নোটিশ
চিংড়ির নৌকা
এই লেখাটি ইতিমধ্যে 1571বার পড়া হয়েছে।
চিংড়ির নৌকা
চিংড়ি মাছের ডিঙ্গী নৌকা
হাল আর পাল তার নেইতো,
হাল নিয়েছে হাঙ্গর মাছে
পাল নিয়েছে রুইতো ।
হালের ঠেলায় পালের টানে
চিংড়ি যখন ভাসে,
সারি সারি দাঁত কেলিয়ে
বোয়াল তখন হাসে ।
সুযোগ পেয়ে ডানকিনে মাছ
উঠে চিংড়ির পীঠে,
চিংড়ির ভিতর ফাঁপা শুধু
আসল নয় সে চিটে ।
তাইনা শুনে রেগে চিংড়ি
শোল কাতলারে শুধায়,
চিটের ঠেলা বুঝবে তখন
কাটা যেই ডুকবে গায়। ।
১,৫৬০ বার পড়া হয়েছে
nice kabbo
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
খুবই ভালো লাগলো
সুন্দর লিখা
ছন্দময়
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । শুভেচ্ছা রইল । ভাল থাকুন সতত ।
দারুন সুন্দর ছড়া
অনেকদিন পর। লিখলেন
ভাল লাগা রইল অনেক
আসলে আমার লিখতে ইচ্ছে করে না । কোন দিন তো আর বড় কবি বা লেখক হতে পারবো না । কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । সারাক্ষণ ভাল থাকার জন্য দোয়া রইল ।
ইশ কইলেই হলো। কবি না হন। আমাকে কবি বানায়ে দেন
দোয়া করি তুমি বিখ্যাত কবি হও । আমার চেষ্টা থাকবে সর্বক্ষ্ণ । শুভ কামনা ।
খুব সুন্দর ছড়া ! শিশুতোষ ছড়া । বেশ ভালো লেগেছে পড়তে !
ছোটদের আরো বেশি ভালো লাগবে । অনেক শুভেচ্ছা জানবেন ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।ভাল থাকুন সতত ।
বেশ ফানি শিশোতোষ।
ভাল লাগল কবি –
ধন্যবাদ । ভাল লেগেছে শুনে খুশী হলাম ।