনে ছুটিনা, সৃষ্টিকর্তা যা দেন তাতেই খুশি। সাদামাটা জীবন আমি উপভোগ করি।
প্রকাশিতব্য ডিসেম্বর '১৪ বই সমূহ ঃ কাব্য গ্রন্থ - ভালোবাসার বৃষ্টি, গল্প গ্রন্থ - নারী এবং ।
সর্বমোট পোস্ট: ১৩৪ টি
সর্বমোট মন্তব্য: ৩৩২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৩ ০৮:৪৯:১৪ মিনিটে
Visit
মো: মালেক জোমাদ্দার Website.
Excellent!
কাশেম ভাই আপনাকে ধন্যবাদ ও শুভকামনা রইল।
E vabei to Mon khonje nijeke
valo laglo
দীপঙ্কর বেরা ভাই কেমন আছেন ? ধন্যবাদ ও শভেচ্ছা ।
রবি শশি চন্দ্র তারায়
দূর নীলিমায় খুঁজি গো তোমায় ।
বৃক্ষ তরুর শাখায় পাতায়
বনলতার গায়,খুঁজি গো তোমায় ।
সাগর তীরে আরও গভীরে
পাহাড় চূড়ায়,
আমিও তো খুজি গো আপনায়। কোথায় ছিলেন ? হ্যা দেখলাম চন্দ্র শশী আকাশ বাতাস বনলতাকে খুজেছেন। .আমি তো কম্পিউটার টেবিল এ বসে আপনাকে পত্র লিখছি এখন। আকাশ পাতাল ছিড়ার কি দরকার।
যাই হোক কবিতাটি পড়তে উপভোগ্য। অনেক অনেক ভাললাগা জানিয়ে গেলাম কবিতায়। শুভেচ্ছা রইল। ভাল থাকবেন কেমন।
আরজু আপু তাই নাকি !! জানতাম না তো!!
আপু কাজে খুব ব্যস্ত আর ব্যবসায়িক মন্দ তাই। খুব ভালো লাগল অনেক দিন পরে কথা বলে। ভাল থাকুন সবসয় এই কামনা রইল।
হুম যে হারে কবিগণ হাহাকার করে চলেছে। তাদের জন্য প্রিয় মানুষ খোঁজা এখন অপরিহাজ্য হয়ে উঠেছে। ভাল লিখেছেন।
হতচ্চারি হারালো কই। এত ভালবাসা উপেক্ষা করার সাহস পায় কই।
খুব সুন্দর কবিতা।