Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ঘুড়ি

লিখেছেন: রাজিব সরকার | তারিখ: ২৬/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1530বার পড়া হয়েছে।

দেখিলাম ঘুড়ি
আকাশে উড়িতে
মনেতে সাধিল
ঘুড়ি বানাতে।
কিনিলাম রঙ্গিন কাগজ
সাথে আরও সূতা
বানাইলাম ঘুড়ি
যায় ব যে সেথা।
কাঠের টুকরোতে
পেচিয়ে সূতা
মনের আনন্দে
যায় আমি সেথা।
উড়াইয়া দিলাম ঘুড়ি
আকাশেতে উড়ে
আহা-
কেমন মজা লাগে!
উড়িতে উড়িতে
ঘুরি করে নরাচরা
নামিবে না সে
এই যেন তার আশা।
উড়িছে ঘুড়ি
আনন্দে বিহ্বল
ভুলে গেছে সে
আমারে কেমন?
সূতায় যখন মারিলাম টান
না আসিয়া পারিল না আর
লাভ হয় নাই করিয়া আঁকা বাঁকা
আসিয়া পড়িয়াছে সে আমারি হেথা।

১,৫০১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৭১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-৩০ ১৬:১৭:৫০ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ছোটবেলার কথা না এখনকার কথা

    খুশির দিন এভাবেই চলে গেল।

    কবিতা ভাল লাগল

  2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    চমৎকার
    খুব ভাল লাগল ।

  3. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    মনের সুখে যতই তুমি কর উড়ি উড়ি
    মনে রেখো একদিন তোমার যেতে হবে ফিরি

  4. রাজিব সরকার মন্তব্যে বলেছেন:

    মেঘ আপূ ছোটবেলার কোঠা…ধন্যবাদ সবাইকে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top