গৃহীত ট্যাক্স নম্বর ও বলদামির শাস্তি ।
এই লেখাটি ইতিমধ্যে 1421বার পড়া হয়েছে।
দেশে সৎ উপায়ে অসৎ হওয়ার যে আবশ্যিক পথ তৈরী করে রাখা হয়েছে তাতে আমার মতো জনগনের পা না দিয়ে উপায় নেই । অবশ্য ব্যক্তি বলদামিও আমার কম নয় । ভাবে না আবেগে একখানা ট্যাক্স নাম্বার বগলদাবা করেছিলাম মনে নেই । তবে এখন তার উপযুক্ত শাস্তি ভোগ করছি ।
আমি ছা-পোষা মানুষ । প্রদর্শিত আয় করি, অপ্রদর্শিত ব্যয় করি । বছর শেষে আয়কর রির্টান দিতে গিয়ে আ’পথ কুপথ খুঁজি । অথবা খুঁজতে বাধ্য হই । অবশ্য বাধ্য হই শব্দটাতে অনেকের আপওি থাকতে পারে । কিন্তু আমার বাস্তবতা আমার চেয়ে ভাল কে বুঝে? যে ক’বছর ট্যাক্সযোগ্য আয় করি তাতে দেথা যায় মোট আয়ের বৃহদাংশই আমি চিকিৎসার পেছনে ব্যয় করেছি । অথচ এ বছর আমাকে যদি চিকিৎসা ভাতার উপর ৮১৫৬ টাকা ট্যাক্স দিতে হয় তখন অন্য পথ খোঁজা ছাড়া আমার কি করার আছে । সবচেয়ে হাস্যকর হল পুরুষের করমুক্ত আয়সীমা । যারা এই হাস্যকর করমুক্ত আয়সীমা নির্ধারন করেছে আমি নিশ্চিত তারা নিজেরাও জানে এমন আয় দিয়ে ঢাকা শহরে জীবন নির্বাহ একেবারেই অবান্তর । তবু কোন অলক্ষ্য হিতাহিত কারনে এমন আয়সীমা নির্ধারন তা আল্লাহ জানেন ।
অনেকে বলবেন বিশ্বের অন্যান্য দেশে করের পরিমান আরো বেশী । আমি সহাস্যে তা স্বীকারও করবো । এবং সমপরিমান কর দিতেও আপওি করবো না যদি আমি, আমার পরিবারের সকলের স্বাস্হ্য চিকিৎসা, লেখাপড়া, আবাসনসহ সকল বিষয়ে রাষ্ট্র তদসম দায়িত্ব পালনে নিশ্চয়তা দেয় ।
আজ যদি আমার জীবন সাঙ্গ হয় তবে মানুষের ঋনী, পরিবারের কাছে অপরাধী, (কোথাও বেঈমান) আর রাষ্ট্রের কাছে আয়কর অপরাধী হয়ে মরবো । কিন্তু এর কোন দায়টা আমার ছিল । আমি কি এমন কোন ব্যয় করেছি যার কারনে নিজেকে অপরাধী ভাবতে পারি ।
এই ভবদেশে জন্মানো এক বড় অপরাধ । এরচেয়ে বড় অপরাধ ট্যাক্স নম্বর নেওয়া । স্বভাবে না বুঝলেও, অভাবে বুঝবেন ।
…………….নিঃশব্দ নাগরিক ।
১,৩৮৫ বার পড়া হয়েছে
সচেতন মূলক পোস্টের জন্য ধন্যবাদ
বড় অসচেতন হয়ে ট্যাক্স নম্বর নিয়েছিলাম ভাইরে ।
শেয়ার করার জন্য ধন্যবাদ। ভাল বিষয়। ভাল লাগল
শেয়ার করা ছাড়া আর কি করতে পারি?
ধন্যবাদ ।