Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

‘চাওয়াই’ নামের নদীটি……..

লিখেছেন: আহমেদ রুহুল আমিন | তারিখ: ১৫/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1279বার পড়া হয়েছে।

একটি নদী এসেছিল হিমালয়ের বুক চিরে,
দু’পাশে ঘন বন ছিল আর সূখ ছিল তার মুখ ঘিরে ।
রাখালিয়া বাঁশির সুরে মাঠে জনরব ছিল,
বনমোরগ আর ডাকচড়ুই এর ডাকে কলরব ছিল ।
হাটু জলের নদী সেতো কবিগুরুর বৈশাখে,
সবুজ-শ্যামল শাল পিয়ালে শোভা ছিল দুই শাখে ।
নদীর জলে নাওয়া-খাওয়া নিত্য চলে পড়শির,
ইচ্ছে মতো মাছটি মিলে জালে কিংবা বড়শীর ।
এমতি তো সে ছোট্ট নদী বরষা এলে ঢেউ-এর জল,
উথাল পাথাল দূকুল তার ছুটতো সদা ছলাৎছল ।
বুক চিরে আজ সেই নদীটির কলজে কাটা কাব্যতা-
অক্টোপাশের(ভারত ?) করাল গ্রাসে হারিয়ে গেছে নাব্যতা ।
সেই নদীর নাম ‘ চাওয়াই ‘/ মিলছেনা তার দাওয়াই ।।
_______________

১,৩১৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
#কায়েতপাড়া, পঞ্চগড় সদর, পঞ্চগড় । #চল্লিশ দশকে অকাল প্রয়াত ছোট মামার কলকাতার সংগ্রহকৃত কিশোর ক্লাসিক " শুকতারা " ম্যাগাজিনে প্রকাশিত রবীন্দ্র সম-সাময়িক ( যেখানে তাঁর লেখা ছবিসহ সরাসরি প্রকাশ হতো) বিভিন্ন ছড়া/কবিতা সত্তর আশির দশকে পাঠে শিশু মনে কল্পনার দোল খেত । সেই থেকে শুরু । লেখা-লিখি টুকটাক । ভাল লাগে কবিগুরু , বিদ্রোহী,সুকান্ত -জীবনানন্দ, সত্তর-আশির দশকের আবুলহাসান, দাউদ হায়দার,খোন্দকার আশরাফসহ অনেক কবির লেখা । সমরেশ মুজুমদার,সব্যসাচি সৈয়দ হক,আনিসুল হক, সদ্যপ্রয়াত হুমায়ুন আহমেদ,ইমদাদুল হক মিলন প্রিয় গল্পকার/লেখকের তালিকায় । # প্রিয় ব্যাক্তিত্ত্ব : হযরত মোহাম্মদ (সা.) । # প্রিয় ব্যক্তি : মা-বাবা । # যা আশ্চয্য করে : পবিত্র কোরআন, বিশ্ব- প্রকৃতি, কম্পিউটার-তথ্য প্রযুক্তি । #দু'সন্তানের জনক ।
সর্বমোট পোস্ট: ৭৯ টি
সর্বমোট মন্তব্য: ১৬২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-১৫ ১৭:১৮:৩৫ মিনিটে
banner

৮ টি মন্তব্য

  1. আরজু মন্তব্যে বলেছেন:

    সেই নদীর নাম ‘ চাওয়াই ‘/ মিলছেনা তার দাওয়াই ।।

    এটা কি সত্যি নদীর কথা বলেছেন না কি রূপক অর্থে বলেছেন।যাই হোক সুন্দর কবিতা।ধন্যবাদ।

    • আহমেদ রুহুল আমিন মন্তব্যে বলেছেন:

      টেকনাফ থেকে তেতুলিয়া ৷ সেই পঞ্চগড় ( যার তিনদিকেই ভারতীয় ভখন্ড) এর তেতুলিয়া যেতে জেলা সদর র্থেকে দশ কিলো উত্তরেই এই চাওয়াই নদীর অবস্থান ৷ আর রুপক অর্থে চাওয়াই নামের নদীটির সাথে আমাদের এই প্রিয় স্বদেশকেও ধরে নিতে পারেন ৷ অক্টোপাস হিসেবে যাকে বুঝানো হয়েছে সেই ভারত কিন্তু আমাদের যতোগুলো নদী আছে সবগুলো নদীর উজানে বাঁধ দিয়ে কার্যত: আমাদের মরুকরণ প্রক্রিয়ার সাথে জড়িত অনেক আগে থেকেই ৷ ধন্যবাদ আপনাকে মতামতের জন্য ৷

  2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    একটি নদী এসেছিল হিমালয়ের বুক চিরে,
    দু’পাশে ঘন বন ছিল আর সূখ ছিল তার মুখ ঘিরে ।
    রাখালিয়া বাঁশির সুরে মাঠে জনরব ছিল,
    বনমোরগ আর ডাকচড়ুই এর ডাকে কলরব ছিল ।
    সুন্দর বর্ণনা । ভাল লাগল কবিতাটি । শুভ কামনা ।

  3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    একটি নদী এসেছিল হিমালয়ের বুক চিরে,
    দু’পাশে ঘন বন ছিল আর সূখ ছিল তার মুখ ঘিরে ।—-চমৎকার কবিতা।

  4. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

    নদির কথা মনে পরলে কষ্ট লাগে । ভালো লাগলো ।

  5. আবদুল্লাহ আল নোমান দোলন মন্তব্যে বলেছেন:

    গুছানো বর্ণনা,ছন্দ।দারুণ লাগল।

  6. আহমেদ রুহুল আমিন মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ আপনাদের সবাইকে মতামতের জন্য ৷

  7. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

    সুন্দর লিখেছেন প্রিয়।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top