নোটিশ
ঘুড়ি
এই লেখাটি ইতিমধ্যে 1530বার পড়া হয়েছে।
দেখিলাম ঘুড়ি
আকাশে উড়িতে
মনেতে সাধিল
ঘুড়ি বানাতে।
কিনিলাম রঙ্গিন কাগজ
সাথে আরও সূতা
বানাইলাম ঘুড়ি
যায় ব যে সেথা।
কাঠের টুকরোতে
পেচিয়ে সূতা
মনের আনন্দে
যায় আমি সেথা।
উড়াইয়া দিলাম ঘুড়ি
আকাশেতে উড়ে
আহা-
কেমন মজা লাগে!
উড়িতে উড়িতে
ঘুরি করে নরাচরা
নামিবে না সে
এই যেন তার আশা।
উড়িছে ঘুড়ি
আনন্দে বিহ্বল
ভুলে গেছে সে
আমারে কেমন?
সূতায় যখন মারিলাম টান
না আসিয়া পারিল না আর
লাভ হয় নাই করিয়া আঁকা বাঁকা
আসিয়া পড়িয়াছে সে আমারি হেথা।
১,৫০১ বার পড়া হয়েছে
Tags: চতুস্ক কবিতা
ছোটবেলার কথা না এখনকার কথা
খুশির দিন এভাবেই চলে গেল।
কবিতা ভাল লাগল
চমৎকার
খুব ভাল লাগল ।
মনের সুখে যতই তুমি কর উড়ি উড়ি
মনে রেখো একদিন তোমার যেতে হবে ফিরি
মেঘ আপূ ছোটবেলার কোঠা…ধন্যবাদ সবাইকে