Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

গল্পিতাঃ বনলতারা বদলায়

লিখেছেন: সোহেল আহমেদ পরান | তারিখ: ০১/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1483বার পড়া হয়েছে।

bano-217x300

এপয়েন্টমেন্ট করা ছিলো আগে থেকেই। একটা চাপা উত্তেজনা ভেতরে আমার। অবশেষে দেখা হচ্ছে। বেশ পরিপাটি হয়ে বেরিয়ে পড়ি অনেক আগেই। পৌঁছে যাই সময়ের ঢের আগে। প্রায় পঁয়তাল্লিশ মিনিট আগে । কলিংবেল চাপি দুরুদুরু বুকে। দরজা খুলে দেয় কাজের মেয়েটি। বসতে দেয়া হয় আমাকে বাইরের রুমে। এসি চলছিলো। তবু  একটু ঘামছি যেনো। কেনো ? জানা নেই।

চা আসে। সাথে মিষ্টি । অস্বস্তি  নিয়ে আমি চায়ে চুমুক দিই শুধু। বারবার ভেতরের   দরজার দিকে তাকাতে থাকি । এই বুঝি এলো সে। কিন্তু না। বেঁধে দেয়া সময়ের এক মিনিট আগেও সে এলো না। ঠিক কাটাকাটায় সময়ে তার আবির্ভাব হলো। আমার স্বপ্নের মানুষটি আমার সামনে। আমি চোখ তুলে তাকাতে পারছিলাম না।

বনলতা সেন দৃঢ়পায়ে এগিয়ে এলো– যেনো ভয় নেই কোনোঅকুণ্ঠচিত্তে বললো আমায়, “অই ছোকরাতুমি নাকি কবি?” বনলতা সেনের সামনে নিজেকে সত্যিই অকিঞ্চিৎকর এক বালক মনে হচ্ছিলো নিজেকে আমি ভিরমি খেয়ে যাই মাথার ভেতরে সাজিয়ে রাখা কবিতা অকস্মাৎ যাই ভুলে মনে করতে  পারিনা কোনোদিন কবি ছিলাম আমি। ধমকে উঠে বনলতা সেন, ” কী ভেবেছোপাখির নীড়ের মতো চোখ তুলে জানতে চাইবো– এতোদিন কোথায় ছিলেন?” 

সামনে আমি অকূল পাথার ছাড়া কিছু দেখতে পাইনা বনলতারা বদলায়!!

মাথার কাছে রাখা স্মার্টফোনে তখন ক্রমাগত অ্যালার্ম বেজে চলছে।

(গল্পিতা= গল্প+কবিতা)

ছবিঃ ইন্টারনেট

১,৪৫৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১০৩ টি
সর্বমোট মন্তব্য: ৬৫৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৫-২৭ ০৪:০৪:৩১ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    অপূর্ব লাগলো আপনার সাজানো গুছানো গল্প, ধন্যবাদ , ভালো থাকুন।

  2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    অপূর্ব
    খুব ভালো লাগলো।
    শুভেচ্ছা।

  3. দেবাশীষ মল্লিক মন্তব্যে বলেছেন:

    ভালো বলেছেন । অনেক ছোট একটা গল্প । টপিক আর উপস্থাপনা দুটোই চমৎকার হয়েছে ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top