Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চিরসুখী

লিখেছেন: ফাগুন আইভী | তারিখ: ১৯/০৩/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1927বার পড়া হয়েছে।

OrangeGirlUmbrella_

 

শুনে রাখো পৃথিবী –

আমি সুখী, চিরসুখী!

আমি সুখের গল্প শুনি

আর মায়াভরা চোখে দুঃখকে দেখি!

আমি বিলাসিতা দেখি অহর্নিশি,

দারিদ্র্য সাথে নিয়ে চলি,

ধ্বংসস্তূপে বেঁচে থেকে

আমি সৃষ্টির কথা বলি।

ভোর থেকে সন্ধ্যা

আমি ঘুরে দেখি হতাশার জীবন,

তবু আমি সুখী

মনভরে আশার প্লাবন।

কখনো দেখি খবরের পাতায়

জীবনকে দিতে অবসান!

হৃদপিন্ড আমার টিকটিক সুরে

জানায় বাঁচার আহ্বান!

আমি চিরসুখী

মনে অতল-আবেগ-ঢেউ!

তবু আমি দার্শনিক!

জীবনপথে আবেগ নয় কেউ!

 

এই আমি, সুখী!

চিরসুখী!

শুনেছো,পৃথিবী!!

 

 

১,৮৯৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
জন্মেছিলাম নদীবেষ্টিত পটুয়াখালী তে,জন্মস্থান বলেই কিনা জানিনা -বাংলাদেশের যেকোন জায়গা থেকে এরপ্রতি টানটা আমার অনেক বেশি। সাড়ে চারবছর বয়সে চলে আসি ফরিদপুর,ঢাকা তে। পরিবার এবং প্রকৃতি পরিবেশের সাথে দ্বন্দ্বময় জীবন কাটিয়ে চলছি আজীবন! পুরো শিক্ষাজীবন কাটছে ফরিদপুরেই। বর্তমানে পড়াশোনা করছি চিকিৎসা বিজ্ঞান নিয়ে, MBBS 4th year এর স্টুডেন্ট। তা বলে কখনো বলিনা, আমি ভবিষ্যৎ ডাক্তার। কেউ জিজ্ঞেস করলে বলি-মানুষের মেকানিক হচ্ছি! কেউ কেউ প্রথম পরিচয়ে ভ্যাবাচেকা খেয়ে যায় তাই! ভবিষ্যৎ প্রফেশন ডাক্তারি হলেও প্যাশন সম্পূর্ণ ভিন্ন দিকে! ভালোবাসি পড়তে, লেখালেখি, গান,ছবি ....... কিংবা এভাবেও বলা যায়,ভালোবাসি বই,কলম,গিটার আর ক্যামেরা! বলা যায়না ভবিষ্যৎ -এ গলায় স্টেথোস্কোপ ঝুলিয়েই ফিল্ম ডিরেক্ট করতে নেমে যেতে পারি! লেখালেখি সম্পর্কে বলতে গেলে- প্রকাশিত একক বই দুইটি - ১। নিঃসঙ্গতা (উপন্যাস /2009) ২। কড়ে আঙুল (ভৌতিক গল্পগুচ্ছ /2010) সাতবছর বয়সে প্রথম একটা কবিতা লিখেছিলাম নানাভাইকে (লেট) তার চিঠির উত্তর দিতে গিয়ে! তার উৎসাহতেই নিজের ভেতর থেকে টেনে বাইরে এনেছিলাম আমার এই জন্মগত প্রতিভা! পনের বছর বয়সে একটা কবিতা কম্পিশনে অংশ নেই,সারা বাংলাদেশের আট হাজারেরও বেশি মানুষ অংশ নেয় তাতে, সিলেক্টেড সাড়ে তিনশ কবিতার একটা সংকলনে স্থান পায় অতি নগন্য এই পঞ্চদশী কবির কবিতা! চৌদ্দ বছর বয়সে লিখে ফেলেছিলাম আস্ত একটা উপন্যাস! 2009 সালের বইমেলায় সেটা প্রকাশিত হয়। তারপরের বছর প্রকাশ পায়-কড়ে আঙুল বইটা। স্থানীয় পত্রিকায় বেশিকিছু লেখা ছাপা হয়েছে। আর লিখছি বিভিন্ন ব্লগে। লিখছি শুধু .....গুটি গুটি পায়ে....লিখে যাচ্ছি .......
সর্বমোট পোস্ট: ১২ টি
সর্বমোট মন্তব্য: ১২৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৫-০৩-০৮ ০২:৫৭:৪৮ মিনিটে
Visit ফাগুন আইভী Website.
banner

১৪ টি মন্তব্য

  1. অপরাহ্নের রবি মন্তব্যে বলেছেন:

    অামি সুখি,এই কথাটা বলতে ও সাহস লাগে।

  2. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    মুগ্ধ হলাম পড়ে দারুন মুগ্ধতা দারুন কাব্য তা …..
    ভালো লাগল ……কবি

  3. সেতারা ইয়াসমিন হ্যাপি মন্তব্যে বলেছেন:

    সুবহান-আল্লাহ…শুনে খুব ভালো লাগলো… সবাই সুখে থাকুক… খুব ভালো লাগলো আইভী আপি…!

  4. সুমন সাহা মন্তব্যে বলেছেন:

    //শুনে রাখো পৃথিবী –

    আমি সুখী, চিরসুখী!

    আমি সুখের গল্প শুনি

    আর মায়াভরা চোখে দুঃখকে দেখি!//

    শুনে রাখলাম প্রিয় আপি’টি।

    আগে বলুন খেলা দেখছেন তো। এক ধরনের উত্তেজনা নিয়ে খেলা দেখছি। আমি কিন্তু খুবই আত্মবিশ্বাসী বাংলাদেশকে নিয়ে।

    শুভেচ্ছা রইলো লেখার জন্য।

  5. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

    এত সুখ সইবেন কেমনে । পৃথিবীকে জানিয়ে দিচ্ছেন আপনার সুখের কথা । বাহ্ খুবই ভালো আপনার কবিতা । আনন্দের কবিতা । শুভেচ্ছা রইলো।

  6. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    “ভোর থেকে সন্ধ্যা
    আমি ঘুরে দেখি হতাশার জীবন,
    তবু আমি সুখী
    মনভরে আশার প্লাবন।”
    ভাল বলেছেন। এর নামই তো জীবন!
    বোধটা বেশ ভাল লাগল। শুভেচ্ছা কবিকে –

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top