চার ঘন্টায় চাঁদে পৌঁছা!
এই লেখাটি ইতিমধ্যে 1558বার পড়া হয়েছে।
(প্রতীকী ছবি)
খবরটি অবিশ্বাস্য নয় মোটেই! মাত্র চার ঘন্টায় চাঁদে যেতে চান?
প্লেনে সিঙ্গাপুর পৌঁছনোর আগেই এবার পৌঁছে যাওয়া যাবে চাঁদে! সময় লাগবে মাত্র ৪ ঘণ্টা।
বিন্দুমাত্র রসিকতা নয়। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা সম্প্রতি এমন একটি যান তৈরি করেছে, যা ৪ ঘণ্টায় পৌঁছে দেবে চাঁদে। আলোর থেকেও বেশি গতিবেগে ছুটবে সেই যান। তীব্র গতিসম্পন্ন এই মহাকাশযানটির নাম ‘ওয়্যার্প ড্রাইভ’।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, নতুন যানটির পরীক্ষামূলক উৎক্ষেপনেও সাফল্য পেয়েছে নাসা। তাদের দাবি, আলোর থেকেও বেশি গতিতে চাঁদে পৌঁছে দেবে ‘ওয়্যার্প ড্রাইভ’। এই যানে প্রয়োজন হবে না রকেট জ্বালানিরও। গত এক দশক ধরে ‘ওয়্যার্প ড্রাইভ’ ইঞ্জিনের ওপর গবেষণা চালাচ্ছে নাসা।
তবে এখনই এই প্রযুক্তি বাণিজ্যিক ভাবে চালু করতে চাইছে না তারা। আরো কয়েকবার পরীক্ষার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তথ্যসূত্র: http://www.risingbd.com/%E0%A7%AA-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A7%87/105841
১,৫৫১ বার পড়া হয়েছে
আমিও যাইতাম ই ই ই ই
এত সহজ মামার বাড়ি যাইতে আহা ……..
ধন্যবাদ সুন্দর শেয়ারিং এর জন্য
আসুন না একবার বুড়ির বাড়ি থেকে বেড়িয়েই আসা যাক!
বুড়ির সুতো কাটার যন্ত্রটা দেখে আসা যাক! আচ্ছা বুড়িটা কি এখনো বেঁচে আছে?
এখনো কি সুতো কাটে আগের মতই? কই ,কেউ তো আর আমার মত –
সুতো ধরতে মাঠে মাঠে দৌড়ে বেড়ায় না এখন? চাঁদ মামাও ভয়েই আছে –
কখন জানি এই এলিয়ন ভাগ্নেরা বাড়িতে হানা দিয়ে তার শান্তি তছনছ করে দেই!
অনেক সুন্দর ও গুরুত্বপূর্ণ তথ্য ! তবে চার ঘণ্টায় যাওয়ার চেয়ে চার ঘণ্টার ভাড়া কত হবে তাই বড় প্রশ্ন হয়ে ধরা দিচ্ছে ! তাছাড়া টিকিট আবার ব্ল্যাকে বিক্রি হয় কি না সেটাও প্রশ্ন ! 🙂 বাংলাদেশে বাস করি তো তাই ঐ চিন্তাগুলিই আগে আসছে মাথায় ! 😛
ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য !
কত আর ভাড়া হবে? চার ঘন্টার লোকাল(!) টিকেট – এক্সপ্রেস তো আর নয়! চার সেকেন্ড হলে নাহয় কথা ছিলো! এ যুগের বিল গেটসরা অবশ্য তাঁদের সারা জীবনের আয় দিয়ে দু’চারবার যেতেই পারবেন!
আর কালবাজারীর কোন সম্ভাবনা নেই কবি – কেন না, ওই টিকেট তো আমাদের দেশে আলোর মুখই দেখবে না, চির অন্ধকারেই থাকবে! 🙂
কবি টি আই সরকার ভাইয়ের সাথে সহমত
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,দারুন লিখনী
কত আর ভাড়া হবে? চার ঘন্টার লোকাল(!) টিকেট – এক্সপ্রেস তো আর নয়! চার সেকেন্ড হলে নাহয় কথা ছিলো! এ যুগের বিল গেটসরা অবশ্য তাঁদের সারা জীবনের আয় দিয়ে দু’চারবার যেতেই পারবেন!
আর কালবাজারীর কোন সম্ভাবনা নেই কবি – কেন না, ওই টিকেট তো আমাদের দেশে আলোর মুখই দেখবে না, চির অন্ধকারেই থাকবে! 🙂
বেশ
জানলাম
কবি কি আমাদের বলবেন না – কবে যাচ্ছেন?
চল না ঘুরে আসি!! সকালে যাব, বিকেলেই ফিরে আসব!! হা হা হা — কী মজা!!
নাহ্, অহনও যাইতাম না।
ছান্দের গাড়ি ‘মুড়ির টিনে’ যহন যাওয়া যাইবো তহন যা’মু।
– হাঃ হাঃ হাঃ