চলন্তিকার ঈদের ইবুকের জন্য লেখা আহবান
এই লেখাটি ইতিমধ্যে 1725বার পড়া হয়েছে।
প্রিয় লেখক বন্ধুরা
আর কিছুদিন পরই রোজা। তারপর ঈদুল ফিতর। ঈদ অর্থ আনন্দ। আনন্দ তো জীবনে এক দুবার নয়, বার বার বহুবার এসেছে। রোজা আর ঈদ নিয়ে ছোট বেলা থেকেই আমাদের বহু স্মৃতি। ছোটবেলাতে ঈদে সিমাই – ফিরনী – খিচুড়ী – মিষ্টি খাওয়ার ধুম পড়তো । সালামি পেতাম। নানা বাড়ি, দাদা বাড়ি যাওয়া হত। মামা চাচারা কত কিছু কিনে দিতেন। নানি-দাদির আদর! আরও কত কি?
রোজা রাখা নিয়েও রয়েছে অনেক স্মৃতি।
আসুন আমরা সেই সব স্মৃতিকে তুলে আনি আপন মহিমায়। লিখুন চলন্তিকাতে। আমাদের আগস্ট মাসের দুই তারিখে যে ই-বুক বের হবে তার সিংহভাগ জুড়ে থাকবে আমাদের সবার ঈদের স্মৃতি। একই লেখকের মানসম্পন্ন একাধিক লেখা প্রকাশেও আমাদের আপত্তি নাই।
আমরা সবার আংশগ্রহন চাই।
বিনীত
সম্পাদক।
বি.দ্র. :
১। আগামী ১০ তারিখে আমাদের প্রথম মাসিক ই-বুক বের হচ্ছে যার মূল বিষয় থাকবে “বাবা”।
২। এখন থেকে বাংলার পরিবর্তে ইংরেজিতে মন্তব্য করলে ৫ পয়েন্ট কাটা যাবে। প্রথম পাতাতে একই লেখকের/ প্রদায়কের একাধিক লেখা থাকতে পারবে না।
১,৯৪১ বার পড়া হয়েছে
শীঘ্রই ঈদের স্মৃতি নিয়ে চলন্তিকায় কিছু লিখব বলে স্থির করলাম। তবে কবিতা বা ছড়া লিখা যাবে কি? জানাবেন।
ছড়া কবিতা লেখা যাবে।
জেনে খুশী হলাম।
ই-বুকের জন্য কি মেইল করব না চলন্তিকাতে প্রকাশ করব ? আর কাদের লেখা নিয়ে জুলাই সংখ্যা বের হচ্ছে ?
ছড়া-কবিতা লেখা যাবে ?
মেইল করতে হবে না। আমরা বলেছি আপনারা চলন্তিকাতে লিখুন। আমরা সেখান থেকেই নিয়ে নিব। আরও একটা কথা, আমাদের ইবুকে যে সব লেখা প্রকাশ হবে সেসব লেখাতে যদি গঠনমূলক কিংবা সুন্দর মন্তব্য থাকে সেসবও প্রকাশ পাবে। এটি আমাদের সকল ইবুকের জন্য প্রযোজ্য।
ধন্যবাদ সম্পাদক সাহেব, আপনার এই আহ্বানে আমি সাড়া দেওয়ার চেষ্টা করব। অন্য কারো লেখা কি তার নাম দিয়ে প্রকাশ করা যাবে?
আপনার কথাটি ঠিক পরিস্কার না। একটু বিস্তারিত বলুন।
যদি যায় তাহলে কিভাবে,দয়াকরে বলবেন
আমার মনে হয় কাউছার সাহেব বুঝাতে চাচ্ছেন অন্য কোন ব্যক্তির লেখা কাউছার সাহেবের আইডির মাধ্যমে প্রকাশ করা যাবে কি? তবে লেখার নিচে ঐ ব্যক্তির নাম থাকবে।
এটা জানলে আমারও ভাল হতো।
এই রকম হলে আমাদের উত্তর না।
আমি এই ব্লগে নতুন। আংশিক কিছু ইঙ্গিত দিলে উপকৃত হব।
কমেন্ট কি আমরা এক বার করতে পারব। না কি বার বার করা যাবে।
ই বুক কি নিয়মিত প্রকাশিত হয় ?