Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চার ঘন্টায় চাঁদে পৌঁছা!

লিখেছেন: অনিরুদ্ধ বুলবুল | তারিখ: ০৫/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1558বার পড়া হয়েছে।

Worp Drive

(প্রতীকী ছবি)

খবরটি অবিশ্বাস্য নয় মোটেই! মাত্র চার ঘন্টায় চাঁদে যেতে চান?

প্লেনে সিঙ্গাপুর পৌঁছনোর আগেই এবার পৌঁছে যাওয়া যাবে চাঁদে! সময় লাগবে মাত্র ৪ ঘণ্টা।

বিন্দুমাত্র রসিকতা নয়। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা সম্প্রতি এমন একটি যান তৈরি করেছে, যা ৪ ঘণ্টায় পৌঁছে দেবে চাঁদে। আলোর থেকেও বেশি গতিবেগে ছুটবে সেই যান। তীব্র গতিসম্পন্ন এই মহাকাশযানটির নাম ‘ওয়্যার্প ড্রাইভ’।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, নতুন যানটির পরীক্ষামূলক উৎক্ষেপনেও সাফল্য পেয়েছে নাসা। তাদের দাবি, আলোর থেকেও বেশি গতিতে চাঁদে পৌঁছে দেবে ‘ওয়্যার্প ড্রাইভ’। এই যানে প্রয়োজন হবে না রকেট জ্বালানিরও। গত এক দশক ধরে ‘ওয়্যার্প ড্রাইভ’ ইঞ্জিনের ওপর গবেষণা চালাচ্ছে নাসা।

তবে এখনই এই প্রযুক্তি বাণিজ্যিক ভাবে চালু করতে চাইছে না তারা। আরো কয়েকবার পরীক্ষার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

তথ্যসূত্র: http://www.risingbd.com/%E0%A7%AA-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A7%87/105841

১,৫৫১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
কৈফিয়ত - তোমরা যে যা-ই ব'ল না বন্ধু; এ যেন এক - 'দায়মুক্তির অভিনব কৌশল'! যেন-বা এক শুদ্ধি অভিযান - 'উকুন মেরেই জঙ্গল সাফ'!! প্রতিঘাতের অগ্নি-শলাকা হৃদয় পাশরে দলে - শুক্তি নিকেশে মুক্তো গড়ায় ঝিনুকের দেহ গলে!! মন মুকুরের নিঃসীম তিমিরে প্রতিবিম্ব সম - মেলে যাই কটু জীর্ণ-প্রলেপ ধূলি-কণা-কাদা যত। রসনা যার ঘর্ষনে মাজা সুর তায় অসুরের দানব মানবে শুনেছ কি কভু খেলে হোলি সমীরে? কাব্য করি না বড়, নিরেট গদ্যও জানিনে যে, উষ্ণ কুসুমে ছেয়ে নিয়ো তায় - যদি বা লাগে বাজে। ব্যঙ্গ করো না বন্ধু আমারে অচ্ছুত কিছু নই, সীমানা পেরিয়ে গেলে জানি; পাবে না তো আর থৈ। যৌবন যার মৌ-বন জুড়ে ঝরা পাতা গান গায় নব্য কুঁড়ির কুসুম অধরে বোলতা-বিছুটি হুল ফুটায়!! ভাল নই, তবু বিশ্বাসী - ভালবাসার চাষবাসে, জীবন মরুতে ফুটে না কো ফুল কোন অশ্রুবারীর সিঞ্চনে। প্রাণের দায়ে এঁকে যাই কিছু নিষ্ঠুর পদাবলী: দোহাই লাগে, এ দায় যে গো; শুধুই আমার, কেউ না যেন দুঃখ পায়।
সর্বমোট পোস্ট: ১৪৩ টি
সর্বমোট মন্তব্য: ২৪২২ টি
নিবন্ধন করেছেন: ২০১৫-০২-১৪ ০২:৫৯:৫৩ মিনিটে
banner

১০ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    আমিও যাইতাম ই ই ই ই

    এত সহজ মামার বাড়ি যাইতে আহা ……..

    ধন্যবাদ সুন্দর শেয়ারিং এর জন্য

    • অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

      আসুন না একবার বুড়ির বাড়ি থেকে বেড়িয়েই আসা যাক!
      বুড়ির সুতো কাটার যন্ত্রটা দেখে আসা যাক! আচ্ছা বুড়িটা কি এখনো বেঁচে আছে?
      এখনো কি সুতো কাটে আগের মতই? কই ,কেউ তো আর আমার মত –
      সুতো ধরতে মাঠে মাঠে দৌড়ে বেড়ায় না এখন? চাঁদ মামাও ভয়েই আছে –
      কখন জানি এই এলিয়ন ভাগ্নেরা বাড়িতে হানা দিয়ে তার শান্তি তছনছ করে দেই!

  2. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    অনেক সুন্দর ও গুরুত্বপূর্ণ তথ্য ! তবে চার ঘণ্টায় যাওয়ার চেয়ে চার ঘণ্টার ভাড়া কত হবে তাই বড় প্রশ্ন হয়ে ধরা দিচ্ছে ! তাছাড়া টিকিট আবার ব্ল্যাকে বিক্রি হয় কি না সেটাও প্রশ্ন ! 🙂 বাংলাদেশে বাস করি তো তাই ঐ চিন্তাগুলিই আগে আসছে মাথায় ! 😛
    ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য !

    • অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

      কত আর ভাড়া হবে? চার ঘন্টার লোকাল(!) টিকেট – এক্সপ্রেস তো আর নয়! চার সেকেন্ড হলে নাহয় কথা ছিলো! এ যুগের বিল গেটসরা অবশ্য তাঁদের সারা জীবনের আয় দিয়ে দু’চারবার যেতেই পারবেন!
      আর কালবাজারীর কোন সম্ভাবনা নেই কবি – কেন না, ওই টিকেট তো আমাদের দেশে আলোর মুখই দেখবে না, চির অন্ধকারেই থাকবে! 🙂

  3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    কবি টি আই সরকার ভাইয়ের সাথে সহমত
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    ,,,,,,,,,,,,,,,দারুন লিখনী

  4. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    কত আর ভাড়া হবে? চার ঘন্টার লোকাল(!) টিকেট – এক্সপ্রেস তো আর নয়! চার সেকেন্ড হলে নাহয় কথা ছিলো! এ যুগের বিল গেটসরা অবশ্য তাঁদের সারা জীবনের আয় দিয়ে দু’চারবার যেতেই পারবেন!
    আর কালবাজারীর কোন সম্ভাবনা নেই কবি – কেন না, ওই টিকেট তো আমাদের দেশে আলোর মুখই দেখবে না, চির অন্ধকারেই থাকবে! 🙂

  5. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    বেশ
    জানলাম

  6. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    কবি কি আমাদের বলবেন না – কবে যাচ্ছেন?

  7. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    চল না ঘুরে আসি!! সকালে যাব, বিকেলেই ফিরে আসব!! হা হা হা — কী মজা!!

    • অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

      নাহ্, অহনও যাইতাম না।
      ছান্দের গাড়ি ‘মুড়ির টিনে’ যহন যাওয়া যাইবো তহন যা’মু।
      – হাঃ হাঃ হাঃ

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top