Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চলেতো যেতেই হবে

লিখেছেন: এস এম আব্দুর রহমান | তারিখ: ১০/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1748বার পড়া হয়েছে।

    চলেতো  যেতেই  হবে

চলেতো  একদিন   যেতেই   হবে

হয়েছে  চুক্তি   যাত্রার   শুরুতে,

তবু   প্রশ্ন   থেকে   যায়   যেতে  হবেই

যদি,  পাঠালেই   কেন   তড়িতে ।

এসেছি   সেদিন   সবেই  যেন

হয়েছে   শুরু  রুদ্রোজ্জল   দিন ,

আজি  আমিতো  চাইনা  ফিরে  যেতে

শেষের  দিনের  সহায়  সম্বল   হীন ।

দিন যায়  আসে  রাত  কাল চাদর মুড়ে

আকাশ  ছেয়ে  তারার  মেলা  চোখ  বরে ।

তারারা  হাসে যেন  ফুটন্ত  ফুল

বাগান  ভরে  মালির  দুয়ারে,

ছুটে  বেড়াচ্ছে  তারা   যেন  ঐ

দুড়ন্ত   মেঘের  ভেলায়  চড়ে ।

এইতো সেদিন   বুঝি  হে  ঘুমেই

শত  শত  বছর  গেল  চলে ,

ভাবতেই  মোর  কেঁপে  উঠে  যেন  বুক

বিদায়ের  রসদ  কিছু  নেই  বলে ।

রাতের  তো  এখনও  হয়নি  যে  শেষ

হুশিয়ারী  কেন  যে  মোরে  তবে,

রাতের  পরে  আসবে  আবার  দিন

আসবে  আবার  নিশীরাত  এই  ভবে ।

আমার  যাত্রা  কি  শেষ  হবে  রাতে

কভু কি ফুটবে না আর ফুল সেই প্রভাতে ?

চলে  যাব  আমি  চুক্তি  প্রভাতে

রদ  বদল  হবে না  বুঝি  তার,

দেশীয়  নেতার  আদেশ  নয়  এ  যে

বদলে  আছে  শত  কোটি   বার ।

ওহে  নিয়ন্ত্রক  ক্ষমিও  মোরে

জমাতে  পারিনি  কোন  রসদ ,

সপিবো  ফিরে  তোমার  তরে

এই তো  ছিল  মোর  আত্মিক  স্বপথ ।

তবু  আশা তোমার  ভাল বাসা  সৃষ্টিতে

জীবন  মোর  ধন্য  হবে ক্ষমার  বৃষ্টিতে । ।

১,৭৬৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৩১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৮৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৮ ১৩:৩৯:৪৭ মিনিটে
banner

১৪ টি মন্তব্য

  1. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    কবিতা ভাল লাগলো।

  2. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো কবিতা আমার পাতায় আমার পাতায় আমন্ত্রণ ।

  3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    অনেক সুন্দর হয়েছে।

  4. আরজু মন্তব্যে বলেছেন:

    এই তো ছিল মোর আত্মিক স্বপথ ।

    তবু আশা তোমার ভাল বাসা সৃষ্টিতে

    জীবন মোর ধন্য হবে ক্ষমার বৃষ্টিতে ।

    ভাল লাগল এই আত্নিক শপথ।ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।

  5. জিয়াউল হক মন্তব্যে বলেছেন:

    নতুন এক ভাবনা তো ধরিয়ে দিলেন কবি চলে যাবার ভাবনা। মাঝে মাঝে ভুলেই যাই যে যেতে হবে এই ভুবন ছেড়ে।

  6. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । শুভ কামনা ।

  7. আজিম মন্তব্যে বলেছেন:

    আপনার অনেক কবিতা খুবই ভাল হয়, এটি তার মধ্যে একটি। অনেক ধন্যবাদ।

  8. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    চলে তুমি যাবেই যাবে
    এটাই রীতি,
    এমন কাজ করিও তবে
    থাকবে স্মৃতি।

  9. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    চলে ত যেতেই হবে হুম

    অনেক ভাল লাগা কবিতায়

  10. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    মন মুগ্ধকর লিখনী
    বেশ সুন্দর ভাবনা র প্রকাশ
    শুভ কামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top