নোটিশ
খোলস
এই লেখাটি ইতিমধ্যে 1540বার পড়া হয়েছে।
যতই ধারণ করো–
গেরুয়া মোহ যতই আষ্টপৃষ্ঠ হোক
চন্দন সোহাগে তুমি মোহিত
নধর কান্ত দেহ,সগৌরব হেঁটে চলা,
কৌপীন ঝেড়ে রাখার নাম স্বতন্ত্রতা !
বৃত্ত ছাড়া বেনীহীন বেনীমাধব তুমি !
বংশজ সূত্র,ধোপদুরস্ত সমস্ত
বিছানা ন্যাতিয়ে আছে এখনও,
খণ্ড কাঁচে যতই বল,আমি আমি আমি–
তোমার খোলস চেত,আর তুমি এক হতে পারনি।
১,৫৩৪ বার পড়া হয়েছে
“তোমার খোলস চেত,আর তুমি এক হতে পারনি।”
-ভালো লাগলো দাদা।
চমৎকার হয়েছে দাদা। শুভকামনা রইল।
খুব ভাল