Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চলন্তিকা ইউটিউব চ্যানেল

লিখেছেন: ব্যবস্থাপনা সম্পাদক | তারিখ: ১৯/০৮/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 2255বার পড়া হয়েছে।

প্রিয় লেখক / প্রদায়ক বন্ধুরা

আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা ২০১৪ সালের প্রথম থেকেই “চলন্তিকা ইউটিউব চ্যানেল” চালু করতে চাচ্ছি। এখানে আমরা আমাদের লেখকদের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন ভিডিও ফাইল প্রকাশ করব। কি ধরনের ফাইল থাকতে পারে তার একটি ধারণা দেওয়া যেতে পারে –

১। আপনার মোবাইল থেকে / ভিডিও ক্যামেরা দ্বারা ধারন করা আপনার আশেপাশের যে কোন অরাজনৈতিক ভিডিও। ভিডিও এর মান ভাল হতে হবে, সাথে থাকা কথা বার্তা কিংবা সাউন্ড ভাল থাকতে হবে।

২। যে কোন স্কুল-কলেজের খেলাধুলা-পুরুস্কার বিতরণী অনুষ্ঠান।

৩। আশেপাশের সমস্যাবলী, হতে পারে রাস্তা-ঘাটের কিংবা এই জাতীয় সমস্যা।

৪। অন্যদের সাথে শেয়ার করা যায় এমন যে কোন personal ভিডিও।

৫।আশেপাশের সম্মানিত কারও সাক্ষাৎকার কিংবা আপনার নিজেরও সাক্ষাৎকার হতে পারে।

৬। আপনার কবিতার কিংবা কবিতা নিয়ে তৈরি করা যে কোন ভিডিও। এনিমেশন হতে পারে।

৭। এমনকি আপনার যদি কোন business থাকে সেটার বিজ্ঞাপনও দিতে পারেন।

 

এমন কোন ভিডিও হতে পারবে না যা সমাজে অস্থিরতা তৈরি করে। প্রতি ভিডিও এর জন্য ঐ লেখক / প্রদায়ক প্রতিমাসে ৩ পয়েন্ট করে বোনাস পেতে থাকবেন। উদাহরন হিসাবে বলা যায় কারও যদি ১০টি ভিডিও প্রকাশ হয় তবে প্রতিটির জন্য ৩ পয়েন্ট করে ৩০ পয়েন্ট তাকে প্রতি মাসে দেওয়া হবে।

 

এখানে আপনারা আপনাদের মতামত শেয়ার করুন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিতে চাই।

 

২,৪৪০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৭৫ টি
সর্বমোট মন্তব্য: ৪৫৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-২০ ০৫:০৫:২৮ মিনিটে
Visit ব্যবস্থাপনা সম্পাদক Website.
banner

২৩ টি মন্তব্য

  1. আলামগীর কবির মন্তব্যে বলেছেন:

    ভাল উদ্যোগ, জেনে খুশি হলাম।

  2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    এই মুহুর্তে এ ধরণের উদ্যোগের চেয়ে অন্যান্য যে উদ্যোগগুলো নিয়েছেন সেগুলো কার্যকর করা অধিক ভাল হবে বলে আমি মনে করি।

  3. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    ভালো উদ্যোগ । কবি বন্ধুদের যদি কারো কন্ঠস্বর ভালো, মধুর হয়। তাহলে তিনি কবাত আবৃতি করে পাঠাতে পারেন। তবে এই বিষয়ে আমি 100তে 0, কারণ আমার কন্ঠ শোনলে মানুষ ভিডিও দেখাই বন্ধ করে দিবে।

    নতুন নতুন উদ্যোগ গ্রহণ করার জন্য সম্পাদক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ।

  4. বিএম বরকতউল্লাহ্ মন্তব্যে বলেছেন:

    সুন্দর উদ্যোগের জন্য আপনাকে সাধুবাদ জানাই। এতে করে অনেক লেখকই উৎসাহ বোধ করবে।
    ধন্যবাদ।

  5. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

    একর পর এক চলন্তিকার সাহসী এবং সুন্দর উদ্দ্যেগগুলো মনে খুব প্রেরণা যোগাচ্ছে….চলন্তিকার এ প্রয়াস সার্থক হোক এবং সমাদৃত হোক…

  6. আহমেদ ফয়েজ মন্তব্যে বলেছেন:

    সবগুলো উদ্যোগই চমৎকার ও সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে উপযুক্ত। চলন্তিকার সফলতা কামনা করি। তবে লক্ষ্য রাখতে হবে লেখার মতো ভিডিও ফাইলগুলো যাতে চলন্তিকার সাহিত্য মানকে মিউজিক চ্যানেল, ভিডিও চ্যানেলে পরিণত না করে।
    এ বিষয়ে বিশেষ নজরদারীও রাখতে হবে। সার্বিক বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য আরো বেশ কিছু দিন সময় আছে। আশা করি এ সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে এগিয়ে যাবে চলন্তিকা।
    অভিনন্দ পথ চলায়।

  7. আলমগির সরকার লিটন মন্তব্যে বলেছেন:

    দাদা
    বেশ উদ্যোগ
    অভিনন্দন

  8. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

    ভালো উদ্যোগ। কোন ব্লগার যদি গান জানেন তাঁর গানের ভিডিও প্রকাশ করা যেতে পারে। ভালো আবৃত্তি যুক্ত হতে পারে।

  9. সপ্নিল রায় মন্তব্যে বলেছেন:

    সাথে আছি ।

  10. বৈশাখী ঝড় মন্তব্যে বলেছেন:

    সুন্দর একটি উদ্যোগ।

  11. মোসাদ্দেক মন্তব্যে বলেছেন:

    সুন্দর উদ্যোগের ….

  12. শ‍হীদুল ইসলাম প্রামানিক মন্তব্যে বলেছেন:

    সুন্দর উদ্যোগ।

  13. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    একটি ভাল উদ্যোগ
    সাথে আছি

  14. সুমাইয়া বরকতউল্লাহ্ মন্তব্যে বলেছেন:

    খুব ভালো উদ্যোগ।
    ভাইয়া ২০১২ সালে আমার বই প্রকাশের পর কয়েকটা টিভি চ্যানেলে আমার সাক্ষাৎকার নিয়েছিল। আমি চেষ্টা করেছিলাম এখানে সেই ভিডিওটা দিতে। কিন্তু কিছুতেই দিতে পারছি না। ২ এমবি’র বেশি নাকি দেয়া যাবে না। আমার ভিডিও তো ৩০২ এমবি।
    কী করতে পারি?

  15. আরজু মন্তব্যে বলেছেন:

    সুন্দর উদ্যোগ।ধন্যবাদ সুমাইয়া

  16. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    ভাল উদ্যাগ আল্লাহ যেন সফল করে দেন । ইনশাআল্লাহ চলন্তিকার সংগে আছি থাকব ,আমার ক্ষুদ্র মেধার ভাংগা তরী লয়ে ।

  17. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

    শুভ প্রয়াস,শুভ কামনা।

  18. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    ইনশাআল্লাহ চলন্তিকার সনে আছি ।
    আশা করি সাফল্যের সহিত চলন্তিকা এগিয়ে যাক ।

  19. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

    শুভকামনা রইল।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top